Best Courses Computer

Best Courses Computer – জেনে নিন কোন কোন কোর্স।

ভালোভাবে পড়াশোনা করে ভালো চাকরি করার ইচ্ছে প্রায় সকল পড়ুয়ার মনেই থাকে (Best Courses Computer)। কিন্তু সকলে সেই ইচ্ছে পূরণ করতে পারেন না। তার অন্যতম কারণ হল অর্থের অভাব। বর্তমানে চাকরির ক্ষেত্রে আবেদনকারীর অনেক কোর্স জানা আবশ্যক, এমন নিয়ম দেওয়া থাকে। আজকে সেই সম্পর্কে এই প্রতিবেদনে জানানো হবে।

প্রসঙ্গত, এমন অনেক কোর্স রয়েছে, যেগুলি জানা থাকলে চাকরি নিশ্চিত। আর একবার চাকরি পেলে বেতন নিয়ে চিন্তা করতে হয় না। প্রতি মাসে পাওয়া যাবে মোটা অঙ্কের বেতন। আর পরিবারের আর্থিক স্বচ্ছলতাও ফিরিয়ে আনা সম্ভব। (Best Courses Computer)


ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তুলছেন? জরিমানার অঙ্ক শুনলে চমকে যাবেন

১) গ্রাফিক্স ডিজাইন কোর্স (Graphic Design Course)-
বর্তমানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের জনপ্রিয়তা বেড়ে চলেছে। আর এই কাজ করা জানা থাকলে নিশ্চিত চাকরি। বিভিন্ন ভিডিও, ছবি, পোস্টার, অ্যাড ইত্যাদিতে এই কাজ দেখতে পাওয়া যায়। ছবির যেকোনো ডিজাইন এর কাজগুলি গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে করা হয়। একবার ভালোভাবে এই কাজ শিখতে পারলে ছোটো-বড়ো যেকোনো কোম্পানিতে চাকরি পাওয়া সম্ভব। (Best Courses Computer)

ইচ্ছে করলে মোবাইল বা ল্যাপটপ অর্থাৎ বাড়িতে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করা সম্ভব। একজন ফ্রেশার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রতি মাসের বেতন হতে পারে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। একবাড় এই কাজে অভিজ্ঞতা হলে বেতন বেড়ে মাসে প্রায় ১ লাখ পর্যন্ত হবে।

২) অ্যানিমেশন কোর্স (Animation Course)
কম্পিউটার অ্যানিমেশন কোর্সের কথা অনেকেই শুনেছেন। এই কোর্স জানা থাকলে নিশ্চিত চাকুরী। এমনকি এই কোর্সের জন্য উচ্চমাধ্যমিক পাশ করেই ভর্তি হওয়া যাবে। বর্তমানে এই সম্পর্কিত চাকরির চাহিদা প্রচুর। টিভিতে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন বিজ্ঞাপনে যেসমস্ত কার্টুন বা ভিডিও দেখা যায়, তা এই অ্যানিমেশন। (Best Courses Computer)

এই কাজ জানা থাকলে ফ্রিল্যান্সিং এর কাজও করা যাবে। অনলাইনে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম- Fiverr, Upwork, Freelancer, Guru ইত্যাদি। কাজ করার জন্য আগে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।করে রাখতে হবে। এছাড়া কোনো কোম্পানির হয়ে চাকরি করলে প্রতি মাসে বেতন হতে পারে প্রায় ৩০-৩৫ হাজার টাকা। একবার এই কাজে অভিজ্ঞতা হলে বেতন আরো বাড়বে।

বকেয়া ডিএ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ

৩) ডিজিটাল মার্কেটিং কোর্স (Digital Marketing Course)-
ডিজিটাল মার্কেটিং কেবলমাত্র ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে করা যায়। তাই ডিজিটাল মার্কেটিং একটি কম্পিউটার কোর্স। অনলাইনের মাধ্যমে মার্কেটিং করা হলে, সেটিকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। অর্থাৎ কোনো কোম্পানির হয়ে ডিজিটালি বা ফিজিক্যালি কোনো প্রোডাক্ট ক্রেতার কাছে বিক্রি বাড়াতে এই কোর্স কাজে লাগে। (Best Courses Computer)

বর্তমানে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার চাহিদা বেড়েছে। তাই বিভিন্ন কোম্পানিতে এই সম্পর্কিত একজন ডিজিটাল মার্কেটারকে নিয়োগ করা হয়। একবার এই কোর্স শিখে নিলেই কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করা যায়। ফ্রেশার হলে বেতন হিসেবে মিলবে প্রায় ১৫,০০০-২৫,০০০ টাকা। একবার এই কাজে অভিজ্ঞতা হলে বেতন আরো বাড়বে। (Best Courses Computer)

৪) ওয়েব ডেভেলপমেন্ট কোর্স (Web Development Course)-
চাকরি নয় বরং ব্যবসা করতে ইচ্ছুক থাকেন অনেক সাধারণ মানুষ। আর এই কোর্স করা থাকলে ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ধরনের ব্যবসা শুরু করা যাবে। ওয়েব ডিজাইন হল বিশেষত ওয়েবসাইট তৈরি বা ডিজাইন করা। এই কাজ শিখতে হলে অনেক কোডিং অ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। (Best Courses Computer)

তবে কোডিং ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও ওয়েবসাইট ডিজাইন করা যায়। এছাড়া ফ্রিল্যান্সিং এর কাজ করেও অর্থ উপার্জন করা যাবে। ফ্রেশার হিসেবে কোনো কোম্পানিতে প্রথমে বেতন হিসেবে মিলবে প্রায় ২০,০০০-২৫,০০০ টাকা। একবার এই কাজে অভিজ্ঞতা হলে বেতন আরো বাড়বে। (Best Courses Computer)
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

এবার পূজোতে 10 দিন ছুটি! খুশির খবর দিলেন মমতা