এই ব্যবসা করলেই হবে ঘরে বসে বসে ইনকাম! অবাক হলেন? দেখুন এখুনি।
যারা গতানুগতিক আয় থেকে বেড়িয়ে এসে একটু অন্যরকম ব্যবসা করে খুব সহজে আয়ের পথ খুঁজছেন, তাদের জন্য আজকের পোস্টটি অত্যন্ত উপযোগী। ব্যবসার আইডিয়া অনেকেই দিয়ে থাকে তবে আজকেরটা অন্য গুলি থেকে একটু ভিন্ন। আসুন জেনে নেই বিস্তারিত। প্রথমেই জানতে হবে আয়ের পদ্ধতি।
এখন থেকেই এই ব্যবসা করে শুরু করুন মাসিক বাড়তি আয়!
Business এর মাধ্যমে নিজের আইডিয়া কাজে লাগানোর আগে গোটা বিষয়টি খুব ভালো ভাবে বুঝে নেওয়া দরকার। আয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটিকে বলা হয় Active Income আর অপরটি হল Passive Income. কাজের সাথে সাথে আয়ের মুখ দেখাই হল Active বা সক্রিয় ইনকাম। যেমন আপনি চাকরি করে মাইনে পাচ্ছেন। বা ধরুণ, ব্যবসা করে রোজ আয় করছেন।
অপরদিকে Passive Income হল এমন যে আপনি একটা কাজ করে রেখে দিলেন। এরপরে আর ঐ কাজ করতে হবে না। সেখান থেকে আপনার আয় আসতেই থাকবে। আজ এমন একটি উপায় নিয়ে আলোচনা করবো। ব্যবসা করার idea কে কাজে লাগিয়ে আয়ের নতুন সুযোগ উন্মোচিত হোক।
যে বিষয়ে বলা হবে তা হলো শেয়ার বাজার এর কথা। এর অভিজ্ঞতা অনেকেরই থাকে না। সংক্ষেপে বললে, এটি হল অন্যের ব্যবসায় নিজের আর্থিক লগ্নি করা। তবে এক্ষেত্রে কোথায়, কিভাবে লগ্নি করবেন তা অবশ্যই দেখে শুনে করবেন। ধরা যাক, বাজারে একটি সিমেন্ট কোম্পানি আছে যাদের শেয়ার মার্কেটে আছে।
এবারে আপনি শেয়ার কিনে নিলে আপনি ঐ কোম্পানির একজন মালিকানার অংশিদার হয়ে গেলেন। এবারে কোম্পানি অবিরাম কাজ করে চলেছে নিজের ব্যবসাকে লাভের মুখ দেখানোর জন্য। কিন্তু আপনাকে কিছুই করতে হচ্ছে না। আপনি যখন খাওয়া, স্নান, নিজের কাজ, ঘুম ইত্যাদি করছেন, কোম্পানি কিন্তু তার কাজে মগ্ন অবিরাম।
Fixed Deposit করলে পান 8.5% হারে সুদ। দিচ্ছে কোন কোন ব্যাংক! জেনে নিন।
এভাবেই কিন্তু আপনি ঘরে বসে বসে এই Business করে টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। এক্ষেত্রে আপনাকে কোন ব্যবসায়িক দিক থেকে চাপের সম্মুখীন হতে হবে না। সমস্ত দায়িত্ব ওবং চিন্তা থাকবে সেই কোম্পানির মাথায়। আপনি শুধুমাত্র বুঝে শুনে ইনভেস্ট বা বিনিয়োগ করতে পারবেই কেল্লাফতে!
তবে আপনার অভিজ্ঞতা অবশ্যই দরকার হবে এক্ষেত্রে। কারণ বাজারে হাজারো কোম্পানি আছে। কার শেয়ার নেওয়া কতটা সময়োপযোগী, তা আপনাকে একটু রিসার্চ করেই দেখতে হবে। এই নতুন Business ideas তে কোম্পানির লাভ হলে আপনার যেমন লাভ, অন্যদিকে কোম্পানির লস হলেও আপনি সেই লসের অংশিদারী হবেন। সেটিও মাথায় রেখে এগোতে হবে।
লটারি টিকিট জেতার গোপন রহস্য ফাঁস, আন্দাজে না কেটে ডেল্টা নিয়মে একবার কেটে দেখুন।
ব্যাংকের Fixed Deposit বা Savings Account টাকা রাখা থাকলে সেক্ষত্রে স্বল্প সুদ মেলে। এছাড়া এখন এই সুদের পরিমাণ খুবই কম। কিন্তু এক্ষেত্রে আপনি পেতে পারেন বেশ ভালো লাভের সুযোগ। এমন আরো Business ideas আসছে আমাদের পরবর্তী পোস্টগুলিতে। নজর রাখুন সুখবর বাংলায়। ধন্যবাদ।
Written by Mukta Barai.
Very good