Lakshmir Bhandar 2024: পুজোর আগেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? বড় আপডেট জেনে নিন
পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন। বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে যে প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে অন্যতম হলো কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ইত্যাদি। রাজ্যবাসী প্রতি মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অবশ্যই গুরুত্বপূর্ণ(Lakshmir Bhandar).
এতদিন পর্যন্ত এই প্রকল্পে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হতো। চলতি বছরে সাহায্যের পরিমাণ আরো বেড়েছে। ইতোমধ্যে শোনা যাচ্ছে, পুনরায় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্পের সাহায্যের পরিমাণ বাড়াতে পারে।
সবাইকে 5000, 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার! নতুন প্রকল্পে খুশির জোয়ার বাংলায়
Lakshmir Bhandar Scheme 2024
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের(Lakshmir Bhandar) অর্থের পরিমাণ বৃদ্ধি করেছেন। এর আগে এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হতো(Lakshmir Bhandar).
তবে সাম্প্রতিক ঘোষণা অনুসারে, এই প্রকল্পের অর্থের পরিমাণ বৃদ্ধি করে প্রায় দ্বিগুণ করা হয়েছে। আর নতুন ঘোষণার পর পশ্চিমবঙ্গের সাধারণ শ্রেণীর মহিলারা ৫০০-র বদলে ১০০০ টাকা আর রাজ্যের সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা ১২০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। নিঃসন্দেহে রাজ্যের প্রত্যেক মহিলা এই প্রকল্পের দ্বারা ভীষণভাবে উপকৃত।
বর্তমানে সারা রাজ্যে সমাদৃত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প(Lakshmir Bhandar). রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বহু মহিলা প্রতিমাসে এই প্রকল্প এর টাকায় সংসারে খরচ করেন কিংবা তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার কাজে লাগান। শুধু তাই নয়, বহুম মহিলা ধীরে ধীরে কর্মসংস্থানের চেষ্টা করছেন(Lakshmir Bhandar).
এরই মধ্যে শোনা যাচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর বলছে, খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) টাকার পরিমাণ বাড়তে পারে। কিন্তু কবে থেকে এই ঘোষণা হবে? আর কবে থেকে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে, সেই বিষয়ে নতুন আপডেটটি জেনে নিন।
দিন দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন সংখ্যা বাড়ছে(Lakshmir Bhandar). অ্যাপ্লিকেশন জমা করেছেন এই রাজ্যের বহু মহিলা। কিন্তু এও খবর মিলছে, সেই আবেদনকারী মহিলাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত আর্থিক সাহায্য পাচ্ছেন না।
বিশেষ কিছু নিয়ম না মানা, আবেদনের ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে তাঁদের আবেদন গ্রহণের পথে বাধা সৃষ্টি হচ্ছে। তবে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, জমে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে। যে সকল ক্ষেত্রে ত্রুটি রয়েছে সেগুলি মিটিয়ে সবাই যাতে সুবিধা পায় সেদিকে নজর দেওয়া হবে।
বাংলার শস্য বিমার আবেদন শুরু হলো। কিভাবে পাবেন সুবিধা? বিস্তারিত জেনে নিন
Lakshmir Bhandar প্রকল্পের টাকা বাড়ছে?
চলতি বছরের শুরুর দিকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্পের অর্থ বৃদ্ধি করে। কিন্তু আবার কি নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থের পরিমাণ বাড়বে? সেটাই এখন বাংলার প্রত্যেক মহিলার কাছে প্রধান প্রশ্ন। এই বিষয়ে সূত্রের খবর, কানাঘুষো খবর মিলছে, খুব সম্ভবত পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে।
হয়তো সেপ্টেম্বর থেকে প্রকল্পের টাকার পরিমাণ আবার বাড়াবে সরকার। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা সরকার তরফে হয়নি। তবে বঙ্গলক্ষ্মীদের আশা, পুজোর আগেই যদি প্রকল্পের টাকা বৃদ্ধি পায় তবে সকলের মুখে ফুটবে হাসি।