dada boudi beriyani

Latest viral news : দাদাগিরিতে খেলতে এসে কি বললেন দাদা বৌদির কর্নধার? জানলে চমকে যাবেন আপনিও।

জি বাংলার দাদাগিরির কথা আমরা সকলেই জানি (Latest viral news)। ভারতীয় দলের ক্রিকেট প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যেখানে অ্যাঙ্কারিং করেন, সকল ক্রিকেট প্রেমীর কাছে তা তো সেরা হবেই। মাত্র কয়েকমাস আগেই শুরু হয়েছে দাদাগিরি সিজন ৯। সেখানে খেলতে এসে স্বয়ং ‘দাদা বৌদি’র মালিক জানালেন দোকানের আসল প্রতিষ্ঠাতার সম্পর্কে।

আরও পড়ুন, সাবধান! ভেজাল ওষুধে ছেয়ে গিয়েছে রাজ্য, কেনার আগে দেখে নেবেন, জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯ টা মানেই জি বাংলার পর্দায় দাদার ‘দাদাগিরি’। বলি সেলিব্রিটি, টলি সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ (Latest viral news)। সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। সেখানে নিজেদের নানা ক্ষেত্রে ট্যালেন্ট দেখানোর সুযোগ পান। সম্প্রতি সেই মঞ্চে খেলতে আসেন দাদা বৌদি বিরিয়ানি দোকানের কর্নধার।

বিরিয়ানি মানেই দাদা বৌদি। শোনা যায়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও একবার এই দোকানের বিরিয়ানি খেতে এসেছিলেন। কল্যাণী থেকে খেলা সেরে ফেরার সময় তিনি এই দোকান (Latest viral news) থেকেই বিরিয়ানি কিনে বাড়িতে পৌঁছেছিলেন। এদিন দাদা বৌদি বিরিয়ানি দোকানের কর্নধার দাদাগিরিতে খেলতে এসে নিজেদের দোকানের সম্পর্কে কিছু কথা শেয়ার করলেন সৌরভের সঙ্গে। বিশেষত দোকানের নাম এমন রাখা হল কেন? এছাড়া দোকান কীভাবে শুরু করা হয়েছিলি? এর উত্তর দেন তারা।

দাদাকে দোকানের কর্নধার জানান, এ দোকান ৩০ বছর আগে তার মা-বাবা তৈরি করেছিলেন। তখন প্রথমে ৩ কেজি মাংসের বিরিয়ানি তৈরি করা হত। আস্তে আস্তে দোকানে বিরিয়ানির চাহিদা বাড়ে (Latest viral news)। বর্তমানে তারা গ্রাহকদের জন্য ৪০০-৫০০ কেজি মাংসের বিরিয়ানি তৈরি করেন।

আরও পড়ুন, মধ্যবিত্তের কপাল পুড়লো, ফের কমলো ব্যাংকে সুদের হার, New Rates April 2022.

দোকানের নাম সম্পর্কে তিনি জানান, দাদা বৌদি নামটি দোকানের গ্রাহকেরাই ঠিক করে দিয়েছিলেন। মঞ্চে দাদাকে দোকানের (Latest viral news) পার্টনার করার কথাও বলেন কর্নধার। অবশ্য মজার ছলে দাদা উত্তর দেন তিনি পার্টনার হলে সব বিরিয়ানি খেয়ে নেবেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলেও অবশ্যই ফলো করতে হবে এই ওয়েবসাইটটি।

written by manika basak