মাত্র 5-10 হাজার টাকার ব্যবসা করুন। চলবে সারা বছর। একটু বুদ্ধি খাটালেই লাভের বন্যা! বিশদে দেখুন।
আজকের ব্যবসা সংক্রান্ত আলোচনায় এমন একই বিষয়ে আলোচনা করবো, যা খুব কম লোকই জানেন। তাই আপনি আপনার এলাকায় এই ব্যবসা শুরু করলে বেশ লাভবান হতে পারবেন। অল্প পুঁজির তথা Low Investment Business দেখে নিন বিস্তারিতভাবে। আসুন আলোচনা করা যাক।
ঘরে বসেই একটু মাথা খাটালেই ব্যবসায় মাসে আয় লক্ষ টাকা।
এই ধরণের Business করলে খুব বেশি বিনিয়োগেরও প্রয়োজন হবে না। মাত্র 5 থেকে 10 হাজার টাকা বিনিয়োগ করেই শুরু করা যেতে পারে। বর্তমানে অনেকেই চাকরির জন্য বাড়িতেই থাকেন বা অনেকে চাকুরী না পেয়ে হতাশ। তারা এই ব্যবসা বাড়িতে থেকেই অপারেট করতে পারবে। এই জন্য তাকে কয়েকজন কর্মচারি নিয়োগ করতে হবে।
এর ফলে আপনি ঘরে বসে ভালো ভালো ইনকাম করতে পারবেন। এই Business শুরু করলে আপনাকে আর অন্য কোন চিন্তা করতে হবে না। প্রতি মাসে লাখ লাখ টাকা আয় অর্থাৎ High Income করা সম্ভব। এমনকি খুব সহজেই এই Business শুরুও করা যেতে পারে। শুনলে হয়তো অবাক হবেন। Business করা হবে আবর্জনা দিয়ে, যার দাম লাখ টাকা। জৈব আবর্জনাতে যেমন সার তৈরি হয়, তেমন এই স্ক্র্যাপ দিয়েও তৈরি হয় অনেক কিছুই।
ব্যবসার ক্ষেত্রে যত কম বিনিয়োগ করা যাবে তত বেশি লাভ দেখা যাবে। এখানে বলা হচ্ছে, বর্জ্য পদার্থ তথা নানা রকম ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের ব্যবসার কথা। এই ব্যবসায় কোনও ব্যক্তিকে 5 থেকে 10 হাজার টাকা অর্থাৎ 5-10k বিনিয়োগ করলেই চলবে। একই সঙ্গে, এই Business থেকে প্রচুর আয় করাও সম্ভব। এবারে এই Business সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই Business শুরুর আগেই আসে পাশের ইলেকট্রনিক্স এর দোকান ছাড়াও যারা এই ধরণের জিনিস বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন তাদের সাথে যোগাযোগ করে রাখতে হবে। এরপর তাদের থেকে এই ধরণের জিনিস কিনে স্টক করতে হবে। এই সকল পুরোনো জিনিস থেকে আয় হতে পারে মোটা টাকা।
রাস্তার পাশে বাড়ি থাকলেই কেল্লাফতে! এই ব্যবসা শুরু করে জীবন বদলে দিন।
যদি কোনও ব্যক্তি এই Business শুরু করার কথা ভাবেন, সেক্ষেত্রে সবার আগে আশেপাশের এলাকা থেকে পচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করেও Business করা যেতে পারে। সেক্ষেত্রে একটি খোলা জায়গা থাকতে হবে। সেই স্থানে এই সব জড়ো করে নির্দিষ্ট পদ্ধতি মেনে তরী করতে হবে জৈব সার।
এই সার অনেক দামে বাজারে বিক্রি হয় জমিতে সার হিসেবে ব্যবহার করার জন্য। এই আবর্জনার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পুরসভার সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। এরপর সেই আবর্জনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পালা, তা থেকে কী কী ধরণের সার তৈরি করা যায়। আবর্জনার Business করলে তাতে কতটা মুনাফা আছে তা সহজেই অনুমান করা যেতে পারে।
পুনর্ব্যবহারযোগ্য জিনিসের ব্যাপক চাহিদা আছে বাজারে। যদি কোনও ব্যক্তি এই ধরণের ফেলে দেওয়া জিনিসের Business করেন সেক্ষেত্রে মোটা মুনাফা অর্জন করা যেতে পারে। ভারত জুড়ে প্রতি বছর 277 মিলিয়ন টনের বেশি স্ক্র্যাপ উৎপাদন হয়। এই আবর্জনা পুনর্ব্যবহার করে গয়না, পেইন্টিংয়ের মতো অনেক কাজের জিনিস প্রস্তুত করা হয়। এগুলো বিক্রি করে ভালো আয় করা সম্ভব।
এমন ধরণের Business Training বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে মাঝে মাঝেই দেওয়া হয়। সেই বিষয়ে অনলাইনে খোঁজ রাখতে হবে। এছাড়াও আরো অন্যান্য ধরণের স্বল্প বা বড়ো পুঁজির ব্যবসার খোঁজ পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.