LIC Jeevan Akshay: প্রতিমাসে বাড়ি বসে মিলবে 12 হাজার টাকা পেনশন। এই স্কিমে আবেদন করলে অবসরের পর নো চিন্তা

LIC Jeevan Akshay Scheme Investment

এলআইসির জীবন অক্ষয় স্কিম (LIC Jeevan Akshay Scheme) সকলের জন্য এনেছে দারুন সুবিধা। এই প্রকল্পে (LIC Scheme) আবেদন করলে প্রতি মাসে মিলবে ১২ হাজার টাকা পেনশন। আপনারা যারা চাকরির পর পেনশন নিয়ে চিন্তায় আছেন LIC এর প্রকল্পে আবেদন করলে আপনাদের আর চিন্তা থাকবে না। আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন ১২ হাজার টাকা পেনশন। আসুন আজকের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

LIC Jeevan Akshay Scheme

কর্মজীবন থেকে বিরতি নিয়ে সকলেই চিন্তায় থাকেন নিজের রিটায়ার্ড জীবন নিয়ে। কারণ এই সময় নিয়মিত আয়ের প্রবাহ না থাকলে জীবনযাপন করা কঠিন হয়ে ওঠে। সরকারি চাকরিজীবীরা সরকারের থেকেই প্রতিমাসে পেনশন পান। কিন্তু বেসরকারি চাকরিজীবীরা পেনশন নিয়ে চিন্তায় থাকেন। তবে এখন থেকে আর কারোর জন্যই কোন চিন্তা করতে হবে না। কারণ এলআইসি এনেছে দুর্দান্ত স্কিম। আসুন জেনে নেওয়া যাক এই পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত।

সেভিংস একাউন্টে টাকা রাখা নিয়ে আয়কর বিভাগের নিয়ম। একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে?

LIC Jeevan Akshay Scheme Benefits

যদি আপনি বাড়ি বসে প্রতি মাসে পেনশন পেতে চান, তাহলে আবেদন করুন এলআইসি-এর এই নতুন স্কিমে। কারণ এই স্কিমে আবেদন করলে মিলবে নিশ্চিত পেনশন (Pension)। আপনি যদি এলআইসি জীবন অক্ষয় পলিসিতে (LIC Jeevan Akshay) বিনিয়োগ করেন তাহলে নিশ্চিত ভবিষ্যৎ পাবেন। অবসর গ্রহণের পর তাঁদের আর প্রত্যেক মাসে আয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন ৩০ থেকে ৮৫ বছর বয়সী ব্যক্তিরা।

LIC Jeevan Akshay Scheme Investment

আপনি যদি রেগুলার পেনশন সুনিশ্চিত করতে চান তাহলে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ শুরু করা যায় সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে। বিনিয়োগকারী চাইলে এর থেকেও এখানে বেশি টাকা জমা করতে পারেন। আপনারা প্রত্যেক মাসে, কিংবা তিন মাসে, ছমাসে অথবা বছরের হিসাবে এই স্কিম থেকে সুদ পেতে পারেন। এই স্কিমে আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে অবসরের পর প্রতিমাসে পাবেন ১২ হাজার টাকার রিটার্ন।

নতুন বছরে 8.2% সুদ দিচ্ছে কেন্দ্র সকারের সঞ্চয় প্রকল্প। সাথে আয়কর ছাড় পাবেন

জীবন অক্ষয় পলিসিতে আপনি ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকার নিশ্চিত পেনশন। ওপেন করতে পারেন সিঙ্গেল ও জয়েন্ট দুই ধরনের অ্যাকাউন্ট। এই স্কিম থেকে আপনি ট্যাক্স বেনিফিটের সুবিধাও
পাবেন। পলিসি শুরু করার জন্য নিয়োগকারীর নূন্যতম বয়স হতে হবে ৩০ বছর। সর্বোচ্চ ৮৫ বছর বয়সীরা এখানে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করতে হলে আপনাকে ভিজিট করতে হবে এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

Related Articles

Back to top button