BSNL 4G – বিরাট ঘোষণা, 6 মাস রিচার্জ লাগবে না, মোবাইলে সব ফ্রি।
নতুন বছরে BSNL 4G নিয়ে প্রকাশিত হল দারুণ সুখবর। গ্রাহকেরা প্রথম থেকেই পেতে পারেন দারুণ সব অফার। কিভাবে আর কবে এই ধরণের সুবিধা আসতে চলেছে বাজারে, সেই সকল বিষয় জানতে আজকের প্রতিবেদন দেখে পুরোটা জেনে নিন।
BSNL 4G চালু হলে কথা বলার পাশাপাশি ইন্টারনেট ব্যবসারেও আসবে আমূল বিপ্লব।
বেসরকারি টেলিকম সংস্থা তাদের 5G পরিষেবা চালু করা নিয়ে কাজ করে চলেছে। অপরদিকে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা তথা BSNL সুযোগ সুবিধার দিক থেকে ছিল বেশ পিছিয়ে। তবে তাতে যে তাদের গ্রাহকেরা গ্রহণ করেন নি, এমনটা খুব একটা ঘটে নি। নেটওয়ার্ক ব্যবস্থার জন্য এই টেলিকম সংস্থার বেশ কদর।
তবে এই BSNL 4G পরিষেবা চালু হলে গ্রাহক পরিষেবা বেরে যাবে আরও অনেকটাই। ইতিমধ্যেই সারা ভারতে 5G পরিষেবা চালু নিয়ে কাজ করে চলেছে। এর মধ্যেই দেশের প্রায় 70টি শহরে তারা তাদের পরিষেবা চালু করেও দিয়েছে। এর ফলে BSNL এর গ্রাহকের মনের ওপরে প্রভাব পড়তে পারে। গ্রাহকের আরও বেশি করে সুবিধা প্রদানের লক্ষেই BSNL টেলিকম সংস্থার এই বিশেষ উদ্যোগ।
আবার নতুন ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে, একটানা সরকারি অফিস, স্কুল, কলেজ সব বন্ধ।
খুব শীঘ্রই চালু হতে চলেছে এই 4G পরিষেবা। এই নিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনেক আগেই এই কথা জানিয়েছিলেন যে, এই বছর অর্থাৎ 2023 সালের নতুন বছরের শুরতেই এই পরিষেবা চালু করবে BSNL. তবে BSNL এর তরফে জানা গেছে যে, তারা 2023 সালেই এই পরিষেবা চালু করবে, তবে বছরের মাঝামাঝি তারা এই বিষয়ে কাজ শেষ করে এই নতুন সুবিধা চালু করবেন।
আর BSNL 5G পরিষেবা চালু করতেও বেশি দেরি করবে না টেলিকম সংস্থাটি। তাদের দাবি, আগামী 2024 সালেই চালু হবে এই পরিষেবা। তবে আগে তারা এই 4G পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিষয়ে কাজ শেষ করবে। এছাড়া তারা স্থানীয় সরঞ্জাম ব্যবহার করবে। আর অপর দিকে তেজস নেটওয়ার্ক এর সাহায্য নেবে BSNL.
নতুন বছরে 61 টাকায় আনলিমিটেড ফ্রি এর সাথে পাবেন চমকে দেওয়া অফার।
TCH এবং C-DOT এর সাথে কাজ করে এই BSNL 4G পরিষেবার মান উন্নততর করা হচ্ছে। আর রিচার্জ অফার নিয়ে এখনই কোম্পানি বিশেষ কিছু জানায় নি। তবে খুব শীঘ্রই বিশেষ আপডেট আসবে বলেই জানা যাচ্ছে। এছাড়া অন্যান্য টেলিকম কোম্পানির অফার জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.