বছরের শুরুতেই সুখবর! কমলো LPG গ্যাস সিলিন্ডারের দাম। এখন রান্নার গ্যাস কত টাকায় মিলবে জানুন

LPG Gas Price Drop

দিন দিন এলপিজি (LPG) সিলিন্ডারের দাম যেন আকাশ ছুঁয়েছে। রান্নার গ্যাসের দাম নিয়ে ভীষণ চিন্তায় সাধারণ মানুষ। এত দাম দিয়ে কিভাবে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনা সম্ভব হবে, তা চিন্তার কারণ হয়েছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের। তবে বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম মুখে হাসি ফোটালো সবার। কারণ বছরের প্রথম দিনেই রান্নার গ্যাসের দাম অনেকটা কমে গিয়েছে। তাহলে আপনি কত টাকা পাবেন গ্যাস সিলিন্ডার? আসুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।

LPG Gas Cylinder Price Drop

সাধারণত দেখা যায়, প্রতিমাসের পয়লা তারিখে বেশ কিছু নিয়মের পরিবর্তন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রান্নার গ্যাসের দাম বা এলপিজি গ্যাস (LPG Price) সিলিন্ডারের দাম। সেক্ষেত্রে মাসের শুরুতেই সেই মাসের গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি বা কমানোর ঘোষণা করে জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি। আর নতুন বছরের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। জানুয়ারি মাসের শুরুতেই তাই প্রকাশ্যে এল LPG সিলিন্ডারের দাম।

জানুয়ারি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম

বিগত কয়েক মাসের হিসাব থেকে দেখা যায়, গত কয়েক মাস ধরে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক থাকলেও বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম ওটা নামা করেছে। কখনো গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে বেড়েছে আবার কখনো গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। তবে লাগাতার ৫ বার এই দাম বৃদ্ধির পর এবার কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে ব্যবসায়ীদের। কারণ এই বছরের শুরুর দিকে অর্থাৎ ১ লা জানুয়ারি ২০২৫ থেকে ১৯ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমলো।

বছরের শুরুতে সোনার দাম কত? আজকের সোনার দর কলকাতায় কেমন?

তাহলে নতুন দাম কত হলো? নতুন হিসেব থেকে দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে যেখানে ১৯২৭ টাকা দরে কিনতে হয়েছিলে এক একটি গ্যাস সিলিন্ডার সেখানে একলাফে ১৬ টাকা কমে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯১১ টাকা। তবে এর আগে পূর্ণাঙ্গ বাজেট প্রকাশের সময় অর্থাৎ ২০২৪ সালের মাসে ব্যবসায়িক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তবে এবার দাম আরও কিছুটা কম হওয়ায় নিঃসন্দেহে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।

শুধু তাই নয়, ব্যবসায়িক ক্ষেত্রে দাম কমার প্রভাব পড়েছে বাজারেও। কারণ দেশ ও রাজ্যের প্রায় সব হোটেল থেকে শুরু করে বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয় এই গ্যাসের। তাই সিলিন্ডারের দাম কমে যাওয়ায় তার উৎপাদন খরচ কমলে বাকি ক্ষেত্রেও প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও একই থাকছে ঘরোয়া গ্যাস অর্থাৎ বাড়ির রান্নার সিলিন্ডারের দাম।

জানুয়ারি থেকে বদলে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার সীমা। সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন? 

নতুন বছর পড়তে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও ঘরোয়া সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন করা হয়নি। যা হিসেব বলছে, বিগত মাসগুলির মত এমাসেও বাড়িতে রান্নার জন্য ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম একই রয়ে গেছে। তবে এর আগে শেষবার দামে পরিবর্তন হয়েছিল লোকসভা ভোটের আগে। এই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ২০০ টাকা। সেই থেকেই বাড়ির রান্নার গ্যাসের দাম রয়ে গিয়েছে ৮২৯ টাকা। দেখা যাক নতুন বছরে দামে কোনো হেরফের হয় নাকি।

Related Articles

Back to top button