LIC Amritbaal Policy – শিশুদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই। এই স্কিমে বিনিয়োগ করে সারা জীবন চিন্তা মুক্ত থাকুন।

LIC যায় সম্পূর্ণ অর্থ হলো (LIC Amritbaal Policy) লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন। বহু বছর ধরে নিজেকে একই জায়গায় প্রতিষ্ঠিত করে রেখেছে। LIC নিরাপদ গ্যারান্টি যুক্ত রিটার্ন দেয় বিশেষ করে শিশু থেকে বয়স্ক সবার জন্য স্কিমের ব্যাবস্থা রয়েছে। এছাড়া এই প্রথম আরেকটি নতুন এনডাওনমেন্ট প্ল্যান চালু করেছে ভারতের সাধারণ মানুষের জন্য। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তার LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসি। এটি শিশুদের জন্য সঞ্চয় বীমা স্কিম।

LIC Amritbaal Policy Endowment for Children

  • পলিসি ডিটেলস
  • পলিসির উদ্দেশ্য
  • বয়সসীমা
  • সুদের হার ও মেয়াদ কাল
  • আবেদন পদ্ধতি

পলিসি ডিটেলস

একটি শিশু জন্ম গ্রহণের পর দিন থেকেই চিন্তা শুরু হয় তার পড়াশুনা, ভবিষ্যত নিয়ে। তার জন্য প্রত্যেক বাবা মা চায় একটা সুন্দর জীবন উপহার দিতে। সন্তানের জন্য কোথাও না কোথাও সেভিংস করে থাকেন মা বাবা যেটা তার পড়াশুনা অথবা বিয়ে যে কোনো সময় এই সেভিংস অনেকটাই উপকার দেবে।

তবে LIC কর্তৃক এই নতুন LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসি শিশুদের জন্য আর্থিক সুবিধা প্রদান করবে আর এরজন্য আপনাকে খুব একটা বেশি অর্থ বিনিয়োগ করতেও হবেনা। একটি শিশু যখন বড়ো হতে থাকে তখন স্কুলের পড়াশুনার খরচ থেকে উচ্চশিক্ষা ও অন্যান্য বিষয়ে অনেক টাকার প্রয়োজন হয়।

তাই আপনি যদি শিশু অবস্থা থেকেই এই LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসিতে তার জন্য কিছু অর্থ সঞ্চয় করেন তাহলে তার বড়ো হওয়ার পর সেই লাভযুক্ত রিটার্ন আপনি পাবেন যেটা দিয়ে তার উচ্চশিক্ষার খরচ দিতে আপনাকে হিমশিম খেতে হবেনা।

সবচেয়ে বিশেষ সুবিধা হলো এই LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসি চালু হওয়া থেকে মেয়াদ শেষ পর্যন্ত প্রতিটি পলিসি বছরের শেষে ৮ হাজার টাকা বেসিক অ্যাসিওড পাওয়া যাবে। তার সাথেই গ্যারান্টিযুক্ত রিটার্ন তো আছেই।

পলিসির উদ্দেশ্য

LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসি চালু করা হয়েছে 16 ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। অমৃত বাল হল একটি নন লিঙ্কড জীবন বীমা পলিসি। এটি শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের লেখাপড়ায় ছোট থেকে আর্থিকভাবে সহায়তা করা।

প্রতিমাসে 50 হাজার থেকে 1 লাখ টাকা পেনশন পেতে আবেদন করুন এই প্ল্যানে।

বয়সসীমা

এই LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসির সুবিধা পাওয়ার সর্বনিম্ন বয়স রাখা হয়েছে ৩০ দিন এবং সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়েছে ১৩ বছর। মেয়াদ উত্তীর্ণ হওয়ার সর্বনিম্ন বয়স হলো ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হলো ২৫ বছর।

এছাড়া আপনি যদি অল্প সময়ের মেয়াদে পলিসি করতে চান সেই সুবিধাও আছে। সংক্ষিপ্ত প্রিমিয়াম প্রদানের মেয়াদ ৫-৬ অথবা ৭ বছর পর্যন্ত হতে পারে। সাধারণত নূন্যতম পলিসির মেয়াদ সীমিত প্রিমিয়াম এর ক্ষেত্রে ১০ বছর এবং একক প্রিমিয়াম পেমেন্ট এর ক্ষেত্রে ৫ বছর হতে পারে।

SIP Investment - এসআইপি ইনভেস্টমেন্ট

সুদের হার ও মেয়াদ কাল

এই প্রকল্পে শিশুর জন্য বিনিয়োগ করতে হলে কমপক্ষে ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সবচেয়ে কম বিনিয়োগ মূল্য এটি তবে আপনি চাইলে এর চেয়ে বেশি বিনিয়োগ করতে পারেন।
৫-১০ অথবা ১৫ বছরে কিস্তি দিয়ে ম্যাচিউরিটির সময় বীমার অধিক গ্যারান্টি যুক্ত রিটার্ন পেয়ে যাবেন।

টাকার দরকার হলে কোথায় পাবেন? জেনে নিন কোন ব্যাংকে পার্সোনাল লোনের সুদের হার কতো। কোথায় বেশি লাভ?

আবেদন পদ্ধতি

LIC Amritbaal Policy বা এলআইসি অমৃতবাল পলিসিতে আবেদন করতে আপনি অনলাইন এবং অফলাইনে দুভাবেই করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে এলআইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রক্রিয়াটি করতে হবে।

আর অফলাইনে করতে হলে আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলুন। তারা আপনাকে বিস্তারিত ভাবে বুঝিয়ে দেবে। আপনি যদি আপনার শিশুর ভবিষ্যত সুরক্ষিত করতে চান এই স্কিমে বিনিয়োগ করতেই পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button