Madhyamik Result Date 2022

Madhyamik Result Date 2022 : এই ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট, জানুন বিস্তারিত

গত বছর অতিমারির আবহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়নি (Madhyamik Result Date 2022) । তবে এবছর করোনা বিধি মেনেই নেওয়া হয়েছে পরীক্ষা। চলতি বছরের মার্চ মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১৬ মার্চ। পরীক্ষা হয়ে গিয়েছে। এবার পালা ফলাফল প্রকাশের। কীভাবে দেখা যাবে পরীক্ষার ফলাফল? আজকে এই খবরের মাধ্যমে সেই বিষয়ে জানানো হবে।

আরও পড়ুন, মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক নিয়ে বড় খবর! এবার থেকে পরীক্ষার নিয়মে হতে চলেছে বড়সড় পরিবর্তন। 

টানা বেশ কয়েকদিন স্কুল বন্ধ থাকায় পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে কিছুটা অসুবিধার সম্মুখীনও হতে হয়। তবে পরীক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল (Madhyamik Result Date 2022)। যদিও অনেক পড়ুয়াই সেই সুবিধা নিতে পারেন নি। পরীক্ষার খাতা চেক করতে গিয়ে অনেক পরীক্ষকের অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে, অনেক পরীক্ষার্থী ‘ল’, ‘তালব্য শ’ ইত্যাদি অক্ষর সারা খাতা জুড়ে উল্টো লিখেছে। বিশেষজ্ঞদের মতে, এর কারণ বহুদিন পড়াশোনার সাথে সম্পর্কবিহীন থাকা।

তবে এখন পরীক্ষা শেষ হয়ে গেলেও পরীক্ষার্থী থেকে অভিভাবক প্রায় সকলের মনেই রেজাল্ট নিয়ে একটা চাপা উদ্বেগ তো থাকেই (Madhyamik Result Date 2022)। সবাদ মাধ্যম সূত্রের খবর, মে মাসের শেষের দিকেই কিংবা জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে পরীক্ষা রেজাল্ট।


মাধ্যমিকের ফলাফল কীভাবে দেখবেন –
১) www.wbresults.nic.in / www.wbbse.wb.gov.in -ওয়েবসাইটে যেতে হবে।
২) ‘WBBSE class 10 results’ এই অপশনে ক্লিক করতে হবে।
৩) পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ দিতে হবে।
৪) তারপর ‘Submit’ করতে হবে।
৫) স্ক্রিনে মাধ্যমিক রেজাল্ট দেখাবে। সেখান থেকে তা ডাউনলোড করতে হবে।

এছাড়া অ্যাপের মাধ্যমে রেজাল্ট কীভাবে দেখা যাবে-
গুগল প্লে স্টোর থেকে ‘madhyamik result 2022’ অ্যাপটি ডাউনলোড করতে পারেন (Madhyamik Result Date 2022)। সেখান থেকে বিনামূল্যেই রেজাল্ট দেখতে পাবেন। এই সম্পর্কিত খবরের নতুন আপডেট জানতে হলে চোখ রাখুন এই ওয়েবসাইটে। এছাড়া অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করলেই পাবে এই ৫টি স্কলারশীপ।