Jio Reliance – এক রিচার্জে কাম তামাম, চলবে পুরো পরিবার, ডেটা থেকে কলিং সবই রয়েছে ফ্রি। Exciting Offer.
Jio Reliance – দেখে নিন কি কি সুবিধা দিচ্ছে জিও।
বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটর হল রিলায়েন্স জিও (Jio Reliance)। ভারতী এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার অনেক পরে ভারতের টেলিকম বাজারে এর উৎপত্তি হলেও শুরুর দিন থেকে একের পর এক চমক দিয়ে চলেছে জিও। যার ফলে অনেক গ্রাহক পরিবর্তন করেছে তাদের টেলিকম সংস্থার পরিষেবা।
এখনো পর্যন্ত বাজার এবং গ্রাহকদের সঙ্গে তাল মিলিয়ে প্রায়ই নিত্যনতুন রিচার্জ প্ল্যান (Jio Reliance) লঞ্চ করছে জিও। আজ এমন একটি রিচার্জ প্ল্যানের সম্বন্ধে আলোচনা করতে চলেছি যেটি একবার রিচার্জ করলে প্ল্যানের সুবিধা ভোগ করতে পারবে পুরো পরিবার। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত।
JioFiber 399 Rs Plan-
JioFiber বলতেই অনেকে বুঝে গেছেন এটি মোবাইল রিচার্জ নয় বরং ব্রডব্যান্ড প্ল্যান (Jio Reliance), যেটি অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবার থেকে বেশ জনপ্রিয়। এই প্ল্যানটির দাম মাত্র ৩৯৯ টাকা। কিন্তু এই রয়েছে প্রচুর পরিমাণে ডেটা সুবিধা।
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ অর্থ মিলবে
সুবিধা-
রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন এক মাসের জন্য আনলিমিটেড ডেটা। যার স্পিড 30 Mbbps. এত পরিমান ডেটা (Jio Reliance) পরিবারের অনেক সদস্য মিলেও শেষ করতে পারবেন না। এখানেই শেষ নয়, সাথে জিও দিচ্ছে ১০ টি স্মার্টফোন সহ একাধিক স্মার্ট ডিভাইস কানেক্ট করার সুবিধা।
আর দিচ্ছে একটি ল্যান্ডলাইন নম্বর। যার মাধ্যমে করা যাবে আনলিমিটেড কল। তাই বলাই বাহুল্য এই প্ল্যানটি রিচার্জ করলে স্মার্ট ফোন রিচার্জ করার চিন্তা দূর হবে অচিরেই।
সঠিক পদ্ধতি মেনে লটারি কাটুন, আর ম্যাজিক দেখুন, লটারি কাটার সিক্রেট
কাদের জন্য প্ল্যানটি বেশি উপযোগী?
এখন কোভিডের পর থেকে অনেক সংস্থাই ওয়ার্ক ফ্রম হোমে চলছে। এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য হাতে চাঁদ পাওয়ার মত। তবে শুধুমাত্র অফিস ইউজারদের (Jio Reliance) জন্য নয়, যে কেউই প্রয়োজনমতো এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।
তাহলে আর দেরি না করে এখনই রিচার্জ করুন এই প্ল্যানটি এবং পরিবারের সকলে একসঙ্গে সকল সুযোগ সুবিধা পেয়ে যান জিও-র পক্ষ থেকে।
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.