JIO Unlimited plan – পুজো উপলক্ষ্যে কম দামে আনলিমিটেড ডেটা ও কলিং ফ্রি। আজই জিও রিচার্জ করুন।
JIO Unlimited plan এর দুর্দান্ত অফার। বর্তমানে আমাদের সবার কাছেই প্রায় স্মার্টফোন রয়েছে। আর স্মার্ট ফোন মানেই তাতে ইন্টারনেট থাকা তো আবশ্যক। না হলে তা কোন কাজই করবে না। বিভিন্ন ধরনের আনলিমিটেড রিচার্জ প্ল্যান বাজারে উপলব্ধ রয়েছে। আনলিমিটেড বলা হলেও আসলে এগুলোতে সুবিধা মোটেই আনলিমিটেড দেওয়া হয় না। যেমন যদি বলি ইন্টারনেটের কথা, সারাদিন ধরে ইন্টারনেট ব্যবহারের ফলে অনেক সময় দিনশেষের আগেই ফুরিয়ে যায় আমাদের ফোনের ডেটা। তখন আর কিই বা করার? ইন্টারনেট ফিরে পেতে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু এবার থেকে আর এরকম হবেনা।
JIO Unlimited plan
দিনে যত খুশি data আপনি ব্যবহার করলেও (JIO Unlimited plan) ফোনের ইন্টারনেট প্যাক শেষ হবে না কখনোই। সর্বদা হাই স্পিডে চলবে ফোনের নেট। এমনই ধরনের সুবিধা বর্তমানে চালু করল দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা জিও। যারা যারা অতিরিক্ত ডেটা ব্যবহার করেন তাদের জন্য বিশেষ দুটি প্ল্যান চালু করেছে এই কোম্পানি। এই প্ল্যান দুটির মধ্যে যে কোন একটি দিয়ে যদি আপনি একবার রিচার্জ করেন তাহলে এর বৈধতা থাকা পর্যন্ত নেট নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না।
যত খুশি নেট ব্যবহার (JIO Unlimited plan) করতে পারবেন আপনি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে 5g নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে গিয়েছে। আমাদের দেশেও ব্যতিক্রম ঘটেনি এর। ফাইভ-জি নেটওয়ার্ক এ একদিকে যেমন আল্ট্রা হাই স্পিডে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় তেমনি অন্যদিকে ডেটা খরচাও হয় অনেক দ্রুত হারে। তাই ফাইভ-জি নেটওয়ার্কের ব্যবহারকারীরা জানেন যে তাদের কাছে প্রতিদিন 1 জিবি, 1.5 জিবি, 2 জিবি ডাটা কোন ব্যাপারই নয়।
ইন্টারনেটে সামান্য কিছু কাজ করলেও এই ডেটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। গ্রাহকদের এই অসুবিধার কথা পৌঁছেছে জিওর কাছে। আর এই অসুবিধা দূর করতেই সকল ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য বিশেষ প্ল্যানের সূচনা করেছে এই সংস্থা। এক্ষেত্রে যথাক্রমে 299 এবং 399 টাকার দুটি প্ল্যানের বিষয় ঘোষণা করেছে এই কোম্পানি। তবে এই দুটি প্ল্যানই হল পোস্টপেইড সুবিধাভোগীদের জন্য।
পুজো উপলক্ষ্যে ফ্রি করে দিলো AirTel. জলের দামে মোবাইল রিচার্জ।
JIO Unlimited plan 299 টাকার প্ল্যান
এই প্ল্যানটি ফোর-জি এবং ফাইভ-জি দু ধরনের নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যই। রিলায়েন্স জিওর 299 টাকার রিচার্জ প্লানের মধ্যে থাকছে আনলিমিটেড কলিং এর সুবিধা, প্রতিদিন 100 টি করে এসএমএস এবং মোট 30 জিবি ডেটার সুবিধা। সঙ্গে আছে বিভিন্ন জিও অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিবশন। এই প্ল্যানের বৈধতা হলো 28 দিন।
এক্ষেত্রে মোট 30 জিবি ডেটা পাওয়ার ফলে দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার ভয় থাকছে না। ফলে এটি ব্যবহারকারীদের কাছে অত্যন্ত সুবিধা জনক একটি প্ল্যান। বিশেষত ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা ডাটা শেষ হয়ে যাওয়ার পরোয়া না করেই যত খুশি নেট ব্যবহার করতে পারবেন এই প্ল্যান দিয়ে রিচার্জ করিয়ে।
একটি সিম রিচার্জ করেই চালাতে পারবেন আরও 4 টি সিম, পূজোর আগেই লঞ্চ জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান।
JIO Unlimited plan 399 টাকার প্ল্যান
এই প্ল্যানও ফোর – জি এবং ফাইভ-জি উভয় ধরনের নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি 28 দিন পর্যন্ত এর পরিষেবা উপভোগ করতে পারবেন। এই 28 দিন আপনি পাবেন প্রতিদিন আনলিমিটেড কলিং এর সুবিধা, 100 টি করে এসএমএস এবং মোট 75 জিবি ডেটা। এছাড়াও অতিরিক্ত 5 জিবি ডাটা প্রদান করা হয় এই প্ল্যান এর সঙ্গে।
এত ডেটা পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই আর ভয় থাকবে না ডেটা ফুরিয়ে যাবার। এছাড়াও বোনাস হিসেবে এই প্ল্যানের সঙ্গে আপনি পেয়ে যাবেন বিভিন্ন জিও অ্যাপস এর ফ্রী সাবস্ক্রিপশন।
Written by Nabadip Saha.