LPG Gas Update

ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) ছাড়া চলে না। প্রায় প্রতিমাসেই রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসে। কখনো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তো কখনও রান্নার গ্যাস KYC, আপডেট এই সংক্রান্ত নতুন ঘোষণা। আর পুজোর মাঝে রান্নার গ্যাস নিয়ে নতুন একটি খবর সামনে এল। আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস কালেকশন থাকে, তাহলে তো আপনাকে অবশ্যই জানতে হবে। তাই আজকের এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নেবেন।

LPG Gas New Update

এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas) বাড়িতে থাকলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে যাদের বাড়িতে ২০১৯ সালের আগে গ্যাস সিলিন্ডারের কানেকশন নেওয়া রয়েছে তাঁদেরকে এবার বিশেষ কাজ সেরে নিতে হবে। আপনি যদি ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করেন, তাহলে আপনার গ্যাস কানেকশন বন্ধ হয়ে যেতে পারে বলেও জানা গেছে।

ইতোমধ্যে যা খবর মিলছে, ভারতের পেট্রোলিয়াম কোম্পানিগুলি নিজেদের মধ্যে শুরু করে দিয়েছে ক্যাম্পেন। কোম্পানিগুলি বাড়ি বাড়ি গিয়ে রান্নার গ্যাসের স্টোভ ও পাইপ পরীক্ষা করা শুরু করল। তবে একটি বিষয়ে প্রথম থেকেই জানতে হবে যে, এক্ষেত্রে গ্যাসের সাবসিডি নিয়ে সমস্যা নেই। তবে আপনি যদি এই কাজটি না করেন, তাহলে গ্যাস আপনার কানেকশনটি বন্ধ হয়ে যাবে। তাই কোন কাজ আপনাকে করতেই হবে, সেই বিষয়ে জেনে নিন।

LPG Gas Important Update 2024

ভারতে প্রধানত দু-ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়, যার মধ্যে একটি হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার যেগুলি বাড়ির রান্নার কাজে ব্যবহৃত হয় আর অন্যটি হল ব্যবসার কাজে ব্যবহার হওয়া গ্যাস সিলিন্ডার। বর্তমানে দেখা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ব্যবসার কাজের জন্য প্রতিনিয়ত ডমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। আর এটা বন্ধ করতেই কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যে শুরু করে দিয়েছে ই-কেওয়াইসি (E-Kyc) প্রক্রিয়া। শুরু করে দিয়েছে।

সুখবর! রান্নার গ্যাস পাবেন একেবারে বিনামূল্যে! পুজোর মরশুমে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের

বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম এবং সাবসিডি মিলিয়ে বাড়ির রান্নার গ্যাস অর্থাৎ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম হলো ৯০৩ টাকা। এক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কেন্দ্র সরকার দিচ্ছে ৪৮ টাকার সাবসিটি ও উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য সরকার দিচ্ছে ৩০০ টাকা সাবসিটি। যার ফলে সাধারণ গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে হয়েছে ৮৫৫ টাকা এবং উজ্জলা যোজনার গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে হয়েছে ৫৫০ টাকা।

ইতোমধ্যে যে বিষয়টি জানা জরুরী, যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশন ২০১৯ সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই-কেওয়াইসি (E-KYC) করে নিতে বলেছে সরকার। এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারদের কাছে গিয়ে। খুব সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশন আগামী ৩১ ডিসেম্বরের পর গ্যাস বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন এলপিজি সিলিন্ডার প্রদান কারী সংস্থাগুলি বাড়ি বাড়ি গিয়ে রান্নার গ্যাসের স্টোভ এবং পাইপগুলি পরীক্ষা করে দেখবে ঠিক আছে নাকি।

আর এই কাজ করবে গ্যাস এজেন্সির সকল কর্মী। বাড়ি গিয়ে স্টোভ, পাইপ, গ্যাস সিলিন্ডার ইত্যাদি চেক করা হবে। এছাড়া, যদি প্রয়োজন পড়ে তবে এগুলি তারা বদলেও দেবে। জানা যাচ্ছে, এই কাজটি চলবে মূলত ই-কেওয়াইসি প্রক্রিয়াটির পাশাপাশি। তাই অবশ্যই মনে রাখবেন, আপনার যদি এলপিজি সিলিন্ডারের ই-কেওয়াইসি না করা হয়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে এই কাজটি করে দেখতে হবে।