LIC Policy: বিরাট লাভ! এলআইসির এই পলিসি দিচ্ছে লাখ লাখ টাকার রিটার্ন! নিমিষে হবেন বড়লোক
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC) জনসাধারণকে নানান লাভজনক স্কিম অফার করে থাকে। যে স্কিমগুলিতে(LIC Scheme) বিনিয়োগ করে আপনি মাত্র কিছু দিনের মধ্যেই হয়ে যেতে পারেন বড়লোক। আজকে আমরা আলোচনা করছি এলআইসির(LIC) তেমনি একটি স্কিম অথবা পলিসি সম্পর্কে। যেখানে টাকা জমিয়ে আপনি অনেক বেশি লাভ পেতে পারেন। আর এই পলিসিকে বলা হচ্ছে এলআইসি (LIC) সবচেয়ে লাভজনক পলিসি।
সুখবর! প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে পোস্ট অফিস! কিভাবে আবেদন এই স্কিমে? জানুন
LIC Policy 2024 | এলআইসি পলিসি ২০২৪
সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ যেমন বলা যায় নিম্নবিত্ত থেকে ধনী, সবার জন্যই বিভিন্ন ধরনের পলিসি হাজির করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC). এই বীমা সংস্থায় জীবন বীমা ও অন্যান্য বীমার পাশাপাশি বেশ কিছু পলিসিতে বিনিয়োগ করার সুযোগ থাকে।
এলআইসির(LIC) পলিসিগুলি সাধারণ মানুষের কাছে অনেক বেশি নির্ভরযোগ্য, ভালো লাভ পাওয়া যায় তাই মানুষ বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠে। অর্থাৎ বলা যায় এলআইসির পলিসি গুলি অর্থ এবং জীবন, দুই দিক থেকেই নিরাপদ (LIC Policy). এখন প্রশ্ন হল, LIC যে হাজার হাজার পলিসি এনেছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় পলিসি কোনটি? যেখানে বিনিয়োগ করে প্রচুর লাভবান হওয়ার সুযোগ থাকে।
সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা যায়, LIC -র সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি পলিসি হল, জীবন লাভ পলিসি। এই পলিসিটিতে একজন গ্রাহক বিমার পাশাপাশি বিনিয়োগও করতে পারেন। আর অবশ্যই মেয়াদ শেষে মেলে নিশ্চিত রিটার্ন, আর সেটাই এই পলিসিকে আরো বেশি করে লাভজনক করে তুলেছে। শুধু তাই নয়, এই পলিসির বিপরীতে ঋণ সুবিধাও পেয়ে যান গ্রাহক।
দারুন খবর! এলআইসি আনল 4 টি নতুন বিমা পলিসি! থাকছে বিপুল সুবিধা! বিস্তারিত জেনে নিন
LIC Jeevan Labh Policy 2024
এলআইসির(LIC) সবচেয়ে জনপ্রিয় পলিসি জীবন লাভ পলিসি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই পলিসিটির সবচেয়ে বড় সুবিধা হল ডেথ বেনিফিট। আসলে প্ল্যান চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে বার্ষিক প্রিমিয়ামের দশ গুণ পেয়ে জন পরিবার। ডেথ বেনিফিট প্রিমিয়াম-এর ১০৫ শতাংশের কম কোনওভাবেই হয় না। তবে জেনে রাখুন, এর জন্য কিন্তু অবশ্যই সময় মতো এই পলিসির প্রিমিয়াম শোধ করতে হবে।
এই পলিসিতে ৮ বছর থেকে শুরু করে ৫৯ বছর বয়সী ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করার জন্য ব্যক্তি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দিতে পারেন। এলআইসির(LIC) জীবন লাভ পলিসিতে কোনো একজন ব্যক্তি ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর মেয়াদে বিনিয়োগ করতে পারবেন। তবে কেউ যদি ৫৯ বছর বয়সে পলিসি করেন, তাহলে তিনি ১৬ বছরের জন্যই বিনিয়োগ করতে পারবেন। ব্যক্তির ৭৬ বছর বয়স পর্যন্ত পলিসি ম্যাচিউরিটির সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে।
এছাড়া জেনে রাখুন, যদি পলিসি হোল্ডার মেয়াদ পূর্তি পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তিনি বেসিক অ্যাসিওর্ডের পাশাপাশি বোনাস এবং অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন এলআইসির এই পলিসিতে। ম্যাচিউরিটির সময় এই সব টাকা একসঙ্গে পলিসি হোল্ডার পেয়ে যাবেন। এটা আসলে এক বেসিক এনডাউমেন্ট প্ল্যান। ফলে এখানে বিনিয়োগকারী ব্যক্তিকে সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে হয়।