Leatest News On 7th Pay Commission

Leatest News On 7th Pay Commission : কোন স্তরের কর্মচারীরা পেতে পারেন এই সুবিধা, একঝলকে দেখে নিন

বর্তমানে সকল কেন্দ্রীয় সরকারের অধীন কর্মরত কর্মচারী সপ্তম বেতন কমিশনের (Leatest News On 7th Pay Commission) ভিত্তিতে প্রতিমাসে বেতন পেয়ে থাকেন। প্রতি বছর বেতন কাঠামোর পরিবর্তনও করে তা বাড়ানোও হয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে। তবে এবার থেকে কর্মচারিদের বেতন বাড়াতে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এর ফলে তা কর্মচারীদের বড়সড় ধাক্কার মুখে ফেলতে পারে।

আরও পড়ুন, এসবিআই গ্রাহকদের জন্য চালু করা হল নতুন নিয়ম, না মানলে খোয়া যাবে টাকা, জানালো এসবিআই

প্রতি বছর বেতন কমিশনের সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন যেমন বৃদ্ধি করা হয়। তেমনই মহার্ঘ্য ভাতার (Leatest News On 7th Pay Commission) সুবিধাও দেওয়া হয় তাদের। তবে নতুন নিয়ম কর্মচারীদের জন্য খুব একটা সুখকর নাও হতে পারে।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্থ মন্ত্রক (Leatest News On 7th Pay Commission) সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের অধীন কর্মরত কর্মচারীদের জন্য এখন থেকে আর নতুন কোনও কমিশন আসবে না। কর্মচারীদের কাজের পারফরম্যান্স বা যোগ্যতা অনুযায়ী ইনক্রিমেন্টের ওপর ভিত্তি করেই বেতন বাড়তে পারে। পরবর্তীকালে কীভাবে এই নিয়ম কার্যকর করা হবে তা চিন্তা ভাবনা করছে সরকার।

এই নতুন নিয়মের ফলে বিশেষত মধ্যম স্তরের কর্মীদের সাথে সাথে নিম্নস্তরের কর্মীদের বেতন বৃদ্ধি পাবে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রায় ৬২ লক্ষ কর্মচারী এবং ৫২ লক্ষ পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় সরকার (Leatest News On 7th Pay Commission) এই নতুন নিয়ম তৈরি করতে চলেছে। যার ফলে ডিএ ৫০% থাকলেই বেতন বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়ার নাম এখনও পর্যন্ত ঘোষণা করা না হলেও সূত্র মারফত জানা গেছে, এটির নাম ‘স্বয়ংক্রিয় বেতন সংশোধন’ রাখা হতে পারে।

প্রসঙ্গত, এর আগে অর্থমন্ত্রী অরুন জেটলি সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, বেতন কমিশনের  (Leatest News On 7th Pay Commission) বদলে কর্মচারীদের কথা ভাবা দরকার। এরপরই কর্মচারিদের বেতন বাড়ানো নিয়ে এমন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, রাজ্য সরকারী কর্মীদের ডিএ দেওয়ার সিদ্ধান্ত আদালত নয়, বিধানসভা নেয়, ডিএ মামলা সমাপ্ত