LIC Jeevan Utsav: প্রতিমাসে 15,000 টাকা দিচ্ছে এলআইসি। নতুন স্কিমে কিভাবে সুবিধা পাবেন? দেখে নিন

LIC Jeevan Utsav Policy Investment

ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত বীমা সংস্থা LIC বা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন প্রকল্প এনেছে। যে প্রকল্প এলআইসি জীবন উৎসব স্কিম (LIC Jeevan Utsav Yojana) নামে পরিচিত। এই স্কিম আপনাকে নিশ্চয়তা প্রদান করবে। এমনকি প্রত্যেক মাসে ১৫,০০০ টাকার নিশ্চিত আয় প্রদান করবে। এখন প্রশ্ন হল কিভাবে কিনবেন এই প্ল্যান? কিভাবে সুবিধা পাবেন? তার জন্য আজকের এই প্রতিবেদন থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য পাবেন।

LIC Jeevan Utsav Yojana

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গত বছরের ২৯ নভেম্বর নতুন একটি প্ল্যান সর্বসমক্ষে আসেন। যার নাম জীবন উৎসব প্ল্যান 871। এই প্ল্যানটি একটি মিলিত পলিসি যা বিমা, সঞ্চয় (Investment) এবং পেনশন সুবিধাগুলি নিয়ে মিলিত। এই স্কিম থেকে ব্যক্তিরা স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ পাবেন। এই স্কিম পলিসিধারকদের বাজারের ওঠানামা থেকে রক্ষা করে। মোট কথা এই স্কিম থেকে আপনি দীর্ঘ মেয়াদী আর্থিক নিরাপত্তা পাবেন। এই ব্যক্তিগত সঞ্চয় পরিকল্পনা ব্যক্তির সমগ্র জীবন ধরে বীমা কভারেজ প্রদান করে। জীবন উৎসব প্ল্যানে কোন একজন পলিসি হোল্ডার সীমিত প্রিমিয়াম কাঠামোতে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রিমিয়াম পরিশোধ করতে পারেন। এই স্কিমে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।

পোস্ট অফিসে টাকা ডবল হবে নতুন বছরে! এই সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানেন?

LIC জীবন উৎসব মৃত পলিসিধারীর পরিবারকে মেয়াদ শেষ হওয়ার আগে যেকোনও সময় দিয়ে থাকে আর্থিক সুরক্ষা। এই প্ল্যানের প্রধান সুবিধা হল, এই প্রকল্পে সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্প রয়েছে। পুরো জীবন পলিসির শর্তাবলীর জন্য প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ৫ বছর থেকে ১৬ বছর। পলিসি শুরু করার আগে আপনি পাবেন নিম্নলিখিত দুটি বিকল্প । বেনিফিট নির্বাচিত বিকল্প অনুযায়ী সেটি পরিবর্তিত হবে।

এলআইসির এই স্কিমে আপনি ১৮ বছর থেকে ১০০ বছর পর্যন্ত একজন ব্যক্তি আজীবন ধরে গ্যারান্টিযুক্ত আয় করতে পারবেন। এই স্কিমটি আপনাকে নিয়মিত আয়ের সুবিধা দেবে শুধু তাই নয় ফ্লেক্সি আয় সুবিধা বেছে নেওয়ার বিকল্পও দেবে। এই স্কিমে পলিসি চালু হওয়ার সময় সব রকমের সুবিধাকে নিশ্চিত করা হবে। আপনি এই স্কিমে বেনিফিট পাওয়ার ছয় মাস আগে আয় সুবিধার ধরনগুলি পরিবর্তন করতে পারেন। পাচ্ছেন ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম পেমেন্ট মেয়াদের বিকল্প। এই পলিসি নেওয়া যেতে পারে ৯০ দিনের শিশু থেকে ৬৫ বছরের বয়স্ক ব্যক্তিদের জন্য। এই নয়া স্কিমে আপনি বিনিয়োগ করলে অনেক লাভবান হবেন। প্রতিমাসে আয় করতে পারেন ১৫,০০০ টাকা।

টাকা জমানোর গোপন টিপস। মাসে কত টাকা সঞ্চয় করলে আপনি বড়লোক হতে পারবেন?

কিভাবে কিনবেন LIC-এর এই স্কিম?

আপনি যদি লাইকএর জীবন উৎসব প্ল্যান কিনতে চান? তাহলে অফলাইনে লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট, কর্পোরেট এজেন্ট, ব্রোকার, বিমা বিপণন সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আপনি অনলাইনে সরাসরি LIC ওয়েব সাইটের মাধ্যমে এই স্কিম কিনতে পারবেন।‌

Related Articles

Back to top button