Jio Vs Airtel Plans 2022 : এসে গেলো এয়ারটেল-জিও-র সব বাজার কাঁপানো প্ল্যান! বেছে নিন আপনার পছন্দের প্ল্যানটি
Jio Vs Airtel Plans 2022 : এয়ারটেল-জিও -এর শর্ট টার্ম প্রিপেড প্ল্যানগুলি ইউজারদের দিচ্ছে বেশ কয়েকটি সুবিধা, জানুন বিস্তারিত
অতিমারির আবহে বাজারে নিত্য (Jio Vs Airtel Plans 2022) প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে টেলিকম সংস্থাগুলিও রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই টেলিকম সংস্থাগুলি নিয়ে এসেছে কয়েকটি শর্ট টার্ম প্ল্যান, যেগুলি প্রতিদিন ১ জিবি ডেটার সাথে অন্যান্য সুবিধাও প্রদান করে। এই খবরের মাধ্যমে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের কতগুলি শর্ট টার্ম প্ল্যান সম্পর্কে জানতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন, এবার বাংলায় রাজ করবে BSNL 4G, 199 টাকায় পাবেন 4G আনলিমিটেড পরিষেবা, আম্বানীর মাথায় হাত।
অনেক ইউজার আছেন, যাদের দৈনিক বেশি পরিমাণ ডেটার প্রয়োজন হয় না (Jio Vs Airtel Plans 2022)। তাদের জন্য দৈনিক ১ জিবি ডেটার প্রিপেড প্ল্যানগুলি কার্যকর হতে চলেছে। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের ১ জিবি ডেটা প্ল্যানগুলির দাম, এছাড়া অন্যান্য সুবিধা সম্পর্কে এই খবরের মাধ্যমে জানানো হবে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিও- এর ১৪৯ টাকা প্ল্যান-
রিলায়েন্স জিও-এর এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কলিং -এর সুবিধা। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন ১০০ টি এমএসএসের সুবিধাও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২০ দিন।
রিলায়েন্স জিও- এর ১৭৯ টাকা প্ল্যান –
রিলায়েন্স জিও-এর ১৭৯ টাকার প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা (Jio Vs Airtel Plans 2022)। সাথে থাকছে আনলিমিটেড কলিং -এর সুবিধা। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন ১০০ টি এমএসএসের সুবিধাও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৪ দিন।
রিলায়েন্স জিও- এর ২০৯ টাকা প্ল্যান –
রিলায়েন্স জিও-এর এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা (Jio Vs Airtel Plans 2022)। সাথে থাকছে আনলিমিটেড কলিং -এর সুবিধা। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন ১০০ টি এমএসএসের সুবিধাও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৮ দিন।
এছাড়াও দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যানের সুবিধাযুক্ত প্ল্যান-
জিও -এর ২৩৯ টাকার প্রিপেড প্ল্য্যানে পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৮ দিন।
এছাড়াও ১১৯ টাকায় ইউজারদের দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়ার সুবিধা দেয় জিও (Jio Vs Airtel Plans 2022)। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ১৪ দিন। সাথে জিও -এর সব প্ল্যানেই কয়েকটি জিও অ্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন ইউজারেরা।
এয়ারটেলের দৈনিক ১ জিবি ডেটাযুক্ত প্ল্যান-
এয়ারটেলের ২০৯ টাকার প্ল্যান-
এয়ারটেলের এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা (Jio Vs Airtel Plans 2022)। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২১ দিন।
এয়ারটেলের ২৩৯ টাকার প্ল্যান-
এয়ারটেলের ২৩৯ টাকার প্রিপেড প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা (Jio Vs Airtel Plans 2022)। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৪ দিন।
এয়ারটেলের ২৬৫ টাকার প্ল্যান –
এয়ারটেলের এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা (Jio Vs Airtel Plans 2022)। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৮ দিন।
এছাড়া ১.৫ জিবি ডেটা প্ল্যান –
এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যান –
এয়ারটেলের এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি ডেটা (Jio Vs Airtel Plans 2022)। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৮ দিন। সাথে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, অ্যাপোলো ২৪/৭ এর সুবিধা। এছাড়া বিনামূল্যে হ্যালো টিউন্স এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস। সাথে পাওয়া যাবে অন্যান্য সুবিধাও। রিচার্জ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak.
আরও পড়ুন, গ্রাহকদের খুসি করতে আজ থেকে তিনটি নতুন রিচার্জ প্ল্যান চালু করলো জিও।