LPG Price

ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি সিলিন্ডার‌ (LPG Cylinder) অপরিহার্য বস্তু। এলপিজি সিলিন্ডার না থাকলে (LPG Cylinder) থমকে যায় জীবনযাপন। অতএব দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) মাত্রা তিরিক্ত দাম দিনকে দিন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আর এই অতিরিক্ত দাম বৃদ্ধি যেন থামার নাম নেই।

দিনের পর দিন ধরে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম -এর গ্রাফ চড়ছে। এদিকে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সরকার নিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের তরফে চালু করা হয়েছে নতুন প্রকল্প। যে প্রকল্পে চড়া দামে নয়, বরং মাত্র ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পেয়ে যাবেন সাধারণ মানুষ। নিশ্চয়ই আপনার অবাক হলেন? আজকের এই প্রতিবেদনে সরকারের নতুন প্রকল্প (Government Scheme) নিয়ে আলোচনা করা হবে।

আসুন তবে জেনে নেওয়া যাক কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে সরকার-এর তরফে। তবে এই প্রকল্প ছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার গ্যাসের দাম কমানোর জন্য যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে বা যে সকল প্রকল্পের মাধ্যমে একলাফে অনেকটা কমেছে রান্নার গ্যাসের দাম, এবং রান্নার গ্যাসের দাম কতটা কমেছে, সবটাই আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে ডাবল সুবিধা! কারা পাবেন? কিভাবে পাবেন? জেনে নিন

LPG Cylinder Price Govt New Scheme

ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলেও বর্তমানে ব্যবহৃত হয় এলপি সিলিন্ডার (LPG Cylinder)। মহিলারা যাতে দীর্ঘদিন ধরে ধোঁয়া ধুলো সহ্য না করে ভালোভাবে রান্নাবান্না করতে পারেন, তার জন্য মোদি সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা। এই যোজনার হাত ধরে ভারতবর্ষের প্রত্যন্ত মহিলারাও প্রত্যেকে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পেয়েছেন। তাই সরকার নিল আরো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সাধারণ মানুষ যাতে আরো কম টাকায় এলপিজি সিলিন্ডার (LPGCylinder) পেতে পারে তার জন্য সরকার চালু করেছে নতুন একটি প্রকল্প।

প্রকল্পে আবেদনকারী মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন। দীর্ঘদিন ধরে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে বলে দেশের সাধারণ মানুষ বারংবার অভিযোগ জানিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে কোন উত্তর দেয়নি সরকার। তবে এবার কেন্দ্রীয় সরকার নয় মধ্যপ্রদেশ সরকারের তরফে গৃহীত হলো নতুন প্রকল্পের পদক্ষেপ। প্রকল্পের নাম ‘লাডলি বেহনা যোজনা’। আজকের এই প্রতিবেদনে রইল ‘লাডলি বেহেনা যোজনা’ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য।

বছরে 3টি এলপিজি সিলিন্ডার পাবেন এক্কেবারে ফ্রিতে! রাজ্য সরকারের নতুন ঘোষণায় ঘুম উড়লো সবার

LPG Price Reduced Govt New Scheme

মধ্যপ্রদেশ সরকারের তরফে চালু করা হয়েছে এই লাডলি বেহেনা যোজনা প্রকল্প। মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের তরফে প্রকল্পটি চালু হয়েছে সম্প্রতি। এই প্রকল্পের সূচনা করেছিলেন মধ্যপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই রাজ্যের ২১ থেকে ৬০ বছর বয়সী সমস্ত মহিলারা লাডলি বেহেনা যোজনা প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

শুধু এই প্রকল্প নয়, সূত্রের খবর রাজ্যসভায় এক প্রশ্ন উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের ফলে প্রতি বছর ১৪.২ কেজি এলপিজি ১২ সিলিন্ডারে দেওয়া হবে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে।

মধ্যপ্রদেশ সরকার যে নতুন প্রকল্প রূপায়ণ করেছে সেটিকে বড়সড় সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে৷ সরকারের অন্যতম বড়সড় প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছে এই লাডলি বহনার স্কিম। এই প্রকল্পের অন্তর্গত রান্নার গ্যাসের দাম হলো সিলিন্ডার প্রতি ৪৫০ টাকা করে।  

LPG Cylinder এর দাম কমলো?

প্রকল্প রূপায়ণ ছাড়াও এও জানা যায়, কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডার তথা রান্নার গ্যাসের খুচরো বিক্রির ক্ষেত্রে সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তিত দাম লাগু হবে মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ থেকে। তবে এখানেই শেষ নয়, এর আগে গত অক্টোবর মাসে ৩ অক্টোবর ২০২৩ তারিখে কেন্দ্রীয় সরকার নেয় আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে এলপিজি সিলিন্ডারের উপর ভর্তুকির ক্ষেত্রে নেওয়া হয় ৩০০ টাকা লক্ষ্যমাত্রা। যদিও বর্তমানে ঘরোয়া রান্নার গ্যাসের ক্ষেত্রে দেখা যায় ১০০ টাকা ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার কম প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছিল সরকার যা নাকি কার্যকর হয় ৯ মার্চ ২০২৪ থেকে। বর্তমানে দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৪.২ কেজির সিলিন্ডারের জন্য ৮০৩ টাকা করে।

কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। সম্প্রতি যে হিসেব সামনে এসেছে, সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য দাম ধার্য হয়েছে ৫০৩ টাকা৷ তাহলে বুঝতেই পারছেন মধ্যবিত্তের প্রয়োজনে সরকারের পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে কেন্দ্রীয় সরকার ফের নতুন সিদ্ধান্ত নিতে পারে। যার দরুন এর বিরুদ্ধে সিলিন্ডারের সাধারণ গ্রাহকরা এতদিন যে অপেক্ষা করছেন, অর্থাৎ রান্নার গ্যাসের দাম কমার অপেক্ষা, সেটি পূরণ হবে।