Lottery Winning Tips – লটারি জিততে চাইলে, চটজলদি এই কৌশল কাজে লাগান।

Lottery Winning Tips – জেনে নিন এই নতুন পদ্ধতি।

মাত্র ৬ টাকার লটারির টিকিট কোনো ব্যক্তিকে বানাতে পারে কোটিপতি (Lottery Winning Tips)। তাই অনেকেই লটারির টিকিট কাটেন জেতার আশায়। কিন্তু সকলের ইচ্ছে কি পূরণ হয়? তার অন্যতম কারণ সঠিক নম্বর নির্বাচন না করতে পারা। আজকে এই প্রতিবেদনে সেই সম্পর্কেই জানানো হবে।

সঠিক নম্বর নির্বাচন না করতে পারায় সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস বা তারও বেশি সময় ধরে টিকিট কেটেও কোনো লাভ হয় না। শুধুমাত্র নিরাশা আর উপার্জনের পয়সা নষ্ট ছাড়া। লটারির টিকিটের বিজেতা হওয়া ভাগ্যের ওপর নির্ভর করলেও নম্বর নির্বাচনও বড়ো একটি বিষয়। তাই চলুন লটারির সঠিক নম্বর নির্বাচনের পদ্ধতিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। (Lottery Winning Tips)

রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার জন্য 7 দিন সময় দেওয়া হলো

প্রসঙ্গত, লটারির টিকিট কাটার ক্ষেত্রে ৩ নম্বরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। টিকিটের ৩ নম্বর নিয়ে ২ টি পদ্ধতি সম্পর্কে জানানো হবে। চলুন জেনে নেওয়া যাক। (Lottery Winning Tips)

১) কোনো লটারির মিডল নম্বর দু’টির যোগফল এবং শেষ নম্বর দু’টির যোগফলের বিয়োগফল ৩ হয়, এটিকে বলা হয় 3 House Distance. এছাড়া লটারির টিকিট কাটার ক্ষেত্রে শেষের ৫ টি নম্বরের বিশেষত্ব থাকে। (যেমন- কোনো লটারির টিকিটের মিডল নম্বর দু’টি ৪, ২. এই মিডল নম্বর দুটির যোগফল (৪+২) বা ৬ এবং শেষ দুটি নম্বর ২, ১. এই শেষ দুটি নম্বরের যোগফল (২+১) =৩. এই মিডল নম্বরের বিয়োগফল (৬-৩)=৩ হয়। অর্থাৎ মিডল নম্বর এবং ব্যাকনম্বরের ডিজিট দু’টির যোগফলের বিয়োগফল ৩ হলে বিজেতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। (Lottery Winning Tips)

বেকার বসে না থেকে, অনলাইনে মোবাইলের মাধ্যমে পার্ট টাইম কাজ করে মাসে 10 হাজার টাকা আয় করুন

২) অন্য একটি পদ্ধতি হল লটারির টিকিটের মিডল নম্বরে যে দু’টি সংখ্যা থাকে, সেগুলির মধ্যে দ্বিতীয় নম্বর থেকে ৩ যোগ বা বিয়োগ করতে হবে। তবেই টিকিটের লাস্ট ডিজিট পাওয়া যাবে। (যেমন- লটারির টিকিটে মিডল নম্বর ২৬। দ্বিতীয় নম্বর বা ৬ এর সাথে ৩ যোগ বা বিয়োগ করলে হবে ৯ বা ৩. সেক্ষেত্রে লটারির লাস্ট ডিজিটটি ৯ বা ৩ হতে পারে।
লাস্ট ডিজিটের প্রথম নম্বরটি নির্বাচনের ক্ষেত্রে আগে যে নম্বরগুলো বহুবার জিতেছে সেগুলো দেখা যেতে পারে। (Lottery Winning Tips)

বিশেষ দ্রষ্টব্য:
আমাদের নিউজ পোর্টাল কোন ধরনের গ্যারান্টি প্রদান করছে না যে এই কৌশলগুলি ফলো করলেই আপনি লটারি জিততে পারবেন। অথবা এই ধরনের খেলায় যোগদান করার জন্য কোন উৎসাহ প্রদান করছে না। আপনি যদি এমন কোন খেলায় উৎসাহিত হয়ে থাকেন তবে নিজ বিবেচনায় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোনো রকম ভুল পদক্ষেপের জন্য আমাদের নিউজ পোর্টাল কোন ভাবে দায়ী নয়।
প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.

সকল স্টুডেন্টদের জন্যে বিশাল বড় সুখবর! চলতি মাসেই চালু হচ্ছে সেরা 5 টি স্কলারশিপ, আজই আবেদন করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button