LIC Best Policy : সেরার সেরা লাইফ কভারেজ প্ল্যান! মাত্র ৪ বছরের প্রিমিয়াম দিয়ে পেয়ে যান ১ কোটি টাকার সুবিধা।
LIC Best Policy : এলআইসি জীবন শিরোমনি প্ল্যান। একবার বিনিয়োগ শুরু করলে পাবেন সুনিশ্চিত ভবিষ্যৎ। জানুন বিস্তারিত।
আপনি কি ইন্সুরেন্সে টাকা বিনিয়োগ (LIC Best Policy) করতে চান? আপনার মতো গ্রাহকদের জীবন সুরক্ষিত করতেই এলআইসি নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান, যেখানে আপনি মাত্র একটা কারণ বিনিয়োগে পেয়ে যাবেন দারুণ কিছু সুবিধে ও আকর্ষণীয় রিটার্ন।
এই প্ল্যানটির নাম এলআইসি জীবন শিরোমনি প্ল্যান। এলআইসি এর এই জীবন (LIC Best Policy) শিরোমণি যোজনার সূচনা হয় ২০১৭ সালের ১৯ শে ডিসেম্বর। এটি মূলত একটি নন লিংক, লাইফ কভারেজ প্ল্যান। জীবন শিরোমনি পলিসির অন্তর্গত যদি কোন গ্রাহকের যদি পলিসি চলাকালীন মৃত্যু হয় তাবে সে ক্ষেত্রে তার পরিবারকে বেশ ভালো আর্থিক সহায়তা দেওয়া হয় এলআইসির তরফ থেকে।
আরও পড়ুন, মোবাইল রিচার্জ করার আগে সব কোম্পানীর সেরা প্ল্যান গুলো দেখে নিন। নাহলে নিশ্চিত পস্তাবেন।
পাশাপাশি যদি পলিসির মেয়াদ উত্তীর্ণ হবার পরেও পলিসি হোল্ডার বেঁচে থাকেন সেক্ষেত্রে নিশ্চিত (LIC Best Policy) সময় পরে এলআইসির তরফ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে সেই পলিসি হোল্ডারকে। এছাড়াও মেয়াদ শেষে সেই পলিসি হোল্ডার এককালীন কিছু টাকা পেয়ে যাবেন।
আপনি যদি এই পলিসিটি করতে চান, তবে আপনাকে বেশ কিছু শর্ত সম্পর্কে জেনে নিতে হবে। প্রথমত, এই পলিসি কেনার জন্য আপনাকে অবশ্যই (LIC Best Policy) ১৮ বছরের বেশি বয়েসী হতে হবে। দ্বিতীয়ত, এই পলিসির সময় ১৪, ১৬, ১৮ এবং ২০ বছরের মধ্যে হতে হবে। যদি কোনো গ্রাহক ১৪ বছর, ১৬ বছর, ১৮ বছর এবং ২০ বছরের জন্য পলিসিটি করতে চান, তবে গ্রাহকদের সর্বাধিক বয়েস হতে হবে যথাক্রমে ৫৫ বছর, ৫১ বছর, ৪৮ বছর এবং ৪৫ বছর।
তৃতীয়ত, এই পলিসির ন্যূনতম সাম আসিওর্ড মূল্য হতে হবে ১ কোটি টাকা। তবে এর কোনো (LIC Best Policy) সর্বাধিক সীমা নেই। চতুর্থত, পলিসির বেসিক সাম অবশ্যই ৫ লক্ষ টাকার গুণিতক হতে হবে। পঞ্চমত, চার বছরের মধ্যে আপনাকে পলিসির প্রিমিয়াম জমা দিতে হবে।
আরও পড়ুন, দিনে মাত্র ২০ টাকা বিনিয়োগে ৫ বছরে কোটিপতি হওয়ার অব্যার্থ ফর্মুলা।
গ্রাহকদের মধ্যে ইতিমধ্যেই বেশ (LIC Best Policy) জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যানটি। কারণ, খুব কম টাকা বিনিয়োগ করেই এই প্ল্যানের মাধ্যমে পলিসি হোল্ডার লাইভ কভারেজ পেয়ে যাচ্ছেন।
আপনি যদি এলআইসির কোনো পলিসি করাবার কথা ভেবে থাকেন, তবে এই প্ল্যানটি অবশ্যই দেখতে পারেন। পলিসিটি নিয়ে আপনার ভাবনা বা জিজ্ঞাস্য কিছু থাকলে তা নীচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।