Jio লঞ্চ করলো 2023 সালের সেরা Recharge Plan! আজ থেকেই চালু। দেখলে মন ভরে যাবে।

Recharge Plan হিসেবে 2023 সালে প্রথম দিন থেকেই সকলের মন কেড়ে নিলো Jio. যদিও টেলিকম জগতে Jio অন্যতম। এবারে Happy New Year প্ল্যান নিয়ে বাম্পার অফার সম্পর্কে সম্পূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। আর সকলকে আমাদের পক্ষ থেকে জানাই Happy New Year 2023 এর বিশেষ শুভ কামনা। নতুন বছর খুব ভালো করে কাটান।

Jio Recharge Plan দেখুন আর সেরা প্ল্যান বেছে নিন।

“হ্যাপি নিউ ইয়ার 2023 অফার” হিসেবে গ্রাহকেরা এই Recharge Plan দিয়ে নিজেদের মোবাইল রিচার্জ করলেই সাথে সাথে পেয়ে যাবেন 2টি অতিরিক্ত সুবিধা। যেমন পাবেন ফ্রি ডেটা আবার সাথে থাকবে অতিরিক্ত ভ্যালিডিটি। পুরো সুবিধাগুলি জেনে নেওয়া যাক বিশদে। এর জন্য কত টাকার প্ল্যান রিচার্জ করতে হবে, তাও জেনে নেওয়া যাক।

Recharge Plan হিসেবে 2999 টাকা দিয়ে বার্ষিক রিচার্জে রিচার্জ করা ব্যবহারকারীদের জন্য 2টি অতিরিক্ত সুবিধা। প্রথমেই বলা যাক, ডেটা হিসেব অতিরিক্ত পাওয়া যাবে 75GB পরিমাণ সম্পূর্ণ ফ্রি 4G ডেটা। মূল ডেটা তো থাকবেই। মূল ডেটা হিসেবে প্রতিদিন মিলবে 2.5 GB করে ডেটা যা ব্যবহার করা যাবে হোম এবং রোমিং-এ।

এবারে এই Recharge Plan এর দ্বিতীয় সুবিধার কথা বলা যাক।
এক্ষেত্রে মিলবে 23 দিনের অতিরিক্ত মেয়াদ এক্সটেনশন ভাউচার অফার। 75GB 4G ডেটা ভাউচার মানে RRL দ্বারা প্রদত্ত একটি ভাউচার যা রিচার্জ করার পরে যোগ্য গ্রাহকের MyJio অ্যাপে জমা হবে৷ 23 দিনের অতিরিক্ত বৈধতার এক্সটেনশন ভাউচার 2999 রিচার্জের মতো একই দৈনিক সুবিধা সহ অতিরিক্ত 23 দিনের বৈধতা ভাউচার। আনলিমিটেড ন্যাশনাল ভয়েস, ন্যাশনাল এসএমএস – 100/দিন তো থাকছেই।

কারা পাবেন এই Recharge Plan এর সুযোগ?
যোগ্য গ্রাহক মানে এমন একজন ব্যক্তি যিনি,
(i) RJIO প্রিপেইড পরিষেবার সক্রিয় গ্রাহক এবং
(ii) “Jio প্রাইম” সদস্যতা পরিকল্পনায় নথিভুক্ত।

পয়লা জানুয়ারিতে BSNL Recharge এর বেস্ট ক্যাশব্যাক অফার।
দেখে নিন, কোন রিচার্জে কত লাভ!

প্রত্যেকেই নিতে পারবেন এই সুবিধা। একজন যোগ্য সাবস্ক্রাইবার, যিনি অফারটি চলাকালীন 23শে ডিসেম্বর 2022 তারিখে বা তার পরে অফার মেয়াদ পর্যন্ত রিচার্জ করেন, তিনি 23 দিনের অতিরিক্ত বৈধতা এবং 75GB 4G ডেটা ভাউচারের অধিকারী হবেন, যা যোগ্য গ্রাহক দ্বারা রিডিম করা যেতে পারে।

কিভাবে এই Recharge Plan দিয়ে রিচার্জ করবেন?
একজন যোগ্য গ্রাহক যিনি যেকোনো অফলাইন বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ₹2999 এর রিচার্জ করেন তিনি নীচে উল্লিখিত সুবিধার জন্য যোগ্য হবেন। 75GB হাই স্পিড ডেটা ভাউচারের জন্য MyJio “ভাউচার” ট্যাব নির্বাচন করুন এবং 75Gb ডেটা ভাউচার রিডিম করুন। (দ্রষ্টব্য: রিডেম্পশনের ডেটা ভাউচার মূল পরিকল্পনার বৈধতা অনুযায়ী কাজ করবে)

আগামীকাল থেকে সমস্ত মোবাইল রিচার্জের দাম বাড়ছে, Jio Airtel VI BSNL এর নতুন প্লানের তালিকা।

23 দিনের অতিরিক্ত বৈধতার ভাউচারের জন্য MyJio “Voucher” ট্যাব নির্বাচন করুন এবং 23 দিনের অতিরিক্ত বৈধতার ভাউচার রিডিম করুন। এমন আরও আকর্ষণীয় অফার জানতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। ধন্যবাদ।
Written By Mukta Barai.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button