1st জুন থেকেই বন্ধ হবে LPG Gas কানেকশন ও ভর্তুকি! চালু রাখতে এখনই এই কাজ করুন

কেন্দ্রীয় সরকার উজ্জলা যোজনার আওতায় থাকা মহিলা গ্রাহকদের জন্য LPG Gas সিলিন্ডারে ভর্তুকির ব্যাবস্থা করেছেন। এছাড়া সাধারণ এলপিজি গ্রাহকদের যে গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন তারা যদি এই বিশেষ কাজটি না করেন ১ লা জুন থেকে গ্যাস সংযোগ ও ভর্তুকি দুটোই বন্ধ হয়ে যাবে। এমনটাই নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক। আপনারা যারা এই বিষয়ে এখনো অবগত নন তারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

LPG Gas Connection & Subsidy will be Stopped if KYC is not Updated

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এলপিজি গ্রাহকদের সংশ্লিষ্ট গ্যাস সংস্থার কাছে গিয়ে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। কারণ e – KYC যদি না জমা দেন তাহলে আপনার LPG Gas কানেকশন ও ভর্তুকি দুটোই বন্ধ হয়ে যাবে।
এই ঘোষনা এর আগেও আরেকবার বলা হয়েছিল।

সেইসময় ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত অনেকেই e kyc আপডেট করেননি। তাই আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে। যারা এখনো পর্যন্ত e -kyc আপডেট করেননি তারা ৩১ মে মধ্যে এই কাজটি সম্পূর্ণ করুন।

Ads

নাহলে ১ লা জুন থেকে আপনার LPG Gas এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেইসাথে যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন তাদের ভর্তুকি বন্ধ হয়ে যাবে। তখন তাদের সাধারণ দামেই গ্যাস সিলিন্ডার কিনতে হবে।

Advertisement

প্রসঙ্গত, মোদি সরকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা যাতে LPG Gas বা গ্যাস সিলিন্ডার ব্যবহারের সুযোগ পায় তার জন্য উজ্জ্বলা যোজনার ব্যাবস্থা করেন। এই যোজনার অন্তর্গত গ্রাহকদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার তথা Free Gas Cylinder দেওয়া হয়। সেইসাথে গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকি প্রদান করা হয়।

Advertisement

বর্তমানে ৩০০ টাকা ভর্তুকি প্রদান করেন সরকার একেকটি ১৪.২ কেজি LPG Gas সিলিন্ডারের জন্য। অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্রাহকরা মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। ৩০০ টাকা করে প্রতিমাসে ব্যাংক একাউন্টে জমা হয় গ্রাহকদের।

Ads

আজকের বাজারে 10 গ্রাম সোনার দাম কত? ট্যাক্স এবং মেকিং চার্জসহ দাম সংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে নিন

এছাড়া সাধারণ এলিপিজি গ্রাহকরা নির্দিষ্ট দামেই গ্যাস সিলিন্ডার বুক করেন। তবে আপনি যদি ৩১ মে মধ্যে বায়োমেট্রি আপডেটের মাধ্যমে ই কেওয়াইসি জমা না করেন তাহলে সাধারণ এলপিজি গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং উজ্জ্বলা যোজনা গ্রাহকদের ভর্তুকি বন্ধ হয়ে যাবে ১লা জুন থেকে।

Bidi - বিড়ি

কিভাবে e KYC আপডেট করবেন?

যাদের কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে এবং যারা নিজের নামে গ্যাস সংযোগ নিয়েছেন তারা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে এসে কেওয়াইসি আপডেট করতে পারেন। কেওয়াইসি করার জন্য তাদের কাছে অবশ্যই গ্যাস পাসবুক থাকতে হবে এবং তার সাথেই আধার কার্ড তাদেরকে নিয়ে আসতে হবে।

রান্নার গ্যাসের দাম থেকে ট্রাফিক জরিমানা, 1লা জুন থেকে সব বেড়ে যাবে!

এজেন্সির অফিসে উপস্থিত হয়ে তারা কেওয়াইসি করতে পারেন। এই কাজটা কিন্তু ৩১ মের মধ্যে না করলে সমস্যা বাড়বে এই সমস্ত গ্রাহকদের।
এমনই সতর্কতা জারি করেছেন পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক। তাই অতিসত্ত্বর এই বিশেষ কাজটি করে ফেলুন। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এই পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন।

সম্পাদক

Advertisement