LIC Scheme: 40 টাকা রেখে রিটার্ন পান 25 লক্ষ! এলআইসির নতুন পলিসিতে টাকা রেখে নিমেষে হন লাখপতি
LIC Jeevan Anand Policy
লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC এর তরফে চালু হওয়া বিভিন্ন প্রকল্পগুলি (LIC Scheme) সাধারণ মানুষকে দুর্দান্ত লাভ প্রদান করে। বিশেষ করে যখন একজন ব্যক্তি বিনিয়োগ করবেন তখন তিনি খোঁজ করেন এমন কোন স্কিম যেখানে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। আর তখনই এলআইসির বিভিন্ন স্কিমগুলি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে আজকের প্রতিবেদনে এলআইসির একটি বিশেষ কিম সম্পর্কে আলোচনা করা হবে।
LIC Scheme Jeevan Anand Policy
আজকে আলোচনা করা হচ্ছে এলআইসির নতুন জীবন আনন্দ পলিসি (LIC Jeevan Anand Policy) সম্পর্কে। এলআইসির জীবন আনন্দ পলিসি হল একটি নন-লিঙ্কড লাইফ এন্ডাওমেন্ট প্ল্যান। যেটি একদিকে যেমন আর্থিক সুরক্ষা প্রদান করবে ঠিক তেমনভাবেই আপনার সঞ্চয়কে এই স্কিম ত্বরান্বিত করবে।
এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল এই পলিসিতে প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ শেষ হওয়ার পরেও একজন পলিসি হোল্ডার সারাজীবন মৃত্যুর জন্য পাবেন আর্থিক সুরক্ষার সুবিধা। তবে জীবন আনন্দ পলিসির আরও সুবিধা রয়েছে। যেমন, এই পলিসিতে একজন ব্যক্তি পাবেন ফ্লেক্সিবল প্রিমিয়াম পেমেন্ট বিকল্পের সুবিধা। পাশাপাশি, এখানে একজন পলিসি হোল্ডার দুই বছরের জন্য প্রিমিয়াম দেওয়ার পর পলিসি সারেন্ডার করতেও পারেন।
জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগ করার যোগ্যতা
এলআইসির জীবন আনন্দ পলিসিতে আপনি যদি বিনিয়োগ করতে চান, তাহলে তার জন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর আর সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর৷ অর্থাৎ এই পলিসিতে ১৮ বছরের কম আর ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন না। এছাড়াও, মনে রাখবেন, পলিসিহোল্ডার সর্বোচ্চ মেয়াদপূর্তির বয়স হল ৭৫ বছর।
কিভাবে ২৫ লাখ টাকা পাবেন?
মনে রাখবেন, এলআইসির সর্বনিম্ন পলিসির মেয়াদ হল ১৫ বছর এবং সর্বোচ্চ পলিসির মেয়াদ হল ৩৫ বছর। পাশাপাশি, এই পলিসির অধীনে বেসিক সাম অ্যাসিওরড হল ১,০০,০০০ টাকা তবে সর্বাধিক সাম অ্যাসিওর্ডের কোনও সীমা নেই। এখন মনে করা যাক, ১৮ বছর বয়সী একজন ব্যক্তি তার ৩৫ বছরের মেয়াদের জন্য ৫ লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড করে যদি এই পলিসি কিনেছেন। সেক্ষেত্রে তাঁর মাসিক বিনিয়োগ হবে প্রায় ১,১২০ টাকা। তাঁর বার্ষিক বিনিয়োগ হবে প্রায় 14,399 টাকা। সেক্ষেত্রে মোট প্রিমিয়াম হবে ৪,৯৩,৪২৬ টাকা।
পোস্ট অফিসের গ্রাহকরা পাবেন 12 লক্ষ টাকা। আবেদন করলে টাকা চলে আসবে অ্যাকাউন্টে। দেখুন বিস্তারিত
এছাড়া যদি ব্যক্তির সাম অ্যাসিওর্ড হয় ৫ লাখ টাকা, তাহলে তাঁর সঞ্চিত বোনাসের পরিমাণ হবে ৮,৪৭৫ লক্ষ টাকা। ফাইনাল অ্যাডিশনাল বোনাস হিসেবে পাবেন ১১.৫০ লক্ষ টাকা। তাঁর মোট ম্যাচুরিটির পরিমাণ হবে ২৫ লক্ষ টাকা। এভাবেই ওই ব্যক্তি ২৫ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।