Life Insurance

আগে মানুষ এতটা গুরুত্ব না দিলেও বর্তমানে প্রায় প্রত্যেকেই জীবন বীমা (Life Insurance) করার প্রয়োজনীয়তা বোধ করেন। এখন বহু বীমা সংস্থা সাধারণ মানুষের বীমা করার জন্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তবে জীবন বীমার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। আপনি যদি বীমা করতে চান তবে সেই নিয়ম আপনাকে মানতে হবে।

কিন্তু অক্টোবর মাসের শুরুতে জীবন বীমার (Life Insurance) পলিসি নিয়ম বদলে গেল। তাই এখন থেকে নতুন নিয়ম মানতে হবে প্রত্যেক গ্রাহককে। সূত্রের খবর, আগের থেকে বর্তমানে পলিসি সারেন্ডার করলে একজন গ্রাহক অনেক টাকা বেশি ফেরত পাবেন। সম্প্রতি ইনসিওরেন্স সেক্টর নিয়ন্ত্রক সংস্থা IRDAI এই নিয়ম কার্যকর করেছে বলেই জানা যাচ্ছে।

এলআইসির এই স্কিমে একবার বিনিয়োগ করে সারা জীবন 1 লক্ষ টাকার পেনশন! নতুন স্কিম সম্পর্কে জানুন

New Rule For Life Insurance 2024

জীবন বীমার নতুন নিয়ম বলছে, অক্টোবরের শুরু থেকে সমস্ত বিমা সংস্থাগুলিকে তার গ্রাহকদের পলিসি সারেন্ডারের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে স্পেশাল সারেন্ডার ভ্যালু (Life Insurance Surrender) হিসেবেই। সেক্ষেত্রে একজন ব্যক্তি খুব সহজেই নিজের পলিসি সারেন্ডার করতে পারবেন এবং আরও বেশি টাকা রিফান্ড পাবেন।

একজন বীমাকারীকে জেনে নিতে হবে, IRDAI-এর নতুন স্পেশাল সারেন্ডার ভ্যালু অনুসারে যদি আপনার প্রথম বছরে পলিসি সারেন্ডার করা হয়, তাহলেও আপনি রিফান্ড পেয়ে যাবেন আপনার বিমা সংস্থার পক্ষ থেকে। ইতোমধ্যে IRDAI সমস্ত বিমা সংস্থাগুলির উদ্দেশ্যে নির্দেশ পাঠিয়েছে যে, গ্রাহকদের যাতে সমস্ত এনডাওমেন্ট পলিসির ক্ষেত্রে এই সুবিধে দেওয়া হয়।

বিরাট লাভ! এলআইসির এই পলিসি দিচ্ছে লাখ লাখ টাকার রিটার্ন! নিমিষে হবেন বড়লোক

বর্তমানে এলআইসি সহ দেশের বহু সংস্থাই নিয়ম বদলের অনুমোদন দিয়েছে। গত ১২ জুন জারি করা IRDAI-এর এক সার্কুলার বলছে, প্রত্যেকটি বিমা সংস্থাকে তাদের স্পেশাল সারেন্ডার ভ্যালু বৃদ্ধি করতে হবে। এর মধ্যে দেখা হবে একজন ব্যক্তি কত টাকা প্রিমিয়াম জমা করেছেন এবং এর বিনিময়ে সেই ব্যক্তি ঠিক কী কী সুবিধে পেয়েছেন। শুধু তাই নয় প্রতি বছরই এই স্পেশাল সারেন্ডার ভ্যালু রিভিউ করা হবে‌ বলে খবর।

একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় আগে যেখানে নিয়ম ছিল যদি কোন একজন ব্যক্তি তার পলিসি ৬-৭ বছরের মধ্যে সারেন্ডার করে তাহলে জমা করা প্রিমিয়ামের পঞ্চাশ শতাংশ সেই ব্যক্তি রিটার্ন পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি একজন ব্যক্তি ২ লক্ষ টাকার প্রিমিয়াম জমা করেন, তিনি যদি ৪ বছরের মাথায় পলিসি সারেন্ডার করতে চান, তবে সেই ব্যক্তি ফেরত পেতেন ১.২ লক্ষ টাকা। কিন্তু এখন থেকে স্পেশাল সারেন্ডার ভ্যালুর নয়া নিয়ম অনুসারে, একজন ব্যক্তি ফেরত পাবেন মোটামুটি প্রায় ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত।