west bengal lottery

Lottery news west Bengal : লটারিতে কোটি টাকা জিতে হঠাৎ কোথায় উধাও হলেন পাথরপ্রতিমা ব্লকের দিনমজুর, হতবাক পুলিশ। জানুন বিস্তারিত।

লটারি কেটে ১ কোটি টাকা জেতার স্বপ্ন দেখেন বহু মানুষই (Lottery news west Bengal)। তবে সেই স্বপ্ন পূরণ হয় কিছু ভাগ্যবান মানুষেরই। সেরকমই একজন ব্যক্তি হলেন দক্ষিন ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের পাথরপ্রতিমা ব্লকের দিনমজুর। তবে লটারিতে ১ কোটি টাকা জিতে রাতারাতি কোথায় উধাও হলেন এই ব্যক্তি?

আরও পড়ুন, উঠে গেলো জিও-র এই সুবিধা! ভোগান্তিতে গ্রাহকরা।

বুধবার রাতে ঘরেই শুয়েছিলেন পাথরপ্রতিমার ব্লকের দক্ষিন রায়পুরের ৯ নং ঘেরীর বাসিন্দা । হঠাৎই কোথাও যেন তিনি উধাও হয়ে যান। এরপরই আলফাজুদ্দিনের পরিবার (Lottery news west Bengal) তাকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হয়। অনেকক্ষণ তল্লাশির পর পাওয়া যায় তাকে। শেষ পর্যন্ত তাকে খুঁজে পেয়ে হতবাক পুলিশও। আসল ঘটনাটা কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক।

আলফাজুদ্দিন পাইক  পাথরপ্রতিমার ব্লকের দক্ষিন রায়পুরের ৯ নং ঘেরীতে স্ত্রী, দুটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে পূর্ত দপ্তরের একটি জমিতে বেড়ার বাড়িতে বসবাস করেন (Lottery news west Bengal)। সংসার চালানোর জন্য দিনমজুরির কাজ করে থাকেন। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা, তাও সেখান থেকে কিছু টাকা দিয়ে সম্প্রতি একটি লটারি কেটেছিলেন। সেটিই তার ভাগ্য বদলে দেয়। এদিন লটারির দোকান থেকে তাকে ফোন করে বলা হয় তিনি লটারির প্রথম পুরস্কার অর্থাৎ ১ কোটি টাকা জিতেছেন।

আরও পড়ুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাতিল হলো প্রাইমারী ও হাইস্কুলের সমস্ত রকম ক্লাস ও কর্মসূচী।

প্রসঙ্গত, আলফাজুদ্দিন খবরটি জানতে পেরে একদিকে তার মনে আনন্দ- উৎফুল্লে ভরে ওঠে। অন্যদিকে একটি ভয়ও দানা বাঁধে, যদি বেড়ার বাড়ি ভেঙ্গে (Lottery news west Bengal) লটারির টিকিট ডাকাতি হয়ে যায়। মূলত এই কারণেই তিনি কলাবাগানে সারারাত কাটান। এরপর পুলিশি তল্লাশির পর তাকে খুঁজে পাওয়া গেলে তিনি পুরো বিষয়টি পরিবারের সামনে খুলে বলেন। বিষয়টি জেনে তার পরিবারও আনন্দিত হয়।

Written by manika basak.