TET Exam – টেট পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে বড়ো ঘোষণা করলেন পর্ষদ সভাপতি, Big Update 2022.

TET Exam – কি বললেন নতুন সভাপতি?

চাকরি বা ব্যবসা, তা না হলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করে থাকেন সাধারণ মানুষ (TET Exam)। অতিমারীর সময়ে এমন অনেক পরিবারই রয়েছে, যাদের আর্থিক পরিস্থিতি আগের মতো স্বচ্ছল নেই। তাই হাল ধরতে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে বাধ্য হয়েছেন। তবে চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। যারা এতদিন ধরে সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়তে হবে।

সম্প্রতি প্রাইমারি টেট পরীক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। যার জেরে আদালতের নির্দেশে সরানো হয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতিকে। এরই মাঝে নতুন সভাপতি গৌতম পাল চাকরিপ্রার্থীদের সুবিধার্থে একটি নয়া ঘোষণা করলেন। যেখানে টেট চাকরিপ্রার্থী/ প্রাইমারিতে চাকরি করছেন/ প্রাইমারি নিয়োগে চাকরি করতে ইচ্ছুক/ টেট পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য বিরাট ঘোষণা বলা যেতে পারে। (TET Exam)

5G পরিষেবা পেতে গেলে এই 5 টি জিনিস জানতে হবে

কি ঘোষণা?
কোনো চাকরিপ্রার্থী যদি বিএড/ d.el.ed পাশ করে দীর্ঘদিন ধরে প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছেন বা টেট পরীক্ষায় পাশ করেছেন তাহলে তাহলে নিঃসন্দেহে তাদের জন্য সুখবর। সম্প্রতি প্রাইমারি বোর্ডের তরফ থেকে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালে চাকরিপ্রার্থীর টেট পরীক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। উত্তর মেলার ক্ষেত্রেও অসুবিধে থাকবে না। কারণ পোর্টাল থেকেই সরাসরি উত্তর পাওয়া যাবে। (TET Exam)

অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য-
টেট পরীক্ষা নিয়ে কোন অভিযোগ জানাতে হলে, অনলাইনে আবেদন জানাতে হবে। এছাড়া এই কাজে অভিযোগকারীর নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেল আইডি, অভিযোগের ধরন ইত্যাদি জানাতে হবে। এরপর সেই সমস্ত নথি আপলোডের পর সাবমিট করতে হবে। সেই অভিযোগের ভিত্তিতে পর্ষদের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। (TET Exam)

এবারের পুজোয় বাজার মাতাচ্ছে এই 5 টি পোশাক, পুজোয় সাজিয়ে তুলুন ট্রেন্ডিং নতুন স্টাইলে

পর্ষদ সভাপতির কি বক্তব্য?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, অভিযোগকারীদের অভিযোগটি খতিয়ে দেখা হবে। এরজন্য বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজন হলে অভিযোগকারীকে ডেকে বিস্তারিত তথ্য জেনে সেই সমস্যার সমাধান করা হবে। এই কাজের দায়িত্ব একজন গেজেটেড অফিসারকে দেওয়া হয়েছে। (TET Exam)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।

আবার কমলো LPG গ্যাসের দাম! নতুন দাম দেখুন,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button