LPG Price: ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। মধ্যবিত্তের পকেটে চাপ। অতিরিক্ত কত টাকা দিতে হবে?

LPG Cylinder Price Hike

সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে (LPG Price) বদল দেখা যায়। কখনো দাম বাড়ছে তো কখনো কমছে। যদিও জনতা চান যে রান্নার গ্যাসের দাম কমই থাকুক। কিন্তু হঠাৎ করে দাম বৃদ্ধি কিংবা কম হওয়ায় জনতার পকেটে চাপ পড়ে। আর এবার জানুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। কতটা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম? সিলিন্ডার কিনতে কত টাকা খরচ হবে আপনার?

LPG Price Hike Update

আবার নতুন করে দাম বাড়ল রান্নার গ্যাসের? প্রশ্ন উঠছে জনতার মনে। তবে ভারতে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দামে খুব একটা পরিবর্তন হয় না। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দাম ওঠানামা করে। তবে জনসাধারণের আশা, বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম এবার কমুক। কিন্তু সত্যিই কি তাই হল? নাকি পুনরায় দাম বৃদ্ধি হল এলপিজি রান্নার গ্যাসের?

আসলে ভারতে এমনটা হয়নি। এই ঘটনা ঘটেছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে। ভারতে নতুন বছর পড়তে ১ জানুয়ারি থেকে সিলিন্ডারের দাম অনেকটা কমেছে। বিশেষ করে দাম হ্রাস পেয়েছে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের। তবে কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাসের দাম ধার্য হয়েছে ১৯১১ টাকা। ডিসেম্বরে দাম ছিল ১৯২৭ টাকা। এর ফলে ভারতে রান্নার গ্যাস ব্যবহারকারীদের মুখে হাসি ফুটেছে। কিন্তু ভারতে কমলেও, উল্টো চিত্র বাংলাদেশে। নতুন বছরে তরতরিয়ে বেড়েছে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম।

দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের

বাংলাদেশে শেখ হাসিনা পতনের পর থেকে যে উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছিল সেই পরিস্থিতি এখনো জারি রয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। জিনিসপত্রের দাম বাড়ছে। আর এই আবহেই নতুন বছরের শুরুতে সেখানে রান্নার গ্যাসের দাম বেড়েছে। জানা যাচ্ছে, সেখানে এক ধাক্কায় দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। বর্তমানে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম দাঁড়িয়েছে ১৪৫৯ টাকায়।

বছরের শুরুতেই সুখবর! কমলো LPG গ্যাস সিলিন্ডারের দাম। এখন রান্নার গ্যাস কত টাকায় মিলবে জানুন

তথ্যসূত্রে খবর, বাংলাদেশে বেসরকারি এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ১২১.৫৬ পয়সা। ভ্যাট যোগ করার আগে সিলিন্ডারের দাম ছিল প্রতি কেজিতে ১২১.১৯ পয়সা। অর্থাৎ এখন অনেকটাই দাম বৃদ্ধি পেল। শুধু তাই নয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা রান্নার গ্যাসের দাম হলো লিটার প্রতি ১১৭.৮১ পয়সা, অটো গ্যাসের দাম হলো লিটার প্রতি ৬৭.২৭ টাকা। তাই ভারতবর্ষে রান্নার গ্যাস নিয়ে স্বস্তি বজায় থাকলেও, ভারতের প্রতিবেশী দেশের জনসাধারণের চিন্তা থাকছেই।

Related Articles

Back to top button