LPG Cylinder Price – বছরের শুরুতেই নতুন চমক! আবারও দাম কমতে চলেছে রান্নার গ্যাসের।

প্রায় এক বছরের বেশি সময় ধরে ক্রমাগত LPG Cylinder Price বৃদ্ধি পাওয়ার ফলে আমজনতার কাছে গ্যাসের খরচ চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তবে গত আগস্ট মাসের 30 তারিখের দিকে কেন্দ্র সরকার 200 টাকা গ্যাসের ভর্তুকি জন্য বিজ্ঞপ্তি জারি করে। প্রতি 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের 200 টাকা ভর্তুকি হওয়ার ফলে হাজার টাকার নিচে সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল। তবে এবার এক জল্পনার সঞ্চার হয়েছে যে নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম আবার কমতে পারে।

14 KG LPG Cylinder Price was Reduce

2024 সালের শুরুতে বলা হচ্ছে যে LPG Cylinder Price কমার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু কেন্দ্র সরকার থেকে জারি করা কোনো বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে না। এটি কেবল অনুমানের উপর ভিত্তি করেই বলা হচ্ছে। কারণ 2024 সালে রয়েছে লোকসভা ভোট। ভোটের আগে নিজেদের গদি বাঁচানোর জন্য সাধারণ মানুষের অনেক দাবিদাওয়া পূরণ করতে ব্যস্ত হবে কেন্দ্র সরকার।

তাই মনে করা হচ্ছে যে ভোটারদের সন্তুষ্ট রাখার জন্যই নির্বাচনের আগে গ্যাসের দাম কমলেও কমতে পারে। বিগত কয়েক বছরের LPG Cylinder Price কমার এবং বাড়ার ঘটনাকে লক্ষ্য করলে দেখা যাবে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে জানুয়ারির 14 তারিখের দিকে 14.2 কেজি ওজনের রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমানো হয়েছিল। প্রতি সিলিন্ডারে 120.50 টাকা করে কমানো হয়েছিল বলে খবর পাওয়া যায়।

নতুন বছরে পোস্ট অফিস সেভিংস একাউন্ট খুললেই দিচ্ছে বিশেষ সুবিধা।

2014 সালে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি সরকার আসে। তারপর 2015 সালের প্রথমদিকে 14.2 কেজি LPG Cylinder Price ছিল 770 টাকা 50 পয়সা। তখন প্রতি সিলিন্ডারে 62 টাকা করে দাম কমানো হয়েছিল। তখন প্রতি সিলিন্ডারের দাম ছিল 708.50 টাকা। 2016 সালের শেষের দিকে রান্নার গ্যাসের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছিল।

স্বর্ণিমা প্রকল্প তথা Swarnima Scheme

প্রতি সিলিন্ডারে 50 টাকা দাম বেড়েছিল। 2017 সালে গ্যাসের দাম বাড়া এবং কমার কোনো খবর কিছু আসেনি। 2018 সাল পর্যন্ত LPG Cylinder Price ছিল 750 টাকার মধ্যে। এরপর 2019 সালের লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমে দাঁড়ায় 690 টাকাতে। এরপর 2000 সাল থেকে শুরু হয় গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হওয়া।

রান্নার গ্যাস বায়োমেট্রিক আপডেট করাতে বাড়িতে লোক পাঠানো হবে!! গ্যাসের দোকানে লম্বা লাইন?

2023 সালের আগস্ট মাস পর্যন্ত গ্যাসের দাম 1100 টাকা পার হয়ে যায়। ঠিক এই সময় কেন্দ্র সরকার 200 টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে। প্রতিবার লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমায় এবারও মনে করা হচ্ছে যে 2024 সালের লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কমতে পারে।
Written by Nupur Chattopadhyay.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button