LPG Price Hike: বছর শেষে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। চিন্তায় সাধারণ মানুষ! কত টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন দেখে নিন

LPG Gas Price Hike New Update

রান্নার গ্যাসের (LPG) বর্তমান দাম আবার চিন্তায় ফেলল সাধারণ মানুষকে। বছরের শেষে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম (LPG Price Hike). সাধারণত সারা বছর ধরেই রান্নার গ্যাসের দাম ওঠানামা করে। কখনও দাম বৃদ্ধি হয় আবার কখনো কমে। তবে দিনের পর দিন রান্নার গ্যাসের দাম যেভাবে ক্রমশ বাড়ছে সেখানে স্বাভাবিক ভাবেই চিন্তা হবে আমজনতার। এদিকে ডিসেম্বর মাসের শেষ পর্বে দাঁড়িয়ে পুনরায় এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি হল।

LPG Price Hike In India

আবার বাড়লো রান্নার গ্যাসের দাম। ‌ভারী চিন্তায় পড়লেন ‌সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনতারা। রান্নার গ্যাসের পুনরায় দাম বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়ালো তাদের জন্য। অর্থাৎ এবার তাহলে আরও বেশি খরচ হবে এলপিজি সিলিন্ডার কিনতে। ‌ যা প্রত্যেকটি ঘরে ঘরে অত্যন্ত প্রয়োজনীয়। এদিকে, মধ্যবিত্ত জনসাধারণ ‌রান্নার গ্যাসের দাম কমুক সেটাই চাইছিলেন তবে, কাচুমকা দাম বৃদ্ধি একটু হলেও সমস্যায় ফেলবে সবাইকে। পকেটের চাপ পড়বে আমজনতার।

রান্নার গ্যাসের দাম কতটা বাড়ল?

বছরের শেষে রান্নার গ্যাসের দামের পরিবর্তনে কোনো স্বস্তি পেলেন না সাধারণ মানুষ। নতুন বছরের শুরুতে আবার LPG গ্যাস সিলিন্ডারের নতুন করে দাম কার্যকর করা হবে। তবে তার আগেই ডিসেম্বর মাসে দাম বৃদ্ধি হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সাধারণত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় রেস্টুরেন্ট এবং হোটেলে। সাম্প্রতিক রিপোর্ট বলছে, ডিসেম্বর মাসে উনিশ কেজি বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে দেশের বিভিন্ন শহরে গড়ে ১৬.৫০ টাকা করে।

রান্নার গ্যাসের দাম আবার বৃদ্ধি পেল। বছরের শেষেও রেহাই নেই গরীব ও মধ্যবিত্তের!

দেশের কোন শহরে রান্নার গ্যাসের কেমন দাম?

রাজধানী দিল্লিতে ৮১৮.৫০/- টাকা দরে বিক্রি হচ্ছে। মুম্বাইতে বিক্রি হচ্ছে ১৭৭১/- টাকা দরে। চেন্নাইতে ১৯৮০.৫০/- টাকা দরে‌‌ পাওয়া যাচ্ছে রান্নার গ্যাস। আর কলকাতায় ১৯২৭/- টাকার দরে রান্নার গ্যাস পাচ্ছেন জনতা। ‌বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে জনসাধারণ যেভাবে প্রভাবিত হতে পারেন তা হলো বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের খাবারের দাম আরও বৃদ্ধি পেতে পারে। মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত শ্রেণীর মানুষদের ওপর উপর আর্থিক চাপ বাড়াবে।

বাণিজ্য গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও গার্হস্থ্য ১৪ কেজি LPG গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। আগস্ট মাসে শেষবার এই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে আশার কথা এই যে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গার্হস্থ্য সিলিন্ডারের দাম বাড়েনি। ফলে সাধারণ মানুষের এই জায়গা থেকে কিছুটা স্বস্তি। মহিলা দের জন্য চালু হওয়া কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে প্রত্যেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা ভর্তুকি সহ গার্হস্থ্য গ্যাস পেয়ে থাকেন। তবে যারা সাধারণ গ্রাহক তাঁদের উচ্চ দামে গ্যাস সিলিন্ডার কিনতে হয়।

রেশন কার্ড থাকলেই সবাইকে 450/- টাকায় রান্নার গ্যাস দিচ্ছে সরকার।

সাধারণত, প্রত্যেক মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি, গ্যাসের চাহিদার ভিত্তিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। তাই এবার বছরের শেষ পর্বে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে চিন্তা থাকলেও এখনো পর্যন্ত গার্হস্থ্য সিলিন্ডারের দাম আগের জায়গাতেই রয়েছে। যা একটু হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। তবে নতুন বছর পড়তে জানুয়ারি মাসের শুরুতে নতুন দাম ঘোষণা হতে পারে বলে খবর মিলছে

Related Articles

Back to top button