Madhyamik test exam 2022 : মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে বড় খবর! ঘোষণা হল পরীক্ষার দিনক্ষণ।
Madhyamik test exam 2022 : কবে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা? নির্দেশ দিল পর্ষদ। জানুন বিস্তারিত।
এ বছর মাধ্যমিক পরীক্ষার সময় সূচি (Madhyamik test exam 2022) ছিল ৭ মার্চ থেকে ১৬ মার্চ। করোনা বিধি মেনেই সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষার কথা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন, কতো টাকায় মেলে শিক্ষকতার চাকরি! এসএসসি মামলায় আজব প্রশ্ন আদালতের।
গত ২৯ মার্চ পর্ষদের তরফ থেকে (Madhyamik test exam 2022) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পড়ুয়াদের মোট ৩ টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে স্কুলের তরফ থেকে। তার মধ্যে দুটি সামেটিভ মূল্যায়নের তারিখ সম্পর্কে বলা হয়েছে। প্রথম সামেটিভ মূল্যায়ন হবে আগামী ৭ মে-র মধ্যে এবং দ্বিতীয়টি আগামী ২০ আগস্টের মধ্যে নেওয়া হবে।
অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির সামেটিভ মূল্যায়নের ক্ষেত্রেও প্রথম এবং দ্বিতীয় মুল্যায়নের তারিখ একই রাখা হয়েছে (Madhyamik test exam 2022)। তবে তৃতীয়টি ২৫ নভেম্বরের আগে নেওয়া হবে না বলে জানানো হয়েছে। আগামী ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে এই মূল্যায়নটি সম্পন্ন করার কথা জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। এখন জেনে নেওয়া যাক কবে হবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা।
মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময় –
মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে, নভেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে নেওয়া হবে টেস্ট পরীক্ষা (Madhyamik test exam 2022)। তবে কোনও মতেই ১৭ তারিখের আগে পরীক্ষা শুরু হবে না।
আরও পড়ুন, পহেলা এপ্রিল থেকে আনলিমিটেড প্লানের খরচ কমে গেল, কমদামে বেশী ভ্যালিডিটি।
এই মূল্যায়নের জন্য যে প্রশ্নপত্র তৈরী করা হবে তার দায়িত্ব স্কুলগুলিকে দেওয়া হয়েছে (Madhyamik test exam 2022)। এমনকি বলা হয়েছে পুরো সিলেবাসের ওপর ভিত্তি করে যে প্রশ্নগুলি তৈরী করা হবে তার ওপর নির্দিষ্ট নম্বর দেওয়া থাকবে, তা মেনে চলতে হবে। প্রশ্নপত্রের ওপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকার কথাও বলা হয়েছে। আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালোলেগে থাকবে।
Can i know madhyamik result date??