Jio Recharge Plan New – ফের এক ধাক্কায় প্রিপেইড প্ল্যানের দাম বাড়লো 31 টাকা! কত দিতে হবে গ্রাহকদের? Jio Prepaid Plan 2022.

Jio Recharge Plan New – দাম বেড়েছে রিলায়েন্স জিওর একাধিক প্ল্যানের।

আবারও বাড়লো প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম (Jio Recharge Plan New)। এক ধাক্কায় দাম বাড়লো ৩১ টাকা! গত বছরের নভেম্বর মাসে প্রত্যেকটি বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম ২০ শতাংশ বৃদ্ধি করেছে। তারপরেও টুকটাক করে বাড়তেই থাকছে রিচার্জের দাম।

স্বভাবতই টান পড়ছে আম আদমির পকেটে। এবার আবারো দাম বাড়লো রিলায়েন্স জিওর (Jio Recharge Plan New) একাধিক প্ল্যানের। এবারে এক ধাক্কায় দাম বাড়লো ৩১ টাকা। যার ফলে পকেট টান পড়বে রিলায়েন্স জিও সিম কার্ড ইউজার থেকে জিও ফোন ইউজার সকলেরই। যে প্ল্যানগুলির দাম বৃদ্ধি পেয়েছে সেগুলি হল-

১) ১৮৬ টাকার রিচার্জ প্ল্যান-
আগে রিচার্জ প্ল্যানটির দাম ছিল ১৫৫ টাকা। জিও ফোনের বেস প্ল্যানটির (Jio Recharge Plan New) নতুন দাম হয়েছে ১৮৬ টাকা। প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ২৮ দিন পর্যন্ত। গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ১ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। আর থাকছে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ও সর্বোচ্চ ১০০ টি এসএমএস পাঠানোর দুর্দান্ত সুবিধা।

Primary TET 2014 সালে চাকরী পাওয়া সমস্ত প্রাথমিক শিক্ষকদের আবার ভেরিফিকেশন করার নির্দেশ, কি কি ডকুমেন্ট লাগবে

২) ২২২ টাকার রিচার্জ প্ল্যান-
জিও ফোনের ২৮ দিনের ভ্যালিডিটি প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পাবেন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। পাশাপাশি থাকছে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। সাথে প্রতিদিন পাঠানো যাবে ১০০ টি করে এসএমএসও।

মাঝখানে LIC Policy বন্ধ করলেও লস নেই, ফালতু ফাইন লাগবে না, গ্রাহকদের সুবিধার্থে LIC এর New Rule

৩) ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান-
জিও ফোনে রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৪ জিবি ডেটা (Jio Recharge Plan New)। এর মেয়াদ ৩৩৬ দিন। প্রাথমিকভাবে ২৮ দিনের জন্য পাওয়া যাবে ২ জিবি ডেটা প্যাক, বিনামূল্যে ভয়েস কলিং, ৫০ টি এসএমএস-এর অফার। ২৮ দিন পর ফের প্ল্যানটি রিনিউ হবে।

প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

শুক্রবারের পর বাকি SLST চাকরিপ্রার্থীরা শেষমেশ পেলেন জামিন, কত টাকা বন্ডে দেওয়া হল জামিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button