Madyamik Exam 2022

Madhyamik Exam 2022 : উত্তর না বলে দেওয়ায় আক্রান্ত ছাত্র ও তার বাবা। ভর্তি করতে হল হসপিটালে। জানুন বিস্তারিত।

৭ই এপ্রিল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। অতিমারী পরিস্থিতিতে গত দুবছর পরীক্ষা হয়নি। কিন্তু সকল ছাত্রছাত্রীদের এবছর আবার অন্যসময়ের মতো অন্য স্কুলে গিয়ে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে হচ্ছে। অনেকেই দাবি করেছিল পরীক্ষা যাতে হোমসেন্টারে হয় কিন্তু পর্ষদ তা হতে দেয়নি।

আরও পড়ুন, রোজগার কমেছে, ২ বছরের জন্য ট্যাক্স মুকুব। বঙ্গ বাজেটে বড়সড় সুখবর!

 মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নানা রকম বিশৃঙ্খলা দেখা যায়। এমন কি এটা ও শোনা যায় ইংরাজি (Madhyamik Exam 2022) পরীক্ষার দিন নাকি পরীক্ষা শুরুর আগেই  প্রশ্ন ফাঁস হয়ে যায়। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে জলপাইগুড়ি জেলা স্কুলে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা।

 এদিন জলপাইগুড়ি জেলা স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধু কে না বলার জেরে ঘটে যায় এক রক্তারাক্তি ঘটনা। ঋষভ নামে এক ছাত্রকে তার পিছন থেকে বারবার উত্তর বলতে বলছিল আর (Madhyamik Exam 2022) এক ছাত্র। কিন্তু শিক্ষকদের কড়া নজর এড়িয়ে সে উত্তর দিতে চাইনি। বারবার বলার পর সেটা হুমকিতে পরিণত হয়ে যায়।

পরীক্ষা শেষ হওয়ার পর তার উপর অতর্কিত আক্রমণ করা হয় (Madhyamik Exam 2022)। লাগাতার চড় ঘুষি মারা হতে থাকে। তার বাবা সুবীর দাস যখন ছাড়াতে আসে তখন তার ওপর ও আক্রমণ করা হয়। তারা গুরুতর ভাবে জখম হন। সঙ্গে সঙ্গে তাকে ও তার বাবাকে জলপাইগুড়ি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা করাতে নিয়ে যায়।

আরও পড়ুন, আবার উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন বদলানোর সম্ভাবনা, নতুন তারিখ দেখুন।

 ঐ স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে (Madhyamik Exam 2022) এ বিষয়ে জানানো হলে তিনি বলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমন হতে পারে বলে কেউ ভাবতে পারেনি। তিনি আরও বলেন এই ঘটনায় জড়িত সবাই কে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকবে এবং এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।