TET 2022 সংক্রান্ত বিশেষ নোটিশ প্রকাশ, সকলের দেখা খুব জরুরী। বিস্তারিত দেখুন।

প্রাথমিক TET 2022 সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জানালো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। বহু প্রতিক্ষার পর বিগত 2016 সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক টেট পরীক্ষা হবার পর প্রচুর নিরাপত্তার সাথে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বিগত 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষা। কিন্তু হঠাৎ কি কারণে পর্ষদের এই নতুন বিজ্ঞপ্তি! সকলের বিষয়টি জেনে রেখে রাখা খুবই জরুরী। আজকের আলোচনায় তা জেনে নেওয়া যাক।

TET 2022 পরীক্ষার রেজাল্টের আগেই পর্ষদের এই নতুন বিজ্ঞপ্তি।

সম্প্রতি WBBPE তথা West Bengal Board of Primary Education এর পক্ষ থেকে সমস্ত টেট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি যার নম্বর 245/WBBPE/2023. এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 31.01.2023 তারিখে। সম্প্রতি এক তদন্তে এক ব্যক্তির বাড়িতে মিলেছে পরীক্ষার OMR Sheet এর কপি। এর ফলে পরীক্ষার্থীদের মনে বেশ সন্দিগ্ধ মনের পরিস্থিতি তৈরি হয়।

জানা গেছে যে, ঐ বাড়ি থেকে শতাধিক OMR Sheet এবং TET পরীক্ষার Admit Card পাওয়া গেছে। এর ফলে চারিদিকে বেশ প্রভাব ছড়ায়। এরফলে সকলের মধ্যেই বিভিন্ন প্রশ্নের উদয় ঘটে। পর্ষদ সভাপতি যেখানে এই পরীক্ষার নির্বিঘ্নে হবার কথা ঘোষণা করেছেন স্বয়ং, সেখানে কিভাবে এই ধরণের পরিস্থিতি ঘটে যায়। এই কারণেই পর্ষদের এই ধরণের বিজ্ঞপ্তি প্রকাশ।

মন মাতানো রিচার্জ প্ল্যান নিয়ে এলো BSNL, এক রিচার্জেই বাজিমাৎ! কি কি সুবিধা পাবেন, দেখুন।

তবে TET 2022  পরীক্ষার্থীদের প্রতি জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফ থেকে বেশ পাকাপাকি ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে, বিগত TET 2022 এর পরীক্ষা 11ই ডিসেম্বর তারিখে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল। শত নিরাপত্তার মধ্যেই ঐ পরীক্ষা এবং এই সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছুই নিয়ম মেনে হয়েছে। তবে নতুন সৃষ্টি হওয়া এই বিজ্ঞপ্তি সমস্ত ধরণের সন্দেহকে উড়িয়ে দিয়েছে। তবে চলুন, জেনে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তির সারসংক্ষেপ।

রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিগত 11ই ডিসেম্বর, 2022 তারিখে হয়ে যাওয়া প্রাথমিক টেট পরীক্ষার সমস্ত OMR Sheet এবং সমস্ত রকমের তথ্যই পর্ষদের কাছে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আছে। এই নিয়ে কারো কোন রকমের দুশ্চিন্তার প্রয়োজন নেই। এক্ষেত্রে কেউই কোন রকমের কারচুপি করতে পারবেন না। তিনি আরও জানান যে, প্রযুক্তিগতভাবেও কোন রকম কারচুপি করা সম্ভব নয়।

বিনামূল্যে মোবাইল ফোন ও 1 বছরের ভ্যালিডিটি দিচ্ছে Jio, কিভাবে পাবেন জেনে নিন।

এই বিজ্ঞপ্তি পরীক্ষার্থীর মনের সমস্ত রকমের দুশ্চিন্তা নিরসণে সক্ষম হবে। যা সেখানে পাওয়া গিয়েছে হয়তো পরীক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্রের প্রতিলিপি। এবারের নিয়মে পরীক্ষার্থীরা তাদের নিজের উত্তরপত্রের কপি সাথে করে নিতে পেরেছেন নিয়ম অনুসারে। তবে আসল কপি পর্ষদের কাছে থাকার কথা। সেই বিষয়ে পর্ষদ সকলকে আশ্বস্ত করেছেন। এমন আরও আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নজরে রাখুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button