আজ থেকে LPG Price বেড়ে গেল অনেকটাই, কোথায় কত বাড়ছে, জেনে নিন।
রাজ্যের সাধারণ মানুষের নতুন LPG Price দিয়েই আজ থেকে রান্নার গ্যাস কিনতে হবে। অনেকটাই বেড়ে গেল এই দাম। পয়লা মার্চেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। তবে শুধু রান্নার গ্যাস নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে দেশের সর্বত্র বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
একবারেই LPG Price বেড়ে গেল ৫০ টাকা, চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।
রান্নার গ্যাস হোক বা হোক বানিজ্যিক গ্যাস, সাধারণ মানুষের নিত্য দিনের প্রায় অনেক কিছুই নির্ভর করে এই জ্বালানির LPG Price -এর ওপরে। এর সাথে সাথে যুক্ত সমস্ত কিছুরই এবারে ধীরে ধীরে দাম বেড়ে যাবে। সাধরন মানুষের আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে অনেকটাই। জন জীবন দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছে এই মূল্যবৃদ্ধির কারণে।
সিলিন্ডার প্রতি LPG Price ২৫ টাকা করে বেড়েছিল দাম। দু’মাস পরেই ফের বাড়ল গ্যাসের দাম। এখন বাণিজ্যিক সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৩৫২ টাকা। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য এবার দিতে হবে ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা।
পয়লা মার্চ থেকেই কার্যকরী হল এই নয়া LPG Price. এদিকে, ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের দাম আজ থেকে বাড়ছে ৫০ টাকা। এর ফলে এবার থেকে কলকাতাতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১১২৯ টাকা। এর আগে শেষ বার ঘরের রান্নার সিলিন্ডারের দাম বেড়েছিল গতবছরের ৬ জুলাই।
PM Kisan প্রকল্পের টাকা ঢোকা নিয়ে নতুন আপডেট জেনে নিন এখনই, নাহলে পিছিয়ে পড়বেন।
এরপর ফের একবার মধ্যবিত্ত মানুষদের হেঁশেলে লাগল আগুন। দিল্লিতে আজ থেকে ১৪.২ কেজি ওজনের ঘরের রান্নার গ্যাসের দামও বাড়ল ৫০ টাকা করে। এই আবহে এবার দিল্লিতে ঘরের গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১১০৩ টাকা। একই রকম ভাবে, মুম্বইয়ে ঘরের রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ১১০২.৫০ টাকা।
আবাস যোজনার নতুন লিস্ট, বাতিল হলো অনেক নাম, যোগ হলো নতুন নাম।
এখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৭১.৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে এবার বাড়তে পারে হোটেল-রেস্তরাঁর খাবারের দামও। সব মিলিয়ে ঘরে বাইরে দু’দিকেই যে চাপ পড়তে চলেছে মানুষের পকেটের উপরে, তা আর বলার অপেক্ষা রাখে না।
Written by Parna Banerjee.