Madhyamik HS Exam: বাতিল হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা? নতুন করে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের? জেনে নিন সঠিক তথ্য
Madhyamik, HS Exam Update
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik HS Exam) ছাত্র-ছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই দুই বড় বোর্ড পরীক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে। উচ্চশিক্ষার আগে এই দুই বড় বোর্ড পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জরুরী। কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। তবে এখন যে খবর জানা যাচ্ছে, বাতিল হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তথ্য কতটা সঠিক? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
West Bengal Madhyamik HS Exam
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা হতেই রাজ্যের দুই বড় বোর্ড পরীক্ষার খাতা দেখা অনিশ্চয়তার মুখে পড়ে। বহু শিক্ষক জানিয়ে দেন তারা আর খাতা দেখবেন না। উচ্চমাধ্যমিকে তুলনামূলকভাবে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম হলেও মাধ্যমিকে কিন্তু উল্টো। ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। সেক্ষেত্রে এত সংখ্যক খাতা কে দেখবে তা নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত এই নিয়ে ডিটেলস জানা যাচ্ছে না।
আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় খবর! পিছিয়ে যেতে পারে ফলপ্রকাশ।
সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের সত্যতা!
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। ঠিক যেভাবে বাংলা সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়, সেরকম ধাঁচেই ওই ছবিটি ছড়িয়ে পড়েছে। সেখানে লেখা আছে, ‘২০২৫ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল। নতুন করে পরীক্ষা করাতে হবে সকল ছাত্রছাত্রীর। জানিয়ে দিল শিক্ষক সংগঠন।’ এর সঙ্গে ওই ছবিতে লেখা রয়েছে, ‘খাতা দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।’
স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এখনো পর্যন্ত কোনও শিক্ষক সংগঠনের তরফে সেরকম কোনও ঘোষণা করেনি। অতএব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি যে ভুয়ো, তা নিয়ে আলাদা করে আর কোনও সন্দেহ নেই। সংশ্লিষ্ট যে হরফে সেই লেখা হয়েছে, তা সাধারণত কোনও সংবাদমাধ্যমের তরফে ব্যবহার করা হয় না। আর ওই সংবাদমাধ্যমে ওরকম কোনও প্রতিবেদনও কিন্তু খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল হলেও চিন্তা নেই! আবার সুযোগ পাবে পড়ুয়ারা জানালো WBCHSE
সংসদের তরফে ঠিক কী জানানো হয়েছে?
মঙ্গলবার সংসদের তরফে এ বিষয়ে জানানো হয়েছে যে, এসএসসি মামলার রায়ে যে সকল শিক্ষকরা চাকরিচ্যুত হয়েছেন, তাঁরা যদি চান, তবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন। আর যদি কেউ নিজে থেকেই উত্তরপত্র মূল্যায়ন করতে না চান, সেক্ষেত্রেও কিন্ত সংসদের কোনো আপত্তি নেই। তখন যেটা হবে, শিক্ষকদের থেকে উত্তরপত্র দিয়ে অন্যদের দেওয়া হবে।
উপসংহার: ইতিমধ্যে এই খবর সামনে এসেছে এসএসসি মামলার রায় ঘোষণার আগে উত্তরবঙ্গ এবং মেদিনীপুর ডিভিশনের প্রায় ৯০ শতাংশ উত্তরপত্র কিন্তু জমা পড়ে গিয়েছে। অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বর্ধমান এবং কলকাতা ডিভিশনের ক্ষেত্রে সেটা হয়নি। সেই পরিস্থিতিতে চাকরিচ্যুত শিক্ষকরা যদি খাতা দেখতে না চান, বাকিদের উপরে চাপ বাড়তে পারে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে।