LPG Price: এপ্রিলের শুরুতেই একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম! সরকারের সিদ্ধান্তে কপালে ভাঁজ আমজনতার
LPG Gas Price Hike
ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি (LPG Price). দেশে প্রত্যেক ঘরে ঘরে রান্নার গ্যাস অপরিহার্য। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে সমাজের সকল স্তরের জনতা প্রভাবিত হন। সকলেই চান, সাধারণ মানুষের স্বার্থে সরকার রান্নার গ্যাসের দাম স্বস্তিজনক রাখুক। এই আশায় আমজনতা বুক বেঁধেছিলেন যে নয়া বছরে রান্নার গ্যাসের দাম হয়তো কমবে। কিন্তু বাস্তবে হল তার উল্টো। এপ্রিল মাসেই দাম বাড়লো
LPG Price Hike Update
এপ্রিল মাসের শুরুতে বাড়ল রান্নার গ্যাসের (LPG Gas) দাম। জনসাধারণের কপালে চিন্তার ভাঁজ ফেলে নতুন ঘোষণা করলো সরকার। তবে এখন প্রশ্ন, ঠিক কত টাকা বাড়ল রান্নার গ্যাসের মূল্য? সরকারের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম বৃদ্ধি হচ্ছে। আর সেই কথাই সোমবার দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
তবে শুধু গৃহস্থ রান্নার গ্যাস নয়, অতিরিক্ত দাম গুনতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও। এতদিন কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল প্রায় ৮২৯ টাকা। এবার নতুন করে ফের ৫০ টাকা বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে রান্নার গ্যাস এর দাম হল ৮৭৯ টাকা।
উজ্জ্বলা যোজনায় গ্যাসেরও দাম বৃদ্ধি হল!
এদিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৫০০ টাকা। কিন্তু বর্তমানে আরও ৫০ টাকা দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হচ্ছে ৫৫০ টাকা।
আরও পড়ুন: রেশন কার্ড গ্রাহকদের জন্য সরকারের বড় নির্দেশিকা। ফ্রি রেশন সামগ্রী পেতে হলে দেখুন
এছাড়াও অন্য ক্রেতাদের ১৪.২ কেজি রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে এতদিন দিতে হত ৮০৩ টাকা। তবে বর্তমান দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হবে ৮৫৩ টাকা। তিনি আরও জানান, সাধারণত প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর করে জ্বালানি এলপিজির দাম পর্যালোচনা করা হয়। আর সেই পর্যালোচনা করেই দাম বৃদ্ধি করা হলো এলপিজির।
উপসংহার: একদিকে যেমন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, তেমন ভাবেই পেট্রোল ও ডিজেলের উপরেও দুই টাকা করে শুল্কবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার (Central Government) সেক্ষেত্রে এক লিটার পেট্রলের শুল্ক হয়েছে ১৩ টাকা। আর এক লিটার ডিজেলের শুল্ক ১০ টাকা। জানা যাচ্ছে, গ্যাসের দামে ভর্তুকি দেওয়ার কারণে তেল সংস্থাগুলির প্রায় ৪৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।