LIC Policy: দারুন খবর! এলআইসি আনল 4 টি নতুন বিমা পলিসি! থাকছে বিপুল সুবিধা! বিস্তারিত জেনে নিন
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সাধারণ মানুষের জন্য একাধিক বীমা পলিসি নিয়ে এসেছে (LIC)। বর্তমানে আমজনতা পান নজর কাড়া বীমা সুবিধা। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি এলআইসি (LIC) নিয়ে এল আরো চারটি নতুন বীমা। আপনিও যদি এই বিমার সুবিধা পেতে চান, তাহলে আগেই জেনে নিতে হবে কোন কোন নতুন বীমা আনলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।
আসলে গ্রাহকদের সুবিধা দিতে সাদা তৎপর থাকে এলআইসি (LIC)। তাই বছরের বিভিন্ন সময় নতুন নতুন পলিসি লঞ্চ করা হয়। বছরের মাঝামাঝি সময় ঠিক তেমনি নতুন চারটি বীমা নিয়ে হাজির করল এলআইসি (LIC) আসুন এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানা যাক। এলআইসির (LIC) নতুন বীমাগুলিতে কি কি সুবিধা পাওয়া যাবে, সেই বিষয়ে ডিটেলসে জানা যাক।
LIC New Bima Policy Details 2024
বর্তমানে সাধারণ মানুষ বিনিয়োগের দিকে অনেক বেশি আগ্রহী। ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখতে চান সকলে। চান ভালো আমানত গড়ে তুলতে। আর সেখান থেকেই বিভিন্ন বিনিয়োগ স্কিমগুলি বাজারে নাম করছে। ইনভেস্টমেন্টের বিষয় সাধারণ মানুষ আরো অনেক বেশি খুঁটিনাটি বিবেচনা করছেন। কারণ প্রত্যেককেই ভবিষ্যতের দিকে তাকাতে হবে। তবে শুধুমাত্র ইনভেস্টমেন্ট নয়, বীমা পরিষেবার দিকেও সাধারণ মানুষের আগ্রহ রয়েছে।
জীবন বীমা, গাড়ির বীমা ইত্যাদি আগের থেকেই করে রাখা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার তরফে বীমা পরিষেবা দেওয়া হয়। তারই মধ্যে উল্লেখযোগ্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। এলআইসি (LIC) বর্তমানে দারুন লাভজনক কিছু পলিসি গ্রাহকদের অফার করে। প্রচুর মানুষ এই পলিসি গুলির সুবিধা ভোগ করছেন ও দিনের পর দিন লাভবান হচ্ছেন। এবার বরং জানা যাক এলআইসির (LIC) নতুন চারটি বীমা সম্পর্কে। কোন কোন বীমা কি কি সুবিধা দিচ্ছে, এবার বিশেষভাবে সেগুলি জানতে হবে।
স্টেট ব্যাংকের এই স্কিমে 8.30 শতাংশ সুদ! রিটার্ন 41,000 টাকা! কিভাবে বিনিয়োগ? সিক্রেট জেনে নিন
LIC চালু করলো নতুন চারটি বীমা!
অতি সম্প্রতি এলআইসি (LIC) যে ৪টি নতুন টার্ম ইনস্যুরেন্স পলিসি লঞ্চ করলো সেগুলি সবার জন্যই উপকারী হবে। গত ৫ অগাস্ট থেকে উভয় মাধ্যম অনলাইন এবং অফলাইনে এই পলিসি কেনা যাচ্ছে। এলআইসির (LIC) তরফে লঞ্চ করা পলিসিগুলি হল– ১) এলআইসি যুব টার্ম, ২) এলআইসি ডিজি টার্ম, ৩) এলআইসি যুব ক্রেডিট লাইফ এবং ৪) এলআইসি ডিজি ক্রেডিট।
সম্প্রতি এলআইসির (LIC) সিইও এবং এমডি সিদ্ধার্থ মোহান্তি এই ৪টি পলিসি লঞ্চ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি এই বিষয়ে জানিয়ে দিলেন এলআইসি (LIC) যুব টার্ম প্ল্যান অফলাইনে পাওয়া যাবে। তবে ডিজি টার্ম কিনতে হলে শুধু মাত্র এলআইসি-এর অফিসিয়াল ওয়েবসাইটেই ভিজিট করতে হবে।
আধার কার্ড ও ব্যাংক একাউন্ট লিংক থাকলেই টাকা পাবেন! শুধু এইভাবে আবেদন করুন
LIC-এর নতুন পলিসিতে কি কি সুবিধা?
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তরুণদের চাহিদা পূরণ করবে এলআইসির পলিসি। যারা জীবনের শুরুর দিকে টার্ম ইনস্যুরেন্স নিতে চান, তাঁদের কথা মাথায় রেখেই চালু করা হচ্ছে যুব টার্ম এবং ডিজি টার্ম ইনস্যুরেন্স। তাই অফলাইন এবং অনলাইন, আপনারা দুই ধরনের বিকল্পই পাবেন। আগেই বলা হয়েছে অনলাইনে আর অফলাইনে কোন কোন পলিসি কেনা যাবে।
আপনারা সেই বুঝে ক্রয় করবেন। এও জানা যাচ্ছে যে, LIC এলআইসির যুব টার্ম এবং ডিজি টার্ম ইনস্যুরেন্সে পলিসি হোল্ডারের যদি দুর্ভাগ্যজনিত কারণে মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার পাবেন আর্থিক সুরক্ষা। প্রদান করা হবে। পাশাপাশি, নন ইক্যুইটি পণ্যের আওতায় দেওয়া হবে ডেথ বেনিফিট।
তবে এখানেই শেষ নয়, বিমার মাধ্যমে লোন লায়াবিলিটি কভার করার জন্য চালু হয়েছে যুব ক্রেডিট লাইফ এবং ডিজি ক্রেডিট লাইফ। যদি আপনি যুব ক্রেডিট লাইফ কিনতে চান তাহলে পাবেন অফলাইন মোডে এবং ডিজি ক্রেডিট লাইফ কিনতে চাইলে ভিজিট করুন অনলাইনে।
LIC পলিসির নিয়মগুলি জেনে নিন
একজন ব্যক্তি ১৮ বছর হলে কিনতে পারবেন যুব টার্ম এবং ডিজি টার্ম পলিসি। পলিসি কেনা যাবে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত। ম্যাচিউরিটির সর্বনিম্ন বয়স হলো ৩৩ বছর, আর সর্বোচ্চ বয়স হলো ৭৫ বছর। ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর্ডের পরিমাণ হবে ৫০,০০,০০০ টাকা এবং সর্বাধিক হবে ৫,০০,০০,০০০ টাকা। বেসিক সাম অ্যাসিওর্ড দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
এছাড়া, এলআইসি-এর যুব ক্রেডিট লাইফ এবং ডিজি ক্রেডিট লাইফ নন-পার, নন-লিঙ্কড প্ল্যান সম্পর্কেও জানুন। এই দুই ক্ষেত্রে ১৮ বছর হলেই পলিসি নেওয়া যাবে। সর্বোচ্চ বয়স ৪৫। পলিসির ম্যাচিউরিটির সর্বনিম্ন বয়স হলো ২৩ বছর আর সর্বোচ্চ বয়স ৭৫ বছর। পলিসির ন্যূনতম বেসিক সাম অ্যাসিওর্ড পরিমাণ হলো ৫০,০০,০০০ টাকা। আর সর্বোচ্চ বেসিক সাম অ্যাসিওর্ডের পরিমাণ হল ৫,০০,০০,০০০ টাকা।