Jio Recharge Plan : উঠে গেলো জিও-র এই সুবিধা! ভোগান্তিতে গ্রাহকরা।

Jio Recharge Plan : প্রিপেড রিচার্জের ক্ষেত্রে গ্রাহকেরা আর পাবেন না এই সুবিধা, লাগবে বেশি খরচ, জানুন বিস্তারিত।

গত বছরের শেষের দিকে সমস্ত (Jio Recharge Plan) মোবাইল কোম্পানির সঙ্গে তাল মিলিয়ে রিলায়েন্স জিও মোবাইল রিচার্জের ক্ষেত্রে সমস্ত প্ল্যানগুলির মূল্য বাড়িয়েছে। তবে এপ্রিল মাসের শুরুর থেকেই এবার জিও গ্রাহকদের জন্য বন্ধ করা হল এই পরিষেবা।

আরও পড়ুন, রোজগার কমেছে, ২ বছরের জন্য ট্যাক্স মুকুব। বঙ্গ বাজেটে বড়সড় সুখবর!

১৪ দিন থেকে ৩৬৫ দিন অর্থাৎ (Jio Recharge Plan) সারা বছরের জন্যই গ্রাহকদের মোবাইল রিচার্জের পরিষেবা দিতে চালু করা হয়েছে বহু প্ল্যান। তবে এপ্রিলের শুরু থেকে জিও গ্রাহকেরা আর পাবেন না প্রিপেড প্ল্যানে এই সুবিধা।

প্রসঙ্গত, জিও তে রয়েছে বহু পপুলার প্ল্যান যেমন, ১৮৬ টাকায় ২৮ দিনের আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১ জিবি ডেটার সুবিধা (Jio Recharge Plan)। এছাড়াও, ৬৬৬ টাকায় ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং এর সাথে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা। রয়েছে অন্যান্য প্ল্যানও। জিও তে ২০০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে গ্রাহকেরা পেতেন Jio Mart ২০% Cash Back -এর সুবিধা। তবে এবার জিও গ্রাহকেরা আর পাবেন না এই সুবিধা।

টেলিকম টকের প্রতিবেদন অনুযায়ী জিও গ্রাহকেরা আর পাবেন না এই সুবিধা। এতদিন গ্রাহকেরা ক্যাশব্যাকের সুবিধার ফলে টাকা বাঁচানোর কিছুটা সুযোগ সুবিধা পেতেন (Jio Recharge Plan)। তবে এই মাসের থেকে আর পাবেন না এই সুবিধা। জানা গেছে গত শুক্রবার সকাল থেকে জিও ওয়েবসাইটে রিচার্জ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে না কোনও ক্যাশব্যাকের সুবিধা।

তবে ৩০ এপ্রিল পর্যন্ত কীভাবে পাওয়া যাবে ক্যাশব্যাকের সুবিধা-

বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী কোনও গ্রাহক যদি গত ৩১ মার্চের মধ্যে রিচার্জ করে (Jio Recharge Plan) থাকেন তবে Jio Mart ২০% Cash Back -এর সুবিধা পাবেন। সেই অফার তিনি ৩০ এপ্রিল পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

Jio Mart Cash Back – এর সুবিধা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়-

My Jio Store, Jio Mart, Reliance Fresh, Trends- এর মতো রিলায়েন্সের সকল প্ল্যাটফর্মে যেকোনো পণ্য কেনাকাটা করতে গেলে এই সুবিধা গ্রাহকেরা পাবেন। আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালোলেগে থাকবে। ধন্যবাদ।

আরও পড়ুন, আর WiFi লাগবেনা, প্রতিদিন 5 জিবি নেট মাত্র 6 টাকায়, মাসে 189 টাকা, মন মাতানো জ্যাকপট প্লান।

written by manika basak

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button