Lakshmir Bhandar: বছরের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা। মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হচ্ছে। দ্রুত এই কাজ সারুন

Lakshmir Bhandar Scheme New Rule

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে বছরের শুরুতে এল বড় খবর। মাঝেমধ্যেই বিভিন্ন সরকারি স্কিম-এর নিয়ম কানুনে বদল আনে রাজ্য সরকার। আর সেই নিয়ম না মানলে সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের। যেমন সম্প্রতি রাজ্যের সরকার নতুন করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিয়ম চালু করল যদি এই নিয়ম আপনি না মানেন তাহলে সমস্যায় পড়বেন। কি নিয়ম? আসুন প্রকল্পের নিয়ম জেনে নেওয়া যাক।

Lakshmir Bhandar Scheme New Rule

প্রত্যেক মাসের শুরুতেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের (Government Scheme) সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা এই স্কিম থেকে পান ১০০০ টাকার আর্থিক সাহায্য। আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা এই প্রকল্প থেকে প্রতিমাসে পান ১২০০ টাকার আর্থিক সাহায্য। বিগত কয়েক বছরে রাজ্য সরকারের এই প্রকল্প প্রচুর মহিলার উপকার সাধন করেছে। বঙ্গ মহিলাদের ক্ষমতায়নে এই প্রকল্পের ভূমিকা অনস্বীকার্য। তবে এবার এই প্রকল্পের নিয়ম না মানলে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে আপনারও, তাই যদি বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদন পড়ে নেবেন।

কম সুদে ব্যবসা ঋণ দিচ্ছে সরকার। অনলাইনে আবেদন করে নিন

লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে কী করবেন?

২০২১ সাল নাগাদ বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন। যার মাধ্যমে প্রায় রাজ্যবাসী প্রায় ২ কোটি মহিলাকে প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগে এই প্রকল্পে ৫০০ ও ১০০০ টাকার আর্থিক সাহায্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রকল্পে ভাতার পরিমান বৃদ্ধি করা হয়েছিল।

তবে এবার জেনে নিন লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম সম্পর্কে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। আর তা যদি না হয়, তাহলে অনেকেই সমস্যায় পড়বেন। তাই সবাইকে জানানো হচ্ছে, যারা এখনো পর্যন্ত এই কাজ সম্পন্ন করেননি তাদের অতি দ্রুত ব্যাংকে যোগাযোগ করে আধার কার্ড এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার জন্য।

প্রকাশিত হলো বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট। এবার কারা টাকা পাবেন এবং কবে পাবেন?

জানুয়ারি মাসে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জমা হয়েছে কিনা তা দেখার জন্য নিম্ন লিখিত ধাপ মেনে চলুন।
১) প্রথমে আপনি আপনার ব্যাংকের অ্যাপ বা নিকটবর্তী কোন ATM-এ যান। ২) তারপর মিনি স্টেটমেন্ট চেক করুন। ৩) এরপর যদি সমস্যা হয় সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। দুয়ারে সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন জমা করতে পারবেন। বিশেষ করে, তাই রাজ্যের মহিলারা যারা এখনো প্রকল্পের আওতায় আসেননি, তারা এই ক্যাম্পের মাধ্যমে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Related Articles

Back to top button