LIC Jeevan নিউ ইয়ার পলিসি 2023. একবার বিনিয়োগে প্রতি মাসে পান 36 হাজার। না ভেবে দেখেই নিন। অন্যথায়…
LIC Jeevan জীবনের সুরক্ষা এবং সঠিক ভাবে নিশ্চিন্ত হয়ে চলার পথের পাথেয় হচ্ছে LIC. এই সংস্থা ভারতবাসীর বর্তমান এবং ভবিষ্যৎএর কথা চিন্তা করে নতুন এবং আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসে। তবে সঠিক ভাবে প্ল্যানগুলি সম্প্রকে জেনে আমি সেই প্ল্যানে নিবেশ করতে পারেন। এর ফলে আপনার জীবনের সুরক্ষা সুনিশ্চিত হবে। আসুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক।
LIC – এর LIC Jeevan New Plan Details for All ছাড়াও আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC হল একটি ভারতীয় কেন্দ্রীয় পাবলিক সেক্টর প্রতিষ্ঠান যার সদর দপ্তর অবস্থিত ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন।
ভারতের জীবন বীমা কর্পোরেশন 1 সেপ্টেম্বর 1956-এ প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ভারতের সংসদ ভারতের বীমা শিল্পকে জাতীয়করণ করে এবং ভারতের জীবন বীমা আইন পাস করে। এক্ষেত্রে 245 টিরও বেশি বীমা কোম্পানি এবং প্রভিডেন্ট সোসাইটি একত্রিত হয়েছিল।
LIC 2019 সাল পর্যন্ত 290 মিলিয়ন পলিসিধারীদের রিপোর্ট করেছে, মোট 28.3 ট্রিলিয়ন রুপির জীবন তহবিল এবং 2018-19 সালে বিক্রি হওয়া পলিসির মোট মূল্য ₹21.4 মিলিয়ন। কোম্পানিটি 2018-19 সালে 26 মিলিয়ন দাবি নিষ্পত্তি করেছে বলেও রিপোর্ট করেছে। এটি 2022 ফরচুন গ্লোবাল 500 তালিকায় ভারতীয় মুদ্রায় 775,283 কোটি টাকা আয় এবং 4,415 কোটি টাকা লাভের সাথে 98তম স্থানে রয়েছে।
এবারে এই New Plan সম্পর্কে জেনে কিভাবে Big Return পাওয়া যায়, তা জেনে নেওয়া যাক। LIC – এর এই LIC Jeevan Akshay Policy প্ল্যান এর মাধ্যমে আপনি রিটায়ারমেন্ট এর পরে 36,000 টাকা করে প্রতি মাসে পেতে পারেন। একবার যদি বেশ বড় অঙ্কের বিনিয়োগ করে রাখেন, তাহলে আপনার সারা জীবন কাটবে নিশ্চিন্তে। কত বিনিয়োগ করলে কত পাওয়া সম্ভব, দেখে নেওয়া যাক।
সম্প্রতি LIC কোম্পানি জীবন অক্ষয় পলিসি তথা LIC Jeevan Akshay Policy নিয়ে এসেছে প্রত্যেক ভারতবাসীর জন্য। এর আরও বিস্তারিত বিবরণ পেতে অবশ্যই LIC’s Jeevan Akshay – VII (Plan No. 857, UIN : 512N337V03) দেখে নেবেন।
LIC Jeevan Akshay Policy এর জন্য যদি বয়স 30 বছর থেকে 85 বছরের মধ্যে অর্থাৎ Upto 85 Years of age হয়ে থাকে তাহলে এই পলিসিতে আপনি নিবেশ করতে পারবেন। এই স্কিম এর আওতায় আপনি কত বিনিয়োগে কত পেতে পারেন তার একটা হিসেব দেখে নেওয়া যাক।
ডিসেম্বরেই PNB ব্যাংকের গ্রাহকদের বন্ধ করা হবে লেনদেন! বিশদে দেখুন।
LIC Jeevan Akshay Policy অনুসারে, যদি আপনি সর্বমোট 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি মাসের পেনশন বাবদ পেতে পারেন 12 হাজার টাকা পেনশন। এর বেশি টাকা পেনশন পেতে গেলে আপনাকে আরও বেশি বিনিয়োগ করতে হবে। আপনি যদি মাসে 36,429 টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে 70 লক্ষ টাকা। এক্ষেত্রে বার্ষিক 2.45 হারে ইনসেন্টিভ পাবার সুবিধা আছে।
এক্ষেত্রে LIC Jeevan Akshay Policy নিলে ট্যাক্স বেনিফিট কেমন পেতে পারেন তা অবশ্যই নিজের প্ল্যান এর বিনিয়োগের ভিত্তিতে হিসেব করে জেনে নেবেন। সংবিধিবদ্ধ করের আওতায় যদি থাকেন, তাহলে এই ধরণের বীমা পরিকল্পনার উপর আরোপিত কর ভারতের বা অন্য কোনো সাংবিধানিক ট্যাক্স অথরিটি অফ ইন্ডিয়া কর আইন অনুযায়ী হবে।
LIC Jeevan Akshay Policy এর আওতায় প্রিমিয়ামগুলি এর উপর আয়কর সুবিধা/অন্তর্ভুক্তি সম্পর্কে এবং এই প্ল্যানের অধীনে প্রদেয় সুবিধা সম্পর্কে অনুগ্রহ করে আপনার ট্যাক্সের অফিসার বা প্রতিনিধির সাথে পরামর্শ করুন।
বন্ধ হয়ে গেল জনপ্রিয় LIC Policy, যারা কিনে ফেলেছেন, তাদের কি হবে?
কিভাবে LIC Jeevan Akshay Policy অনুসারে পেনশন নেবেন? আপনি আপনার এই পেনশন নেবার জন্য মাসিক, ত্রিমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক হিসেবেও নিতে পারেন। এছাড়া আপনি এককালীন মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন এই প্লান থেকে। তাহলে আর দেরি না করে প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.