Jio Festive Offer – জিও দীপাবলি অফার, শেষ তারিখ 28 শে অক্টোবর। 6000 টাকার ক্যাশব্যাক? এখুনি দেখুন।
Jio Festive Offer 2022 একবার দেখলে, না নিয়ে পারবেন না।
ভারতবর্ষের কোটি কোটি মানুষের জন্য প্রতিবারের মতো এবারের দীপাবলিতে জিও কোম্পানি নিয়ে এসেছে Jio Festive Offer 2022. তাই এই জনপ্রিয় টেলিকম কোম্পানির অফার দেখতে উদ্বেলিত সকলেই। গত 18.10.2022 তারিখ থেকে শুরু হওয়া এই Jio Festive Offer 2022 – অফারে দেখে নেওয়া যাক, কি আছে!
Jio Festive Offer 2022 – এই অফারটিকে JioFiber Double Festival Bonanza Offer 2022 – হিসেবে নামকরণ করেছে৷ এই অফারের অধীনে, ব্যবহারকারীরা 15 দিনের বৈধতার সাথে কোম্পানির কাছ থেকে 100% মূল্য ফেরত পাবেন, বলে জানানো হয়েছে৷ এটি TelecomTalk এর Jio Festive Offer 2022 – এর দারুণ একটি অফার, যা গত 18.10.2022 তারিখে বাজারে আনা হয়েছে গ্রাহকদের জন্য। গ্রাহকেরা প্ল্যান কিনলেই পাবেন একটি 4K JioFiber সেট-টপ বক্স (STB) এর সম্পূর্ণ টাকা ছাড় আর তাও আবার কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।
JioFiber, বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP), গ্রাহকদের জন্য একটি নতুন দীপাবলি অফার ঘোষণা করেছে। এটি একটি সীমিত সময়ের অফার যা 18 অক্টোবর থেকে 28 অক্টোবর, 2022 পর্যন্ত ব্যবহারকারীদের জন্য থাকবে৷ এই অফারের অধীনে, ব্যবহারকারীরা একটি নতুন JioFiber সংযোগ কেনার সময় 6500 টাকা পর্যন্ত মূল্যের সুবিধা পাবেন৷
সংস্থাটি Jio Festive Offer হিসেবে শুধুমাত্র ২ টি প্ল্যানের জন্য অফারটি নিয়ে এসেছে – Rs 599 এবং Rs 899. মনে রাখবেন যে, এই অফারটি সেই গ্রাহকদের দেওয়া হবে যারা কমপক্ষে ছয় মাসের জন্য প্ল্যানটি কিনছেন৷ 899 টাকার প্ল্যানটিও ৩ মাসের জন্য কেনা যাবে। তবে সেক্ষেত্রে অফার পাওয়া যাবে না।
Jio AirTel এর মাথায় হাত, ভারতে বিনামূল্যে 3 বছর Free 5G পরিষেবা দেবে Starlink, কবে থেকে পাবেন?
Jio Festive Offer 2022 – এই অফারের অধীনে, ব্যবহারকারীরা 15 দিনের বৈধতার সাথে কোম্পানির কাছ থেকে 100% মূল্য ফেরত পাবেন৷ অফারে থাকা প্ল্যানগুলির ব্রেকডাউন এবং আপনাকে কত টাকা দিতে হবে তা দেখা যাক৷
1. Rs 599 X 6 মাসের প্ল্যান (30 Mbps, 14+ OTT অ্যাপ এবং 550+ অন-ডিমান্ড চ্যানেল):- 4,241 টাকা (3,594 টাকা + 647 টাকা GST) পেমেন্টের বিপরীতে, এই প্ল্যানে নতুন গ্রাহকরা ভাউচার পাবেন 4,500 টাকার। ভাউচারগুলি 4টি ভিন্ন ব্র্যান্ডের যেগুলি হল: AJIO-এর 1,000 টাকার ভাউচার, Reliance Digital-এর 1,000 টাকার ভাউচার, NetMeds-এর 1,000 টাকার ভাউচার এবং Ixigo-এর 1,500 টাকার ভাউচার৷ অতিরিক্তভাবে, এই সমস্ত গ্রাহকরা 15 দিনের অতিরিক্ত বৈধতা পাবেন 6 মাসের বৈধতা যা প্ল্যানের অংশ হিসেবে Jio Festive Offer 2022 – এ পাওয়া যাচ্ছে।
2. Rs 899 X 6 মাসের প্ল্যান (100 Mbps, 14+ OTT অ্যাপ এবং 550+ অন-ডিমান্ড চ্যানেল): 6,365 টাকা (5,394 টাকা + 971 টাকা GST) পেমেন্টের বিপরীতে, এই প্ল্যানে নতুন গ্রাহকরা ভাউচার পাবেন 6500 টাকার। ভাউচারগুলি 4টি ভিন্ন ব্র্যান্ডের যেগুলি হল: AJIO-এর 2,000 টাকার ভাউচার, Reliance Digital-এর 1,000 টাকার ভাউচার, NetMeds-এর 500 টাকার ভাউচার এবং Ixigo-এর 3,000 টাকার ভাউচার৷ উপরন্তু, এই সমস্ত গ্রাহকরা 15 দিনের অতিরিক্ত বৈধতা পাবেন 6 মাসের বৈধতা যা প্ল্যানের অংশ হিসেবে ব্যবহার করা যাবে।
এই দীপাবলিতে Mobile Recharge এ লাভজনক 4 টি ক্যাশব্যাক Offer জানতে ক্লিক করুন এখুনি!
3. Rs 899 X 3 মাসের প্ল্যান (100 Mbps, 14+ OTT অ্যাপ এবং 550+ অন-ডিমান্ড চ্যানেল): 2,697 টাকা (3,182 টাকা + 485 টাকা GST) পেমেন্টের বিপরীতে, এই প্ল্যানে নতুন গ্রাহকরা ভাউচার পাবেন 3,500 টাকার। ভাউচারগুলি 4টি ভিন্ন ব্র্যান্ডের যেগুলি হল: Rs. AJIO-এর 1,000 ভাউচার, রিলায়েন্স ডিজিটাল-এর 500 টাকার ভাউচার, Rs. NetMeds-এর 500 ভাউচার এবং Rs. IXIGO এর 1,500 ভাউচার। অনুগ্রহ করে মনে রাখবেন, এই প্ল্যানে অতিরিক্ত বৈধতা প্রযোজ্য নয়।
যে সমস্ত গ্রাহকরা উপরোক্ত প্ল্যানগুলির কোনওটি কিনবেন তারা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই 6,000 টাকার একটি 4K JioFiber সেট-টপ বক্স (STB) পাবেন৷ আর এই অফার থাকবে শুধুমাত্র 11 দিনের জন্য। আগামী 28.10.2022 তারিখে শেষ হয়ে যাবে এই Jio Festive Offer 2022. তাই আর দেরি কিসের? এমন আরও খবর পেতে আমাদের পেজের সাথে থাকতে হবে। ধন্যবাদ।
Written by Mukta Barai.