Income Tax – আয়কর দিতে হবেনা, অর্থমন্ত্রীর বড় ঘোষণা, কাদের জন্য, কত ছাড়? জেনে নিন।
এই কাজ করলে Income Tax আয়কর থেকে রেহাই, দেখুন।
e file Income Tax ছোট আয়করদাতাদের জন্য সুখবর রয়েছে। ব্যবসা বা নির্দিষ্ট পেশাগত আয়ের মধ্যে নিয়ম অনুযায়ী সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স প্রদান করতেই হয়। সেখানে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে নতুন অনুমানমুলক প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই নতুন পরিকল্পনায় যদি একজন ব্যক্তি ফ্রিল্যান্সার বা নির্দিষ্ট পেশায় নিযুক্ত থাকেন, বছরে যদি তার আয় ৫০ লক্ষ টাকার বেশি না হয়, তাহলে itr Login এর মাধ্যমে তার মোট আয়ের ৫০ শতাংশ ট্যাক্স দিলেই হবে।
Income Tax rules 2023
ইনকাম ট্যাক্স এর নিয়ম (Income Tax Rules) অনুযায়ী, নির্দিষ্ট পেশা বা ব্যবসায় নিযুক্ত ব্যক্তিদের আয়করের একাউন্টের হিসাব নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে বজায় রাখতে হয়। তবে এটা ছোট ছোট আয়কর দাতাদের ক্ষেত্রে যথেষ্ট কঠিন কাজ। আর সেই কারণেই কেন্দ্রীয় সরকার নতুন পরিকল্পনা করেছে। যেখানে অনুমানমূলক কর প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার মাধ্যমে ছোট ছোট আয়কর দাতারা সুবিধা পাবেন। আর এই সুবিধা একজন ফ্রিল্যান্সার বা নির্দিষ্ট পেশায় নিযুক্ত ব্যক্তি ৫০ লক্ষ টাকার বেশি আয় না হলে তিনি আয়করের ক্ষেত্রে যথেষ্ট ছাড় (Income Tax Deduction) পেতে চলেছেন। আয়কর আইন অনুযায়ী 44AD ধারার অধীনে 44ADA ধারায় এই বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুন, স্বাস্থ্য সাথী প্রকল্পের নতুন নিয়ম, বিরাট সুখবর, এবার সাধারন মানুষের সুবিধা হবে।
আয়কর আইনের 44AD ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির ব্যবসা বা পেশাগত আয় একটি আর্থিক বছরে ২ কোটি টাকার টার্ন ওভারের মধ্যে হয়, তাহলে সেই করদাতা অনুমান মূলক প্রকল্পের এই সুবিধা বেছে নিতে পারেন। সেক্ষেত্রে আয়কর নিয়ম অনুযায়ী, একাউন্টের হিসাব নিকাশ পরীক্ষা করা সহ বজায় রাখতে হবে না।
Income Tax rules বা আয়কর আইনের 44ADA ধারার অধীনে ভারতে বসবাসকারী কোনো ব্যক্তি নির্দিষ্ট পেশায় নিযুক্ত থাকলে, একটি আর্থিক বছরে যদি ৫০ লক্ষ টাকার নিচে আয় হয়, তাহলে তিনি আয়করের ক্ষেত্রে ব্যাপক ছাড় পাবেন।
আরও পড়ুন, নতুন প্রকল্প রাজ্যের, সবাইকে 2 লক্ষ টাকা দেবে সরকার, জানুন কীভাবে পাবেন?
আয়কর আইনের অনুমানমূলক প্রকল্পে বলা হয়েছে, ছোট ছোট আয়কর দাতার দ্বারা আর্থিক বছরের মধ্যে তাদের আয়ের ৫০ শতাংশ আয়কর হিসেবে ছাড় পেতে পারেন। আর এই স্কিম বেছে নিলে আয়কর আইনের মধ্যে যে একাউন্ট বজায় রাখার জন্য হিসাব-নিকাশ নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ছোট ছোট আয়কর দাতাদের ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট বজায় রাখতে হবে না। ফলে ছোট আয়কর দাতারা (Small Tax Payer) আয়করের ক্ষেত্রে ছাড় পেতে পারেন।