Jio Electric Scooters: সস্তায় ইলেকট্রিক স্কুটি আনছে জিও। মাত্র 1 টাকায় ছুটবে 2 কিমি! উন্নত মানের এই স্কুটারে থাকছে কী কী সুবিধা?

Jio Electric Scooters 2025

মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio) এবার বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার (Jio Electric Scooters) লঞ্চ করতে চলেছে। সবচেয়ে বড় কথা এই স্কুটার মধ্যবিত্ত জনসাধারণকে দারুন উপকার দেবে। এই স্কুটারে নামমাত্র দামে দুর্ধর্ষ সব ফিচার মিলবে। তাই আপনার যদি স্কুটার কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সুখবর। জিওর এই নতুন স্কুটারে কী করে সুবিধা দেওয়া হচ্ছে আসুন জেনে নেওয়া যাক।

Jio Electric Scooters 2025

একটি স্কুটার কিনতে যাওয়ার আগে আপনাদের প্রথম প্রশ্ন থাকে, সেই স্কুটারে কী কী ফিচার অ্যাড করা হয়েছে। আসলে জিওর তরফে লঞ্চ হতে চলা এই স্কুটারে ব্যবহার করা হবে ৩-৪ kW র মোটর সহ একটি ৩.২ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। দাবি করা হচ্ছে, মাত্র ১ টাকায় ২ কিমি ছুটবে এই স্কুটারটি। এতে থাকছে ইকো মোড, সিটি মোড এবং স্পোর্ট মোডের মতো তিনটি রাইড মোড। যা বিভিন্ন ধরনের রাস্তার জন্য স্কুটারটিকে উপযুক্ত করে তোলে।

আরও পড়ুন: গরমে নাজেহাল দশা? মাত্র 20,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এসি। দেখে নিন সেরার সেরা পাঁচ মডেলের তালিকা

কী কী ফিচার ব্যবহার করা হচ্ছে?

  1. স্কুটারটিতে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন।
  2. এতে থাকছে সিবিএস ব্রেকিং সিস্টেম ও অ্যান্টি স্কিড টায়ার।
  3. ব্যবহার করা হবে ভয়েস নেভিগেশন এবং জিওমার্ট ইন্টিগ্রেসন।
  4. থাকছে ৪জি কানেক্টিভিটি ও লাইফ ট্রেকিং
  5. এই স্কুটার মাত্র ৩০ পয়সায় প্রায় ১ কিমি যাতায়াত করতে পারবে।
  6. নিরাপত্তার জন্য থাকছে ডাবল ডিস্ক ব্রেক
  7. স্কুটারে থাকবে ১২-ইঞ্চির চাকা
  8. এছাড়া, IP67 জল প্রতিরোধী, এবং একটি USB দেওয়া হবে।
  9. স্কুটারে LED হেডলাইট এবং টেললাইট দেওয়া হবে।
  10. স্কুটারটির ওজন হবে ১০০ থেকে ১১০ কেজির মধ্যে।

আরও পড়ুন: ATM Card ব্যবহার করতে হলে এই নিয়ম মানতে হবে। নববর্ষে সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য জন্য জরুরী নির্দেশ।

স্কুটারটির দাম কত রাখা হচ্ছে?

আপাতত সূত্রের খবর, জিওর স্কুটারটির দাম রাখা হচ্ছে ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মধ্যে। তবে আপনি চাইলে মাসিক ৯৯৯ টাকার EMI প্ল্যানে এই স্কুটারটি কিনে নিতে পারবেন। বছরের মাঝামাঝি সময়ে কিংবা শেষের দিকে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থার জিও স্কুটার লঞ্চ হতে পারে।

উপসংহার: এতদিন টেলিকম সংস্থা হিসেবেই নাম ছিল জিওর। বাজারে দারুন প্রতিযোগিতা করেছে মুকেশ আম্বানির এই সংস্থা। তবে এবার টেলিকম বাজার ছেড়ে টেকনোলজির বাজারে পা রাখল জিও। জিওর নতুন স্কুটার লঞ্চ হলে সেটি মধ্যবিত্ত জনসাধারণের জন্য স্বস্তির কারণ হবে।

Related Articles

Back to top button