LIC পলিসি গ্রাহকদের বড় ঝটকা, লাভ করতে গিয়ে লস হবে না তো, জেনে বুঝে সিদ্ধান্ত নিন।
জীবন বীমা তথা LIC আপনার বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষ মূল্যবান একটি বিষয়। সুখী ও নিরাপদ জীবন যাপনের জন্য এটি বেশ অপরিহার্য একটি বিষয়। এবারে নতুন সিদ্ধান্তের কথা সামনে এলো যা শুনলে হয়তো আপনি চমকে যেতে বাধ্য হবেন। পলিসি যারা যারা নিয়ে রেখেছেন, হয়তো নেবেন- প্রত্যেকের জন্যই এই খবর একটি বিশেষ গুরুত্ব বহন করে। তবে কি সিদ্ধান্ত হয়েছে, তা জানতে হলে দেখতে হবে আজকের এই বিশেষ প্রতিবেদন।
অর্থমন্ত্রীর বড়োসড়ো ঘোষণা প্রভাব ফেলবে LIC পলিসি হোল্ডারদের ওপরে।
দেশের বৃহত্তম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি LIC অর্থাৎ Life Insurance Corporation of India-র বিষয়ে এবার একটি বেশ চমকপ্রদ তথ্য সামনে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফে। পয়লা ফেব্রুয়ারি নতুন বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট পেশ করেন। এই বছরের বাজেটে প্রথম জানানো হয়েছে, এই বছর থেকে LIC গ্রাহকদের আর কোনরকম ট্যাক্সে ছাড় দেওয়া হবে না।
আগের বছর অবধি কেন্দ্রীয় সরকারের তরফে LIC – তে মোটা অঙ্কের ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যেত। তবে এই বছরের বাজেট পেশের পর থেকে এই নিয়মে একটি বড় পরিবর্তন হয়েছে। এর ফলে এলআইসির কোনো পলিসি নেওয়ার পরেও গ্রাহকদের ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এবার থেকে যেসব গ্রাহকেরা ট্যাক্স বাঁচাতে এলআইসির পলিসি গ্রহণ করতেন, তাদের জন্য এই ফন্দিটি আর এটি কোনো বাড়তি সুবিধা প্রদান করবে না।
আবার ঋণের উপর সুদ বাড়ালো এই 2টি ব্যাংক, গ্রাহকদের মাথায় হাত! বিস্তারিত দেখুন।
এই বিষয়ে LIC – এর চেয়ারম্যান জানান যে কোম্পানির মোট বার্ষিক প্রিমিয়ামের প্রায় অর্ধেক আসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। আর্থিক বছরের শেষের দিকে অধিকাংশ মানুষই ট্যাক্স বাঁচাতে বিমা পলিসি কেনার জন্য আগ্রহ দেখায়। ২০২৩ সালের প্রকাশিত বাজেটে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এবার থেকে ৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম সহ যে কেনো পলিসির ম্যাচুরিটিতে প্রতিটি গ্রাহককেই ট্যাক্স দিতে হবে। আশা করা হচ্ছে, সরকারের এহেন সিদ্ধান্ত আগামী সময়ে বিমা সংস্থাগুলির গ্রোথে প্রত্যক্ষভাবে ফেলতে পারে।
ব্যাংকে KYC Documents নিয়ে সব ঝামেলা শেষ, সব গ্রাহকের জন্য প্রযোজ্য।
যদিও আশার কথা শুনিয়ে এলআইসির চেয়ারম্যান আরও জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তের প্রভাব LIC – এর উপর সামান্য হারেই পড়বে। কারণ, বর্তমানে এখানে ১ শতাংশেরও কম পলিসি রয়েছে যার বার্ষিক প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি। অন্যদিকে সরকারের তরফে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তির একাধিক এলআইসি পলিসি থাকে এবং মোট সব পলিসির প্রিমিয়াম একত্রে ৫ লক্ষের বেশি হয়, সেক্ষেত্রে গ্রাহক ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন।
Written by Parna Banerjee.