Lakshmir Bhandar Scheme

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের জন্য গত কয়েক বছর আগে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প। বাংলার মহিলারা এই প্রকল্পের দ্বারা বহুমাত্রায় উপকৃত। প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় সরকার। প্রধানত মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে রাজ্য সরকারের এই স্কিম চারিদিকে হইচই ফেলেছে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে লক্ষ্মীর ভান্ডার সমাদৃত। সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আপডেট সামনে এলো। সত্যি বলতে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ কি তবে বাড়ছে? নাকি অন্য কোনো আপডেট পাচ্ছেন মহিলারা? আসুন আজকের এই প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানা যাক।

Lakshmir Bhandar Scheme 2024

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু করেছিলেন, তখন এই প্রকল্পের দ্বারা মহিলাদের ৫০০ টাকা এবং ১০০০ টাকা পাঠানো হত। তারপর রাজ্য সরকার এই প্রকল্পের অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে। বর্তমানে মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা ও ১০০০ টাকার বদলে ১২০০ টাকা পেয়ে থাকেন। তবে মহিলাদের আকাঙ্ক্ষা, চলতি বছর আরো একবার প্রকল্পের টাকা বৃদ্ধি করবে সরকার।

সকলে ভেবেছিলেন হয়তো পুজোর পরে সরকারের তরফে নতুন ঘোষণা হবে। তবে পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, অথচ এখনো পর্যন্ত টাকা পাননি, তাঁদের টাকা পাঠিয়ে দেবে সরকার। আর সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর পর তোড়জোর শুরু করেছে রাজ্য সরকার।

বর্তমানে বঙ্গবাসী বহু মহিলা জানিয়েছিলেন যে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের আবেদন জমা করেছেন কিন্তু তাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না। ‌অর্থাৎ, সেই সকল মহিলাদের দাবি, তাঁরা টাকা পাচ্ছেন না। আবেদনরত এই সকল মহিলাদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে এটি নতুন আপডেট।

লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা বাড়ছে! এবার 1500, 2000 টাকা পাবেন প্রতিমাসে! পুজোর আগেই মিলবে সুখবর?

2021 সালে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেন। তারপর থেকে প্রচুর মহিলা এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করেছেন। বহু মহিলা আছেন যারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ এপ্লিকেশন জমা করেছেন। তাঁদের মধ্যে অনেকেই এখনও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আর অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি তাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন আপডেট! সবাই ডিসেম্বর থেকে টাকা পাবেন! জেনে নিন বিস্তারিত

রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও অন্যান্য নামকরা প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রীর জন্যও টাকা করছে সরকার। সবমিলিয়ে মোট 60,000 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। এই সকল প্রকল্প গুলির আর্থিক সহায়তার পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পাকা বাড়ি দিতে আবাসন সহায়তার জন্য চালু করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাম্প্রতিক আপডেট সব মহিলাদের মুখে হাসি ফোটালো।

Lakshmir Bhandar Scheme New Update

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে সকল নতুন আবেদনকারীরা আছেন যাদের জন্য তহবিল এখনও বিতরণ করা হয়নি। তাদের আবেদনগুলি পুনরায় বিবেচনা করে সেই সকল অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। পুজো মিটতেই তাই তোড়জোড় শুরু হলো। এবার সবাই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে যা জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে সরকার।