Smartphone List

নতুন স্মার্টফোন (Smartphone) কেনার প্ল্যান করছেন? ভাবছেন কিভাবে সস্তায় দুর্দান্ত স্মার্ট ফোন (Smartphone) মডেল পাওয়া যাবে? তবে এই প্রতিবেদন আপনার জন্য। বছরের বিভিন্ন সময়ে ইলেকট্রনিক গেজেট ও স্মার্টফোনের ওপর (Smartphone) অফার দেওয়া হয়। অনলাইনে প্রায় হাফ দামে বিক্রি হয় একাধিক স্মার্টফোন।

বিশেষ করে দিওয়ালির সময়, দুর্গাপুজোর সময় দুর্দান্ত অফারে বিক্রি হয় স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট, জামা কাপড় সহ ইত্যাদি জিনিস। তবে এখনো স্মার্টফোনের ওপর দারুন ছাড় চলছে (Smartphone)। আপনিও যদি নতুন মোবাইল কিনবেন বলে ঠিক করে থাকেন, তবে অবশ্যই আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন। কারণ চলতি আগস্টে আপনার জন্য রয়েছে দারুণ চমক।

আপনার বাজেটে যদি থাকে ২৫ হাজারের মধ্যে, আপনি যদি নানান ফিচার যুক্ত নতুন স্মার্ট ফোন কিনতে চান, তাহলে আর দেরি না করে এক নজরে দেখে নিতে হবে সম্পূর্ণ তালিকা। কারণ, আজকে আমরা বলবো ২৫ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন নিতে চাইলে কোন কোন স্মার্ট ফোন সব থেকে ভালো হবে। স্মার্টফোন সংক্রান্ত ডিটেলস এক নজরে দেখে নিন তাড়াতাড়ি।

Smartphone Offer 2024

বর্তমানে স্মার্টফোন (Smartphone) নেওয়ার আগে অনেকগুলি বিষয় ভেবে নেন গ্রাহক। ঠিক যেমন স্মার্টফোনে থাকতে হবে একাধিক ফিচার। ফোনের (Smartphone) ব্যাটারি পাওয়ার ভালো হতে হবে, ফোনে ভালো স্টোরেজ থাকতে হবে (Smartphone)। এছাড়াও রয়েছে ক্যামেরার কোয়ালিটি, এপ্লিকেশন ফিচার ও অন্যান্য বেশ কিছু জিনিস।

আর তারপরেই চলে আসে বাজেট। অর্থাৎ একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ‌তাই ভালো স্মার্টফোন যদি বাজেটের মধ্যে চলে আসে তাহলে তো কেল্লাফতে! তাই আজকের প্রতিবেদনে বাজেট ফ্রেন্ডলি এমন বেশ কিছু স্মার্টফোন সম্পর্কে উল্লেখ করা হলো। চলুন দেখে নেওয়া যাক ‌মোটামুটি ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করলে আপনি কোন কোন মডেলের স্মার্ট ফোন পেতে পারেন।

মহাধামাকা অফার! আনলিমিটেড কলিং, 252 GB ডেটা! সবাইকে উড়িয়ে BSNL আনলো সবচেয়ে লাভজনক প্ল্যান

১) Samsung Galaxy M35 5G

প্রথমেই আমরা বলবো Samsung Galaxy M35 5G স্মার্টফোনটির কথা। এতে রয়েছে একটি 6.6-ইঞ্চি সুপার AMOLED FHD+ ডিসপ্লে। এর সঙ্গে দেওয়া হয় 120Hz রিফ্রেশ রেট। এছাড়াও, ফোন টির ব্যাটারি পাওয়ার যথেষ্ট ভালো। 6000mAh ব্যাটারি পাবেন ক্রেতা। মোবাইলের ক্যামেরা 50 MP। স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন ২১,৪৯৯ টাকায়।‌

২) iQOO Z9 5G

এরপর আমরা যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব সেটি হল iQOO Z9 5G। এই ফোনটি দিচ্ছে 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। স্মার্টফোনে দেওয়া হচ্ছে। এছাড়া রয়েছে, MediaTek Dimensity 7200 প্রসেসর। স্মার্ট ফোনের ক্যামেরা 50MP। মোবাইলের ব্যাটারি পাওয়ার যথেষ্ট ভালো। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।

৩) Realme 12 Pro 5G

এরপর আমাদের আলোচনার বিষয় realme 12 Pro 5G এই মডেলটি। অসাধারণ এই মডেলটিতে দিচ্ছে 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে। দারুন ফিচার অফার করছে এই ফোন। Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর রয়েছে। সঙ্গে Android 14 ভিত্তিক Realme UI 5.0 অপারেটিং সিস্টেম। ক্যামেরা সেটআপ দুর্দান্ত।

50MP OIS সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সঙ্গে 64MP OIS টেলিফোটো সেন্সর এবং 3xoom এই ফোনের ক্যামেরা অনবদ্য। এছাড়া এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারি পাওয়ার বেশ ভালো। 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে যা 67W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটির রঙ সাবমেরিন ব্লু এবং নেভিগেটর বেইজ রঙের। এই স্মার্ট ফোনটি কিনতে চাইলে আপনার খরচ হবে ২২,৪০৬ টাকা।

মাত্র 6,999 টাকায় পেয়ে যান নতুন স্মার্টফোন! 6000mAh সহ থাকছে আরও অনেক সুবিধা।

৪) OnePlus Nord CE4 Lite

এরপর আলোচনা করা যাক OnePlus এর একটি দারুণ মডেল OnePlus Nord CE 4 Lite স্মার্ট ফোনের বিষয়ে। এই ফোনে আপনি পাবেন 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এতে থাকছে 120Hz রিফ্রেশ পাবেন। ফোনে Snapdragon 695G প্রসেসর দেওয়া হচ্ছে। ফোনের স্টোরেজ যথেষ্ট ভালো। এই মডেল টিতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনের ব্যাটারি ভালো দেওয়া হচ্ছে 5500mAh ব্যাটারি। আর রয়েছে 50MP ক্যামেরা সেন্সর। মডেলটির দাম ২২,৯৯৯ টাকা।

৫) Redmi Note 13 Pro

সবশেষে বলবো Redmi Note 13 Pro মডেলটির কথা। এতে দেওয়া হচ্ছে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে। রয়েছে 120Hz রিফ্রেশ রেটও। Redmi Redmi Note 13 Pro স্মার্টফোনের Snapdragon 7s Gen 2 প্রসেসর মিলছে। এই ফোনে 200MP ক্যামেরা সেন্সর আছে। এছাড়া দেওয়া হচ্ছে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো লেন্স। Redmi Note 13 Pro তে মিলবে একটি 16MP সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারির পাওয়ার 5100mAh। এই স্মার্টফোনটি কিনতে চাইলে আপনার খরচ পড়বে ২৪,৯৯৯ টাকা।