Jio free recharge

Jio free recharge – Jio-র হাতে গরম অফার! এবার থেকে ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও পাবেন ফ্রি-তে 4G ইন্টারনেট। কীভাবে পাবেন জানুন।

আমাদের দেশে অনেক বড়বড় বেসরকারি টেলিকম সংস্থা থাকলেও বর্তমান সময়ে রিলায়েন্স জিও জনপ্রিয়তার নিরিখে সবাইকে পিছনে ফেলে দিয়েছে (Jio free recharge)। বলা যায় রিলায়েন্স জিও হল এখন দেশের এক নম্বর বেসরকারি টেলিকম কোম্পানি। কয়েক বছরের মধ্যে জিওর এই জায়গায় পৌঁছানোর পিছনের কারণ বিবেচনা করলে জানা যাবে, Jio সর্বদা ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধাকে অগ্রাধিকার দিয়েছে।

জিও যে শুধুমাত্র আমাদের সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানই অফার করে তা নয় সঙ্গে আরেকটি বিশেষ অফারও করে থাকে (Jio free recharge)।

 যদি আপনার পকেটে টাকা না থাকে এবং আপনার ডেটা শেষ হয়ে যায়, তাহলে Jio সেই সময়ে আপনাকে বিনামূল্যে ইন্টারনেট ব্যাবহার করতে দেবে (Jio free recharge)। এই বিষয় টি হয়তো অনেকেই জানেন না। তাহলে এই বিষয়টি জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

আপনি যদি জিও ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই অফারটি শুধুমাত্র আপনার জন্য। কোম্পানির ভাষায় এটি ‘জিও ইমার্জেন্সি ডেটা ভাউচার’ নামে পরিচিত (Jio free recharge)। এই ডেটা ভাউচার সেই সমস্ত গ্রাহকদের জন্য সবচেয়ে ভাল বিকল্প, যাঁদের ইন্টারনেট হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ডেটা রিচার্জ করার জন্য হাতে টাকা নেই। এই ভাউচারের মাধ্যমে আপনি Jio লোনের মাধ্যমে ডেটা পাবেন এবং ডেটা 4G ডেটা হিসাবে ব্যাবহার করতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক এই পরিষেবা কীভাবে পাবেন? তাহলে জেনে রাখা ভালো Jio ইমার্জেন্সি ডেটা ভাউচার ব্যবহার করতে হলে প্রথমে আপনার স্মার্টফোনে ‘My Jio অ্যাপ’ খুলুন। এর পর মেনুতে যান এবং সেখানে ‘মোবাইল সার্ভিসেস’ বিকল্পে ট্যাপ করুন। এখানে আপনি ‘ইমার্জেন্সি ডেটা ভাউচার’ দেখতে পাবেন (Jio free recharge)। সেটি নির্বাচন করুন। তার পর ‘এমার্জেন্সি ডেটা’ অপশন-এ ক্লিক করুন। এর পর ‘অ্যাক্টিভেট নাও’-এ চাপ দিন। এভাবে আপনি পেয়ে যাবেন Jio থেকে লোন হিসাবে 2GB 4G  ডেটা।

 এবার আসা যাক এই ডাটা লোনের টাকা কীভাবে পরিশোধ করবেন? তাহলে জেনে রাখা ভালো এই 2GB ডেটার জন্য আপনাকে দিতে হবে ২৫ টাকা (Jio free recharge)। এর জন্য প্রথমে আপনার স্মার্টফোনে ‘My Jio অ্যাপ’ খুলুন, ‘ইমার্জেন্সি ডেটা ভাউচার’-এ ক্লিক করুন, তারপর ‘Proceed’-এ যান এবং ‘Pay’ বিকল্পে ক্লিক করুন। এখানে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন।

যখনই আপনার খুব প্রয়োজন হবে তখনই জিও থেকে এই ডেটা লোন নিতে পারবেন এবং সেই সময়ে সঙ্গে সঙ্গে আপনাকে একদম বিনামূল্যে এই 2GB ইন্টারনেট দেওয়া হবে (Jio free recharge)। আপনি পরে এটি পরিশোধ করতে পারেন। তবে হ্যাঁ Jio-র এই পরিষেবা শুধুমাত্র বিশেষ প্রিপেইড ব্যবহারকারীদের জন্য।

আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকবে আর এই সম্পর্কিত আরও নতুন নতুন খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

আরও জানতে এখানে ক্লিক করুন