LPG Cylinder 2024: বুকিং করলেও পাবেন না গ্যাস সিলিন্ডার! রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট! না জানলে বিপদে পড়বেন

পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে রান্নার গ্যাস (LPG Cylinder) অপরিহার্য। প্রতিদিনের রান্না করার জন্য এলপিজি সিলিন্ডার প্রয়োজন হয় প্রতিটি বাড়িতে(LPG Cylinder). কিন্তু রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের বেশ কিছু অভিযোগ রয়েছেই। তার প্রধান কারণ হলো রান্নার গ্যাসের দাম। মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে(LPG Cylinder). তবে এখানেই শেষ নয়। রান্নার গ্যাস নিয়ে আরো চিন্তার খবর সামনে এল।

কারণ এবার বুকিং করে রান্নার গ্যাস(LPG Cylinder) পাচ্ছেন না জনতা। রীতিমতো চিন্তায় সাধারণ মানুষ। কবে পরিস্থিতির সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। রান্নার গ্যাস নিয়ে হঠাৎ কেন এমন আকাল? প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন স্তরে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এই পরিস্থিতির সমাধান কবে হবে। ঠিক কি হয়েছে? বিস্তারিত জানতে আজকের সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

পুজোর আগেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? বড় আপডেট জেনে নিন

LPG Cylinder নিয়ে বড় আপডেট!

রান্নার গ্যাস(LPG Cylinder) প্রতিটি ঘরে ঘরে দরকারি। প্রতিদিনের রান্নার জন্য ভরসা করতে হয় রান্নার গ্যাসের(LPG Cylinder) উপর। শহর শহরতলী, গ্রাম কিংবা মফস্বল সর্বত্র বর্তমানে রান্নার গ্যাসের(LPG Cylinder) ব্যবহার বেড়েছে। বাড়িতে বসে ফোন দিয়ে সহজেই বুকিং করা যায়। বাড়িতে এসেই রান্নার গ্যাস(LPG Cylinder) দিয়ে যান গ্যাস সরবরাহ কোম্পানির লোকেরা।

বিশেষ করে সরকার সারা দেশে রান্নার গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের সূচনা হয়েছে। গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন তুলনামূলক কম টাকায় রান্নার গ্যাস(LPG Cylinder) পেয়ে যান।

কিন্তু সম্প্রতি রান্নার গ্যাস নিয়ে বেশ সমস্যার মুখে শহর কলকাতার আমজনতা। উত্তর থেকে দক্ষিণ একই চিত্র। বুকিং করলেও মিলছে না গ্যাস। যা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি? কবে সমস্যার সমাধান হবে? সর্বত্র উঠছে একই প্রশ্ন।

আগে যেখানে গ্যাস বুকিং করলে ৩ ৪ দিনের মধ্যেই চলে আসত এখন সেখানে বেশ বিলম্ব হচ্ছে। এমনকি সপ্তাহখানেক কেটে গেলেও নাকি গ্যাস(LPG Cylinder) পাচ্ছেন না গ্রাহক। কেন এমন সমস্যা হচ্ছে? গ্যাস ডিলারদের কাছে গেলে একটাই কথা শোনা যাচ্ছে। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। উত্তর, দক্ষিণ কলকাতার বাড়ি বাড়ি গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে।

সাধারণ মানুষ শুধু একটাই কথা ভাবছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে রান্না হবে কিভাবে? একে তো দাম বৃদ্ধি, অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে রান্নার গ্যাস। আর এখন টাকা দিতে রাজি থাকলেও বুকিং করলে মিলছে না সিলিন্ডার। এই পরিস্থিতি চলতে থাকলে জীবনযাপনে রীতিমতো প্রভাব পড়ছে। আচমকা কেন এমন পরিস্থিতি সৃষ্টি হল? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আর এবার এই প্রসঙ্গে মুখ খুলল ইন্ডিয়ান অয়েল।

বছরে 3টি এলপিজি সিলিন্ডার পাবেন এক্কেবারে ফ্রিতে! রাজ্য সরকারের নতুন ঘোষণায় ঘুম উড়লো সবার

LPG Cylinder পাওয়া যাচ্ছে না কেন?

কার্যত সারা কলকাতা জুড়ে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। রীতিমতো অকাল রান্নার গ্যাসের। হঠাৎ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে সবাই বেশ চিন্তায়। এদিকে ইন্ডিয়ান অয়েলের তরফে সংশ্লিষ্ট ঘটনাটির প্রেক্ষিতে জানানো হয়েছে, পরিস্থিতির পিছনে দায়ী কল্যাণীতে টানা কর্মবিরতির ঘটনা। অনেকদিন ধরেই টানা কর্মবিরতি চলছে কল্যাণীর এলপিজি বটলিং প্ল্যান্টে।

ঘটনার জেরে টানা সাত দিন বন্ধ ছিল কারখানা। এদিকে, এখান থেকে উঃ ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতার বড় অংশে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। যেহেতু বিক্ষোভ পরিস্থিতির জেরে কাজ বন্ধ ছিল, তাই রান্নার গ্যাস নিয়ে আকাল দেখা দিয়েছে। যদিও খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস মিলেছে।

কবে থেকে নিয়মিত মিলবে LPG Cylinder?

খুব তাড়াতাড়ি রান্নার গ্যাসের আকাল কমবে বলে আশ্বাস মিলেছে। পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই জানানো হয়েছে। এর মধ্যে বিজেপি সমর্থিত ঠিকা ট্রান্সপোর্ট মজদুর সঙ্ঘের সম্পাদক সঞ্জীব মালো সংবাদমাধ্যমকে বলেছেন, তৃণমূলের সংগঠন নিজ স্বার্থে কর্মবিরতি করেছে। তবে তিনি এও বলেছেন তাঁরা কাজ বন্ধ না করেও আন্দোলনে নামবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button