IRTC Train Tickets – বদলে গেল ট্রেনের টিকিট কাটার নিয়ম, না মানলে সিট কনফার্ম হবে না।

IRTC Train Tickets – ভ্রমণের আগে টিকিট বুকিং সম্পর্কিত পদ্ধতি জেনে নিন।

ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র ফ্লাইট নয়, বরং ট্রেনকে বেছে নিয়ে থাকেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয় (IRTC Train Tickets)। কিন্তু মূল সমস্যার সৃষ্টি হয় ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে। কারণ প্রয়োজনে হঠাৎ করে ট্রেনের সিট পাওয়া খুবই কঠিন। সেই সমস্যার সমাধান কি করে সম্ভব তা নিয়ে আজকে এই প্রতিবেদনে জানানো হবে।

IRCTC ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন পরিবর্তন করতে চলেছে। এই পদ্ধতিতে টিকিট বুকিং ককরলে পাওয়া যাবে বিশেষ সুবিধা। কি সেই সুবিধা? চলুন তাহলে দেখে নেওয়া যাক। (IRTC Train Tickets)

লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে হলে এই ব্যাঙ্কে একাউন্ট চলবে না, বিশদে জানুন

কোথাও ভ্রমণে যাওয়ার আগে অর্থাৎ টিকিট বুকিং এর ক্ষেত্রে সময়সূচি পরিকল্পনা করে রাখতে হয়। সেই হিসেবে টিকিট বুকিং করতে হয়। ফলে আর আলাদা করে বুকিং করতে হয়না। সংরক্ষিত টিকিটে যাত্রীর নাম সেখানে উল্লেখ করা থাকবে। (IRTC Train Tickets)

টিকিট বুকিং এর সময়?
সাধারণত সকাল ১০টা থেকে AC কোচের তৎকাল টিকিট কাটা শুরু হয়ে যায়। এছাড়া সকাল ১১টা থেকে স্লিপার ক্লাসের টিকিট কাটা শুরু হয়ে যায়। তাই ভ্রমণের সময়সূচি অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুকিং করে ফেলাই শ্রেয়। কিন্তু পেমেন্ট পদ্ধতি কিরকম হবে? সেই সম্পর্কে বলা হচ্ছে। (IRTC Train Tickets)

হাতে মাত্র দুই দিন, জিওতে 75GB আনলিমিটেড ডেটা ভ্যালিডিটি কিভাবে পাবেন দেখে নিন

টিকিট বুকিং করার সময় পেমেন্ট কিকরে করা যাবে তা নিয়ে বিকল্প থাকবে। সেখানে ক্রেডিট/ডেবিট কার্ড বা UPI এর মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। সেক্ষেত্রে তাড়াতাড়ি বুকিং করলে সিটও পাওয়া যাবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button