LIC IPO Share Price : জলের দামে শেয়ার বিক্রি LIC-র, ডুবতে বসেছেন পলিসি হোল্ডাররা

LIC IPO Share Price : দাম কমার জেরে কি কমতে চলেছে পলিসি হোল্ডারের সংখ্যা? বিতর্ক নানা মহলে

শেয়ার বাজারে (LIC IPO Share Price) বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও, অনেকেই তা করে থাকেন। গত বুধবার এলআইসি -এর শেয়ার বিক্রি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এর আগে অবশ্য জানানো হয়েছিল ভারতীয় জীবন বিমা নিগম শেয়ার বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। তবে এলআইসির শেয়ার বাজারে পদার্পন নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে নানা মহলে। বিশেষ করে পলিসি হোল্ডারেরা এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন।

আরও পড়ুন, মাত্র ১০ হাজারেই কেল্লাফতে! জানুন এমন ১০ টি ব্যবসা সম্পর্কে যা করলে রাতারাতিই আপনি হবেন মালামাল

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এলআইসির (LIC IPO Share Price) শেয়ারের দাম ছিল প্রায় ১২ কোটি টাকার অধিক। কিন্তু মাত্র ২ মাসের মধ্যেই এর দাম নেমে এসেছে প্রায় ৬ কোটি টাকার নিচে। এ বিষয়ে অনেকেই অভিযোগের সুরে বলছেন, এই বিমা সংস্থার শেয়ারের দাম আরও আড়াই থেকে চার গুন ভেবে ঠিক করা দরকার ছিল।

কিন্তু তা করা হল না কেন? কেন হঠাৎ করে এলআইসির (LIC IPO Share Price) শেয়ার মূল্য এত কমানো হল? অনেকেই বলেছেন, এলআইসির শেয়ারের মূল্য ৯০৪ টাকা থেকে ৯৪৯ টাকা পর্যন্ত না হয়ে তার অধিক হওয়া দরকার ছিল।

সেই পরিপ্রেক্ষিতে শেয়ারের দাম (LIC IPO Share Price) ২১৩২ টাকা হলে ঠিক হত। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার ২১ হাজার কোটি টাকা আয় করবে এমন লক্ষ্য স্থির করে। কিন্তু অধিকাংশই অভিযোগ করেছেন এত কম দামে শেয়ার বিক্রির ফলে ২৬–৫৪ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। বর্তমানে এলআইসির ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে। এটিতে গ্রুপ পলিসি হোল্ডারের সংখ্যা ১২ কোটি এবং ইন্ডিভিজুয়াল প্ল্যান পলিসি হোল্ডার ২০ কোটি।

এর আগে পলিসি হোল্ডারদের (LIC IPO Share Price) বোনাস দেওয়া হত ৯৫ শতাংশ এবং কেন্দ্র পেত ৫ শতাংশ। সংশোধনীর পর পলিসি হোল্ডাররা পায় ৯০ শতাংশ এবং কেন্দ্রের জন্য বরাদ্দ বাকি ১০ শতাংশ। ট্রেড ইউনিয়নগুলি দাবি করেছে, কেন্দ্র এই বিমা সংস্থাটির ক্ষেত্রে ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে এগোচ্ছে। তাই অনেক পলিসি হোল্ডারদের বক্তব্য, এক্ষেত্রে তাদের স্বার্থে আঘাত লাগার ভয় থাকছে।

আগে একটা ধারণা ছিল, এলআইসি (LIC IPO Share Price) মানে সরকারি। কিন্তু বর্তমানে সেই ধারনায় আঘাত লাগছে। অনেকেই মনে করছেন বর্তমানে যেটির পরিমাণ ৩.৫ শতাংশ, সেই পরিমাণ ভবিষ্যতে বেড়ে যাবে না এমন কোনও নিশ্চয়তা কি আছে? যদিও এলআইসির ৩৭ নং ধারায় বলা হয়েছে, যদি কোনদিন এই বিমা সংস্থাটি নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে তাহলে সরকার ৭০ শতাংশ পর্যন্ত টাকা দেবে। তবে অনেকেরই প্রশ্ন মনে দানা বাঁধছে, আদৌ এই আইন সেই সময় কার্যকর থাকবে তো?

এই সম্পর্কিত কোনও বক্তব্য থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, Fixed Deposit এ সবচেয়ে বেশি সুদ পাবেন এই সংস্থায় টাকা রাখলে, 100% সুরক্ষা নিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button